Site icon

৯ম গ্রেডের বেতন কত ? নবম গ্রেডের সুবিধাসমূহ এবং মোট বেতন সম্পর্কে বিস্তারিত জানুন ?

৯ম গ্রেডের বেতন কত

৯ম গ্রেডের বেতন কত ?

৯ম গ্রেডের বেতন কত ? সেটি জানতে প্রথমে জানা দরকার বর্তমানে বাংলাদেশের সরকারিতে বেতন কাঠামোতে ২০টি গ্রেড চালু করা হয়েছে। ১৯৭৩ সালে প্রথমবারের মতো ১০টি গ্রেড জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল। এখন এই ২০টি গ্রেডকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে।

আরও জানুনঃ জেলা প্রশাসক বা ডি সি এর পূর্ণরূপ কি ? ডিসির বেতন কত ? ডিসি হতে কি লাগে ?

একজন চাকরিজীবীর বেতন, অবস্থান, ক্ষমতা, দায়িত্ব এবং অন্যান্য সুবিধাসমূহ এই গ্রেডের ভিত্তিতেই নির্ধারিত হয়।

সরকারি চাকরি বাংলাদেশে অনেকটাই সোনার হরিণ হিসেবে গণ্য করা হয়, তার সুবিধা সাধারণত বেসরকারি চাকরিতে পাওয়া যায় না। তাই পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব। তার আগে কোন গ্রেডে সরকারি চাকরিতে বেতন কত তা জেনে নেওয়া দরকার। এই পোস্টে 9th grade salary বা ৯ম গ্রেডের বেতন কত ও নবম গ্রেডে কি কি সুবিধা রয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

9th-grade-salary-bangladesh
9th-grade-salary-bangladesh

নবম গ্রেডের কি কি পদ রয়েছে ?

নবম গ্রেডের পদগুলো: নবম গ্রেডে যেসব পদ অন্তর্ভুক্ত রয়েছে তা হলো:

এরা সকলেই প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে বিবেচিত হন এবং নবম বেতন স্কেলে অন্তর্ভুক্ত। এছাড়াও, যারা বিসিএস ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হন, তারা নবম গ্রেডের বেতন পেয়ে থাকেন।

বাংলাদেশের সরকারিতে বেতন কাঠামো অনুযায়ী  গ্রেড অনুসারে বিভিন্ন সুযোগ সুবিধা নির্ধারণ নির্ধারণ করা আছে।  

নবম গ্রেডে বেতন কাঠামো কত ?

নবম গ্রেডে বেতন কাঠামো:

২৯৫১০-৩০৯৯০-৩২৫৪০-৩৪১৭০-৩৫৮৮০-৩৭৬৮০৩৯৫৭০-৪১৫৫০-

৪৩৬৩০-৪৫৮২০-৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ ।

নবম গ্রেডের বেসিক বেতন শুরু ২২,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতনের ধাপ হলো  ৫৪,০৬০ টাকা ।

নবম গ্রেডের অন্যান্য সুবিধাসমূহ ?

৯ম গ্রেডের ভাতাসমূহঃ

৯ম গ্রেডের বাড়িভাড়া ভাতা:

চাকরি শুরুতে নির্ধারিত এলাকার ভিত্তিতে নিম্নলিখিত হারে বাড়িভাড়া ভাতা প্রাপ্য:

৯ম গ্রেডের চিকিৎসা ভাতা:

9th grade এর শিক্ষা ভাতা:


বয়সসীমা: সন্তানের বয়স ৫ থেকে ২৩ বছরের মধ্যে না হলে শিক্ষা ভাতা প্রাপ্য হবে না।

আরও জানুুনঃ কবে ঘোষণা হবে নতুন পে স্কেল ২০২৪? সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ খবর ?

9th grade additional increment benefit ?

১টি অতিরিক্ত ইনক্রিমেন্টর সুবিধাঃ

নবম গ্রেডের মোট বেতন ও ভাতাদি কত ?

৯ম গ্রেডের মোট বেতন ভাতাদি হলোঃ

মোট বেতন:

৯তম গ্রেডের শুরুতে অফিসারের মোট বেতন-ভাতা:
(২২,০০০ + ১২,১০০ + ১,৫০০) =৩৫,৬০০/- টাকা।

(বিঃ দ্রঃ: বাড়িভাড়া এলাকাভেদে ভিন্ন হতে পারে।)

9th grade এর অন্যান্য সুবিধা:

শ্রান্তি ও বিনোদন ভাতা:

উৎসব ভাতা:

বাংলা নববর্ষ ভাতা:

ছুটি সুবিধা:

পাহাড়ি ও দুর্গম অঞ্চল ভাতা:

বদলি ও ভ্রমণ ভাতা:

আরও জানুনঃ ২০১৫ পে স্কেলে  কি কি বৈষম্য ছিল ?  ৯ম পে স্কেল কেমন হওয়া উচিত ?

মাতৃত্বকালীন ছুটি:

অবসর ভাতা ও আনুতোষিক:

গাড়ি যাতায়াত সুবিধা:

গৃহনির্মাণ ঋণ:

সরকারি কর্মচারীরা ২৫ থেকে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ সুবিধা পান। মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে ঋণ মওকুফের সুবিধাও প্রযোজ্য।

শেষ কথাঃ

৯ম গ্রেডের চাকরির জনপ্রিয়তা: সরকারি চাকরিতে ৯ম গ্রেডে সরাসরি নিযোগ পাওয়া সত্যিই খুব ভাগ্যের বা সোনার হরিণ পাওয়া মতো । এই গ্রেডের চাকরিগুলোকে একটি সম্মানজনক ও আর্থিকভাবে মানসম্মত হিসেবে বিবেচনা করা হয়। তবে বর্তমানে ৯ম গ্রেডের চাকরি পাওয়ার জন্য আগের তুলনায় বেশি পরিশ্রম করতে হয় ।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Exit mobile version