Ibas++ Final payment of GPF on retirement Authority Entry করার নিম্নের ধাপ অনুসরণ করতে হবেঃ
- সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারিকে জিপিএফ ফাইনাল পেমেন্ট করার জন্য আবেদন করতে হবে।
- জিপিএফ সংক্রান্ত ৬৬৩ ফরম পূরণ করতে হবে।
- সংশ্লিষ্ট ডিডিও এর ফরওয়াডিংসহ হিসাবরক্ষণ অফিসে প্ররণ করতে হবে।
- হিসাবরক্ষণ অফিস জিপিএফ সংক্রান্ত সকল ডকুমেন্ট যাচাই করে জিপিএফ চূড়ান্ত উত্তোলনের জন্য অথরিটি জারী করবে।
- অথরিটি জারীর পর সংশ্লিষ্ট অফিস যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আর্থিক মঞ্জুরী সহ নির্ধারিত ফরমে হিসাবক্ষরণ অফিসে প্রেরণ করলে হিসাবরক্ষণ অফিস বিলটি পরিশোধ করবে।
আরও জানুনঃ গ্রাচুইটি কি ? সরকারি চাকরিজীবীদের পেনশন কত ? স্ত্রীর পেনশন কি স্বামী পাবে ?
হিসাবরক্ষণ অফিস কর্তৃক ibas++ জিপিএফ ফাইনাল payment authority entry করার পদ্ধতিঃ
Retirement সময় Final payment of gpf এর authority entry করার ১ম ধাপ ?
- কর্মকর্তা/কর্মচারিদের আবেদন থাকবে।
- কর্মকর্তা/কর্মচারিদের আবেদনের তারিখ উল্লেখ করতে ।
- ঐ আবেদনটি আপলোড করতে হবে।
আরও জানুনঃ পিপিও কি , Pension Payment Order, ইপিপিও কি ? ডি-হাফ ( Disburser’s Half) কি ?
Retirement সময় Final payment of gpf এর authority entry করার ২য় ধাপ ?
প্রথমে যে কোন ব্রাউজারের সাহায্যে অডিটরের আইডিতে আইবাস++ এ প্রবেশ করার পর Accounting Mode থেকে Gpf Management তারপর Gpf Transaction হতে Gpf final payment Authority Entry অপশনে প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ
- Pay point: অটোমেটিক সিলেক্ট থাকবে।
- Employee type: সিলেক্ট করতে হবে।
- Nid: এনআইডি নম্বর দিয়ে go অপশনে ক্লিক করতে হবে।
- Application status: দেখা যাবে।
- Payee name: অটোমেটিক দেখা যাবে।
- Gpf account number: অটোমেটিক দেখা যাবে।
- Gpf account number (Old): অটোমেটিক দেখা যাবে।
- Designation : অটোমেটিক দেখা যাবে।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
- Office: অটোমেটিক দেখা যাবে।
- Type of payment and date: সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারির ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করতে হবে এবং তারিখ দিতে হবে।
- Application date: এটি অত্যন্ত গরুত্বপূর্ণ । কারণের উল্লেখিত তারিখ পর্যন্ত মুনাফা প্রাপ্য হবেন।
- Application upload: এটি আপলোপ করে দিতে হবে।
Ibas++ GPF Final Payment Authority Entry করার পদ্ধতি বিস্তারিত জেনে নিতে পারেন।
রিলেটেড ট্যাগঃ Ibas++ GPF Final Payment Authority Entry ,Ibas ++ gpf final payment authority entry form,Ibas ++ gpf final payment authority entry online,Ibas ++ gpf final payment authority entry pdf,Ibas ++ gpf final payment authority entry login,Ibas ++ gpf final payment authority entry download,
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।