nocomments

আইবাস++ নতুন আপডেট ? Ibas++Additional ddo Id পাওয়ার নতুন উপায় ২০২৪ ?

আইবাস++ নতুন আপডেট ?

  • বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বা দপ্তর প্রধানকে সরকারি প্রয়োজনে একাধিক অফিসের ডিডিও দায়িত্ব পালন করতে হয়। অতিরিক্ত ভিডিও দায়িত্ব পালনকালে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিলসহ অন্যান্য বিল প্রদানের জন্য আইবাস++ একটি ডিডিও আইডির প্রয়োজন হয়। এটি তার মূল ডিডিওর পাশাপাশি একটি অতিরিক্ত ibas++ ddo আইডির বলা হয়। পূর্বে ibas++ ddo user registration ফরম পূরণপূর্বক আইবাস++ হেল্পলাইন থেকে Ibas++Additional ddo Id ওপেন করা হতো। বর্তমানে আইবাস++ নতুন আপডেট নিয়ে এসেছে এবং এই পদ্ধতির পরিবর্তন করা হয়েছে। কিভাবে নতুন নিয়মে Ibas++Additional ddo Id পাওয়া যাবে এবং নতুন নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে ? পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আশা করি সম্পর্ণ আইডিয়া পেয়ে যাবেন।

আরও জানুনঃ ibas++ registration করা এবং আইবাস++ এ নতুন ডিডিও (DDO) এবং এসডিও (SDO) আইডি পাওয়ার পর করণীয়?

Ibas++ Additional ddo Id পাওয়ার উপায় ২০২৪ ?

  • iBAS++ এ One NID One User Multiple Role কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য আপনার মূল ইউজার আইডি (Pay Fixation এর সাথে সম্পর্কিত) ব্যতিত অতিরিক্ত ইউজার আইডি সিস্টেমে বিদ্যমান আছে। উক্ত আইডিসমূহ ১৫ জুলাই, ২০২৪ তারিখের মধ্যে বাতিল (Delete) করার জন্য অনুরোধ করার  নির্দশনা রয়েছে।
  • Additional DDO Role মূল ইউজার আইডিতে সংযোজন করার জন্য আপনি উক্ত ইউজার আইডিতে লগইন করে আইবাস++ এর ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে Additional DDO Role নেওয়ার জন্য আবেদন করতে হবে।

আরও জানুনঃ ibas++registration or ibas++ user id পাওয়া উপায় ?

  • আয়ন- ব্যয়ন কর্মকর্তা ( ডিডিও) সরকারি কোষাগার হতে অর্থ উত্তোলন, ব্যয় ও বিতরণের জন্য সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত। একজন আয়ন- ব্যয়ন কর্মকর্তা বা ডিডিও’কে দাপ্তরিক প্রয়োজনে কর্তৃপক্ষের আদেশের পরিপ্রেক্ষিতে একাধিক কার্যালয়ের ডিডিও হিসেবে Additional  দায়িত্ব পালন করতে হয়। পূর্বে একাধিক কার্যালয়ের ডিডিও ( Charge) হিসেবে দায়িত্ব পালনের জন্য iBAS++ সিস্টেমে একাধিক ইউজার আইডি open করতে হতো। “One User One User ID” ধারণা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ডিডিও তিনি তার মূল আইডিতে অতিরিক্ত দায়িত্ব (Additional Charge) এর রোল ( Role) নিম্নলিখিত পদ্ধতিতে সংযোজন করতে পারবেনঃ

Ibas++Additional ddo Id পাওয়ার জন্য নিম্ন লিখিত ধাপ অতিক্রিম করতে হবে:

