ibas++login for salary registration or আইবাসে লগইন করার উপায় ২০২৪ ?
- ibas++ হলো বাংলাদেশ সরকারের সরকারি কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতা, পেনশন, অনুতোষিক এবং সরকারি সকল প্রকার দেনা পাওয়া আইবাস++ এর মাধ্যমে পরিশোধ করা হয়ে থাকে।
- সরকারি কর্মকর্তা/কর্মচারিদের বেতন বিল সাবমিট করার জন্য কর্মকর্তাদের salary বিল সাবমিট করার জন তাদের নিজেদের আইডি হতে লগইন করতে হয় এবং কর্মচারিদের বেতনবিল সাবমিট করার জন্য ডিডিওগণকে তাদের আইডিতে লগইন করে বেতন সাবমিট করতে হয়।
এই পোস্ট থেকে নিম্ন লিখিত বিষয়সমূহ জানা যাবেঃ
- ibas++ login বা ibas ++ এ salary জন্য login করার উপায়?
- What is ibas++ ?
- আইবাস ++ ( Ibas++ ) কয়টি মডিউল রয়েছে ?
- আইবাস++ ইউজার আইডি ( Ibas++User Id) কি ?
- আইবাস++ পাসওয়ার্ড (Ibas++Password) নির্ধারণ করার উপায় ?
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
ibas++login for salary registration or আইবাসে লগইন করার উপায় ২০২৪ ?
আইবাস++ কি অথবা What is ibas++ ?
ibas ++ (Integrated Budget And Accounting System ) is combination budget and accounting payment process.
আইবাস++ (Integrated Budget and Accounting System) হচ্ছে বাংলাদেশ সরকারের সমন্বিত বাজেট এবং হিসাবরক্ষণ ব্যবস্থা। এটি একটি ইন্টারনেট-ভিত্তিক সফটওয়্যার, যার মাধ্যমে সরকারের বাজেট প্রণয়ন, বরাদ্দ বিভাজন, অর্থ অবমুক্তি, বাজেট পুন: উপযোজন, অনলাইনে বিল দাখিল এবং তার বিপরীতে চেক বা ইএফটির মাধ্যমে অর্থ প্রদান,রাজস্ব জমার হিসাবরক্ষণ, স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব সমন্বয় – ইত্যাদি আর্থিক কর্মকান্ড সম্পন্ন করা যায়।
আইবাস ++ ( Ibas++ ) কয়টি মডিউল রয়েছে ?
আইবাস ++ ( Ibas++ ) চারটি মডিউল রয়েছেঃ
১.বাজেট প্রণয়ন
২.জেনারেল লেজার
৩.বাজেট বাস্তবায়ন ( ibas++ budget execution )
৪.হিসাবরক্ষণ আইবাস
এ কর্মকর্তা/কর্মচারীদের ডাটাবেজ আছে যার মাধ্যমে বেন বিল,ভ্রমন বিল স্বয়ংক্রিয় ভাবে দাখিল করা যায় এবং ইফটির (Electronic Fund Transfer) এর মাধমে ব্যাংক একাউন্টে চলে যায়।
আরও জানুনঃ কোন গ্রেডে কত বেতন ? সরকারি চাকরিতে কোন গ্রেডে কত বেতন ২০২৪ ?
কোন কোন গ্রেডের কর্মকর্তা/কর্মচারীগণ
ibas++salary login করতে পারবে ?
- ১ গ্রেড থেকে ১০ গ্রেডের কর্মকর্তাগণের ibas++login করে বেতন ভাতা সাবমিট করার জন্য নিজস্ব ibas++ এর আইডি থাকবে।
১১ তম গ্রেড হতে ২০ গ্রেডের কর্মচারীদের ibas++ salary login করে বেতন ভাতা সাবমিট করার উপায় ?
- ১১ তম গ্রেড হতে ২০ গ্রেডের কর্মচারীদের বেতন ভাতা তাদের ডিডও এর আইডি মাধ্যমে সাবমিট করতে হয়।
আরও জানুনঃ ২৫ বছরের বেশি বয়সের সন্তান কি আনুতোষিক ও পারিবারিক পেনশন প্রাপ্য হবেন ?
ibas++login for salary registration বা আইবাসে লগইন করার উপায় ২০২৪ ?
