ibas++ employee release and ibas++ employee joining
Ibas++ এ কোন কর্মকর্তা/কর্মচারীকে বদলি কারণে রিলিজ এবং জয়েন করার প্রদ্ধতি ?
সরকারী চাকুরীজীবিদের চাকুরী জীবনে এক কর্মস্থল হতে অন্য কর্মস্থলে জনস্বার্থে বদলি করা হয়ে থাকে। কোন কর্মকর্তা/কর্মচারীকে বদলি করা হলে তার যাবতীয় দেনা/পাওনা আছে কি কি আাছে তা জানার এলপিসি কি প্রদান করা হয়ে থাকে। এ জন্য বদলি এবং নতুন কর্মস্থলে বিদায় ও যোগদান করার জন্য Ibas++ এ কোন কর্মকর্তা/কর্মচারীকে বদলি কারণে রিলিজ এবং জয়েন করে নেওয়ার প্রয়োজন হয়।
Employee Type select করে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে সার্চ করলে employee নাম এবং পদবী দেখা যাবে। এরপর রিলিজ আপশনে ক্লিক করলেই employee রিলিজ হয়ে যাবে।
তা জানার জন্য এই ভিডিওতে দেখুন Released an employee from Ibas++ এবং employee joining in Ibas++ এর প্রদ্ধতি বর্ণনা করা হয়েছে।
iBAS++এর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ibas++ password management এবং আইবাস++ এ নতুন পাসওয়ার্ড নির্ধারণের নিয়ম বিস্তারিত জেনে নিন।