  • যে কোন ব্রাউজারের সাহায্যে আইবাস++ এ প্রবেশ করতে হবে।
  • ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আইবাস++ এ লগইন করতে হবে।
  • সিকিউরিটি অপশনে যেতে হবে।
  • তারপর Additional ddo Id এন্ট্রি করতে হবে।
  • aditional responsibility ম্যানেজমেন্ট অপশন এ ক্লিক করতে হবে এবং অ্যাডিশনাল চার্জ এন্ট্রি করতে হবে।
  • সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • সেভ বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি যাবে এবং otp দিয়ে ভেরিফাই করতে হবে।
  • হিসাব রক্ষণ অফিস থেকে অনুমোদন নিতে হবে।

আরও জানুনঃ মেয়েদের ডিম্বাণু কি ? আপনার মাসিকের কত দিন পরে আপনি গর্ভবতী থেকে পারেন ? ৫০ বছর বয়সে কি গর্ভবতী হওয়া যায় ?

Ibas++Additional ddo Id পাওয়ার উপায় ২০২৪ ?

১ম ধাপঃ

যে কোন ব্রাউজারের যেমন google chrome or mozilla firefox এর সাহায্যে আইবাস++ এ প্রবেশ করতে হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

ibas++ ddo user registration
ibas++ ddo user registration

নিচের স্ক্রিন আসবে এবং ibas++ security অপশনে ক্লিক করতে হবে।

ibas++ ddo user registration
ibas++ ddo user registration

নিচের স্ক্রিন আসবে এবং Ibas++ এ Additional Responsibility Management ক্লিক করার পর Additional Charge Entry অপশনে ক্লিক করতে হবে।

ibas++ ddo user registration
ibas++ ddo user registration

Ibas++ additional charge entry করার জন্য নিচের তথ্য গুলো পূরণ করতে হবেঃ

  • Current pay point, Current office, Current designation, Current post, Current role, User name, NID, Mobile number Existing additional responsibility স্বয়ংক্রিয়ভাবে আসবে।
  • From Date এর ঘরে অতিরিক্ত দায়িত্বে কবে থেকে দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন সে তারিখ নির্বাচন করুন এবং To Date এর ঘরে কত তারিখ পর্যন্ত এ দায়িত্বে থাকবেন সে তারিখ নির্বাচন করুন । To Date এ তথ্য পূরণ করা Optional.

আরও জানুনঃ ibas++registration form পূরণ করার পদ্ধতি ?

  • প্রয়োজনীয় Supporting documents upload বাটনে ক্লিক করে আপলোড করুন । সকল তথ্য সঠিক থাকলে Save বাটনে ক্লিক করুন
ibas++ ddo user registration
Ibas++Additional ddo Id
  • Save বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি OTP (One Time Password) যাবে।
  • উক্ত OTP নির্দিষ্ট স্থানে টাইপ করুন এবং Verify বাটনে ক্লিক করুন।
ibas++ ddo user registration
ibas++ user id

 

  • Verify বাটনে ক্লিক করলে আপনার মূল ইউজার আইডির বিপরীতে অতিরিক্ত দায়িত্ব ( Additional Charge) Assign হয়ে যাবে এবং নিম্নোক্ত Message দেখাবে।
ibas++ ddo user registration
ibas++ user id
  • হিসাব রক্ষণ অফিস থেকে অনুমোদন নিতে হবে।

ibas++ddo login করার উপায় ?

  • ডিডিও তার নিজের আইডি থেকে লগইন করবে।

ডিডিও পূর্বের একাধিক আইডি থাকলে কি করতে হবে ?

  • আইবাস++ নতুন আপডেটের আগের আইডি থাকেলে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে ডিলিট করার ব্যবস্থা করতে হবে।

শেষ কথাঃ অতিরিক্ত ডিডিও আইডি থেকে কোন ধরনের বিল আইবাস++ অনিয়মিত বিল পরিশোধ না হয় সে বিষয়ে অবশ্যই সর্তক থাকতে হবে । অন্যথায় সকল অর্থিক বিষয়ের দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ডিডিওকে বহন করতে হবে।

পারিবারিক-পেনশন-ফরম-২-২

Reply

error: Content is protected !!