আইবাস++ একটি ইন্টারনেট ভিত্তিক ওয়েববেইস সফটওয়্যার । সুতরাং ibas + login করার জন্য আপনাকে যে কোন একটি ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করতে হবে। যেমন ক্রমব্রাউজার, Mozilla Firefox অথবা opera ব্যবহার করে আইবাস++ এ লগইন করতে হবে।
যে কোন ব্রাউজারের সাহায্যে গুগলে প্রবেশ করার পর ibas.finance.gov.bd ঠিকানায় প্রেবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ
তারপর আইবাস++ থেকে ২০১৮-১৯ থেকে নতুন কোড অনুযায়ী ক্লিক করতে হবে। তারপর নিচের স্ক্রিন আসবেঃ
আইবাস++ ইউজার আইডি ( Ibas++User Id) ?
আইবাস++ ইউজার আইডি ( Ibas++User Id) : ibas++ registration করার পর ইউজার আইডি পাওয়া যাবে। এখানে ibas++ লগইন করারর ইউজার আইডি দিতে হবে
আরও জানুনঃ How create ibas++ registration of self drawing officer (SDO) id
আইবাস++ পাসওয়ার্ড (Ibas++Password) কি ?
আইবাস++ পাসওয়ার্ড (Ibas++Password) কি : আইবাস++ এ প্রবেশের জন্য ইউজার আইডির পাশাপাশি পাসওয়ার্ড প্রয়োজন। আইবাস++ সিস্টেম এর ৮ অক্ষরের কম দৈর্ঘ্যের পাসওয়ার্ড গ্রহণ করে না। ibas++ password change বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও জানুনঃ জিপিএফ কি ? জিপিএফ ব্যালেন্স এর স্লিপ বের করার নিয়ম ? অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ?
কাপছা ( captcha):
প্রদশির্ত কাপছাটি পূরণ করতে হবে। যদি অক্ষরগুলো অস্পস্ট হলে Try another এ ক্লিক করলে নতুন কাপছা পাওয়া যাবে।
তারপর লগইন এ ক্লিক করলেই আইবাস++ এ প্রবেশ করা যাবে।
অনলাইনে Ibas++ এ বেতন বিল দাখিল করার উপায় ?
অনলাইনে Ibas++ এ বেতন বিল দাখিল করার উপায় : আইবাস++ কর্মকর্তা/কর্মচারিদের বেতন বিল অনলাইনে দাখিল করতে হয়। কর্মকর্তাদের তাদের নিজের আইডির মাধ্যমে অনলাইনে বেতন বিল দাখিল করতে হয় এবং সংশ্লিষ্ট ডিডিও কর্তৃক ফরওয়ার্ড করলে বিলটি হিসাবরক্ষণ অফিসে চলে যায় এবং অফিসারের বেতন বিলের টোকেন নম্বর পেয়ে যায়।
কর্মচারীদের অনলাইনে বেতন বিল দাখিল করবে তার সংশ্লিষ্ট ডিডিও ।
বাংলাদেশের সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ ibas++ এর user . সকল ১০গ্রেড হতে ১গ্রেড পর্যন্ত সকল কর্মকর্তাগণ ibas++ এ প্রতি মাসে বেতন বিল দাখিল করার জন্য ibas++ এ login করা প্রয়োজন হয়। সকল কর্মকর্তাদের ibas++ এ বেতন বিল সাবমিট করার জন্য ibas++ user id এবং password রয়েছে। আর কর্মচারিদের বেতন বিল তাদের পক্ষে ibas++ এ ddo গণ বিল দাখিল করে থাকে।
আরও জানুনঃশুক্রাণু কি ? পুরুষের বন্ধ্যাত্বের লক্ষণ এবং পুরুষের বন্ধ্যাত্ব দূর করার উপায় ? শুক্রাণু বৃদ্ধির উপায় বা বীর্যে শুক্রাণু বৃদ্ধির খাবার ?
প্রতি মাসে কর্মকর্তা/কর্মচারীদের বেতন বিল ibas ++এর মাধ্যমে হিসাবরক্ষণ অফিসে সাবমিট করার জন্য ibas++salary login করতে হয়।
আইাবাসে লগইন করার উপায় ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
ibas++login for salary registration or আইবাসে লগইন করার উপায় ?
আরও জানুনঃ কোন গ্রেডে কত বেতন ? সরকারি চাকরিতে কোন গ্রেডে কত বেতন ২০২৪ ?
রিলেটেড ট্যাগঃ ibas++ login, ibas++ salary login, ibas++2 login, ibas++login, ibas++ লগইন করুন,www ibas++, ibas++salary login, ibas++ login version selector, ibas++ log in, ibas ++ লগইন, ibas++ login version, ibas++ account login,
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
While trying to log in in ibas ++ getting message “fingerprint is not defined” . what to do now ?
You can try later . I think there is no problem.
Assalamualikum, amar iBass++ account a login korte gale ` No sSub System found, please assign valid Role to the users posr message te asche, ki kore pari akto help chai
এটা কার একাউন্ট ?