আইবাস++ এ ডিডিও আইডি থেকে বাজেট বরাদ্দ, প্রকৃত খরচ বের করার পদ্ধতি ?
প্রতি মাসে ডিডিওগণ মাসিক কর্মকর্তা/কর্মচারিদের বেতন বিল, প্রশাসনিক ব্যয়, ভ্রমন বিল, প্রেট্রোল, ওয়েল ও লুবর্রিকেন্ট, মুদ্রণ ও মনিহারি এবং ক্রয় সরবরাহ কোডে খরচের পরিমাণ এবং কত টাকা অবশিষ্ট রয়েছে তা জানার প্রয়োজন হয়। এই তথ্য সমূহ ibas++ budget execution বের করা যায় এবং জন্য ডিডিওগণ হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে থাকেন । এখানে নিজে নিজে তথ্য সমূহ বের করার পদ্ধতি দেখানো হয়েছে।
বাজেট বরাদ্দ, প্রকৃত খরচ এবং অবশিষ্ট বাজেট বরাদ্দ বের করার জন্য যে কোন ব্রাউজারের সাহয্যে ibas.finance.gov.bd ঠিকানায় প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ
এখানে iBAS++( ২০১৮-১৯) থেকে নতুন কোড অনুযায়ী অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
তারপর ddo এর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর নিচের স্ক্রিন আসবেঃ
তারপর Ibas++ Accounting Module এ প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ
এখন Ibas++ Repots অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
তারপর Progress Report ( Budget Vs Actual)-Accounting অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
এখানে যদি রাজস্ব বাজেট হয় তাহলে General Activity অপশনে আর পজেক্টের বাজেট হলে other Activity অপশনে ক্লিক করতে হবে। General Activity অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
এর ড্রপডাউন অপশন থেকে অর্থ বছর সিলেক্ট করলে অবশিষ্ট অংশগুেলো অটোমেটিক পূরণ হয়ে যাবে এর পর Run Report অপশনে ক্লিক করলে নিচের রিপোর্ট পাওয়া যাবে।
আইবাস++ এ ডিডিও আইডি থেকে হিসাবরক্ষণ অফিসের সাথে রিকনসাইল করার জন্য মাসিক ব্যয় বিবরণী ( ibas++ vertical summary) প্রিন্ট করার পদ্ধতি জেনে নিতে পারেন।
আইবাস++ এ ডিডিও আইডি থেকে বাজেট বরাদ্দ, প্রকৃত খরচ এবং অবশিষ্ট বাজেট বরাদ্দ বের করার পদ্ধতির ভিডিও দেখে নিতে পারেন।
রিলেটেড ট্যাগঃ ibas++budget execution
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।