nocomments

Ibas++increment 2024 বা ১ জুলাই ইনক্রিমেন্ট এর কপি বের করার উপায় ?

প্রতি বছর সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ১ জুলাই  মুল বেসিকের ৫% হার বেতন  বৃদ্ধি পেয়ে থাকে। অনলাইনে পে ফিক্সেশন এর ওয়েবসাইট ibas.finance.gov.bd সাহায্যে অটোমেটিক বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করা যায়। ৫% ইনক্রিমেন্ট এর ফলে নির্ধারিত ২০১৫ সালের পে স্কেল এর ২০ গ্রেডের যে কোন একটি ধাপের সাথে মিলে যাবে। অনলাইনে নিজে নিজে আপনার Ibas++increment 2024 লেগেছে কি না, সেটি যাচাই করে দেখা নেওযা যাবে।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

ইনক্রিমেন্ট এর কপি বের করার প্রয়োজন আছে কিনা ?

  • ১ জুলাই ইনক্রিমেন্ট অটোমেটিক লেগে গেছে যায়।
  • অনেক সময় ইনক্রিমেন্ট অটোমেটিক নাও লাগতে পারে।
  • অনেক সময় সাসপেনশনের থাকলেও ইনক্রিমেন্ট লেগে যেতে পারে।
  • কোন কারণে সাসপেনশনে থাকা কর্মকর্তা./কর্মচারিদের ইনক্রিমেন্ট লাগলে হিসাবরক্ষণ অফিসের সাথে যোগাযোগ করে সেটি বাদ দিতে হবে।
  • শতকরা ২% বা ৩% কর্মকর্তা/কর্মচারির অটোমেটিক ইনক্রিমেন্ট নাও লাগতে পারে ।
  • নতুন নিয়োগপ্রাপ্ত,হলে ইনক্রিমেন্ট নাও লাগতে পারে।
  • নতুন নিয়োগপ্রাপ্ত (বেতন সংরক্ষণ) ইনক্রিমেন্ট নাও লাগতে পারে।
  • .যাঁদের ১৫.১২.২০১৫/০১.০৭.২০১৬/০১.০৭.২০১৭/০১.০৭.২০১৮/০১.০৭.২০১৯/০১.০৭.২০২০ তারিখের ইনক্রিমেন্ট এখনও দেয়া হয়নি।
  • হিসাবরক্ষণ অফিসে বেতন নির্ধারণী চুড়ান্তকরণের অপেক্ষাধীন।

সুতরাং অব্যশই লেগেছে কিনা তা অব্যশই চেক করা দরকার।

আরও জানুনঃ চাকুরীরত অবস্থায় এবং সাময়িক বরখাস্তকালীন সময়ে জিপিএফ এর জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলনের নিয়ম ২০২২

১ জুলাই এ ইনক্রিমেন্ট এর কপি বের করার উপায় ?

আপনার মুঠো ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে অনলাইন হতে increment দেখে নিতে পারেন। একারণে আপনার এনআইডি নম্বর তার সাথে ভেরিফিকেশন নম্বর দরকার পড়বে। আবশ্যিকভাবে আপনার পে ফিক্সেশনে ব্যবহারকৃত মোবাইল নম্বরটি একটিভ থাকতে হবে।

increment কপি কি কাজে আসবে ?

increment শিট আপনার সার্ভিস বুকে এন্ট্রি করে অফিস কর্তৃক প্রতিপাদন করে সংযুক্ত করার জন্য প্রয়োজন হবে। আইবাস++ এর সঙ্গে পে ফিক্সেশন ওয়েবসাইট সংযুক্তি থাকায় increment না লাগলে আপনার মাসিক বেতন পুরাতন বেসিকেই সাবমিট হবে।

আরও জানুনঃ মেয়েদের ডিম্বাণু কি ? আপনার মাসিকের কত দিন পরে আপনি গর্ভবতী থেকে পারেন ? ৫০ বছর বয়সে কি গর্ভবতী হওয়া যায় ?

আইবাস++ এ Master Data কি হালনাগাদ করতে হবে?

জি, পে ফিক্সেশনের আপনার বেতন পরিবর্তন হলে আইবাস++ এ অটোমেটিক পরিবর্তন হবে। আপনাকে প্রতিটি ইনক্রিমেন্ট Master Data>Employee Salary Information এ এনআইডি প্রয়োগ করে ঢুকে আপডেট করার দরকার আছে বলে আমি মনে করি না।

পদবী নির্ভুল দেখাচ্ছে না বা ইনক্রিমেন্ট শিট ফাঁকা দেখাচ্ছে ?

এটি হতে পারে আপনার increment শিটে পদবী নির্ভুল মত না দেখালে আপনি হিসাবরক্ষণ কাজের জায়গায় যোগাযোগ করে পদবী ঠিক করে নিতে হবে।।

Ibas++ increment 2024 বা ১ জুলাই increment এর কপি বের করার উপায় ?

Ibas++ increment 2023 বা ১ জুলাই ইনক্রিমেন্ট এর কপি বের করার জন্য যা যা দরকার হবেঃ

  • আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর।
  • ভেরীফিকেশন নম্বর ।
  • প্রিন্ট করার ব্যবস্থা।

প্রথমে আপনাকে payfixation.gov.bd এই ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। এই সাইটে প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

pay fixation.gov.bd

এরপর পরবর্তী অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ পদ্ধতি

আরও জানুনঃ জিপিএফ এর নমিনি পরিবর্তন করার নিয়ম ২০২২

1ঠিক চিহ্ন দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

increment অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

  • নতুন নিয়োগপ্রাপ্ত,হলে increment নাও লাগতে পারে।
  • নতুন নিয়োগপ্রাপ্ত (বেতন সংরক্ষণ) increment নাও লাগতে পারে।
  • .যাঁদের ১৫.১২.২০১৫/০১.০৭.২০১৬/০১.০৭.২০১৭/০১.০৭.২০১৮/০১.০৭.২০১৯/০১.০৭.২০২০ তারিখের increment এখনও দেয়া হয়নি।
  • হিসাবরক্ষণ অফিসে বেতন নির্ধারণী চুড়ান্তকরণের অপেক্ষাধীন।

আরও জানুনঃ জিপিএফ কি ? জিপিএফ ব্যালেন্স এর স্লিপ বের করার নিয়ম ? । অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ?

এরপর হাঁ অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

পেছনে যান অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

এখানে আপনার মোবাইলে প্রেরিত চার ডিজিটের কোড দিয়ে Validate অপশনে ক্লিক করলে আপনার increment এর কপি চলে আসবে।

What is annual increment?

Every year government bd officials get a 5% increase in basic salary on 1 July , This is annual increment.

What is increment percentage?

increment percentage is 5% increase in basic salary

Reply

error: Content is protected !!