আইবাসে++ লগইন করার উপায়
এই পোস্ট থেকে নিম্ন লিখিত বিষয়সমূহ জানা যাবেঃ
ibas ++ (Integrated Budget And Accounting System ) is combination budget and accounting payment process.
আইবাস++ (Integrated Budget and Accounting System) হচ্ছে বাংলাদেশ সরকারের সমন্বিত বাজেট এবং হিসাবরক্ষণ ব্যবস্থা। এটি একটি ইন্টারনেট-ভিত্তিক সফটওয়্যার, যার মাধ্যমে সরকারের বাজেট প্রণয়ন, বরাদ্দ বিভাজন, অর্থ অবমুক্তি, বাজেট পুন: উপযোজন, অনলাইনে বিল দাখিল এবং তার বিপরীতে চেক বা ইএফটির মাধ্যমে অর্থ প্রদান,রাজস্ব জমার হিসাবরক্ষণ, স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব সমন্বয় – ইত্যাদি আর্থিক কর্মকান্ড সম্পন্ন করা যায়।
১.বাজেট প্রণয়ন
২.জেনারেল লেজার
৩.বাজেট বাস্তবায়ন ( ibas++ budget execution )
৪.হিসাবরক্ষণ আইবাস
এ কর্মকর্তা/কর্মচারীদের ডাটাবেজ আছে যার মাধ্যমে বেন বিল,ভ্রমন বিল স্বয়ংক্রিয় ভাবে দাখিল করা যায় এবং ইফটির (Electronic Fund Transfer) এর মাধমে ব্যাংক একাউন্টে চলে যায়।
আইবাস++ একটি ইন্টারনেট ভিত্তিক ওয়েববেইস সফটওয়্যার । সুতরাং ibas + login করার জন্য আপনাকে যে কোন একটি ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করতে হবে। যেমন ক্রমব্রাউজার, Mozilla Firefox অথবা opera ব্যবহার করে আইবাস++ এ লগইন করতে হবে।
যে কোন ব্রাউজারের সাহায্যে গুগলে প্রবেশ করার পর ibas.finance.gov.bd ঠিকানায় প্রেবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ
তারপর আইবাস++ থেকে ২০১৮-১৯ থেকে নতুন কোড অনুযায়ী ক্লিক করতে হবে। তারপর নিচের স্ক্রিন আসবেঃ
ibas++ registration করার পর ইউজার আইডি পাওয়া যাবে। এখানে ইউজার আইডি দিতে হবে
How create ibas++ registration of self drawing officer (SDO) id
পাসওয়ার্ড দিতে হবে। সিস্টেম ৮ অক্ষরের কম দৈর্ঘ্যের পাসওয়ার্ড গ্রহণ করে না। ibas++ password change বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
প্রদশির্ত কাপছাটি পূরণ করতে হবে। যদি অক্ষরগুলো অস্পস্ট হলে Try another এ ক্লিক করলে নতুন কাপছা পাওয়া যাবে।
তারপর লগইন এ ক্লিক করলেই আইবাস++ এ প্রবেশ করা যাবে।
আইাবাসে লগইন করার উপায় ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
রিলেটেড ট্যাগঃ ibas++ login, ibas++ salary login, ibas++2 login, ibas++login, ibas++ লগইন করুন,www ibas++, ibas++salary login, ibas++ login version selector, ibas++ log in, ibas ++ লগইন, ibas++ login version, ibas++ account login,
শিক্ষা ভাতা কি ? সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ তাদের সন্তানদের লেখা পড়ার জন্য ভাতা প্রদান করে তাকে…
এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয় সমূহ জানা যাবে; আইবাস++ এ পে ফিক্সেশন মোবাইল নাম্বার পরিবর্তন…
এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবেঃ পে ফিক্সেশন কি ? অনলাইন পে ফিক্সেশন বা…
জাতীয় বেতন স্কেল ২০১৫ এর অনলাইনে বেতন নির্ধারণ নির্দেশিকা ও অনলাইন বেতন নির্ধারণ সহায়িকা ?…
নতুন পেস্কেল ২০২৩ ও ৯ম বেতন কমিশন ২০২৩ অষ্টম জাতীয় পে কমিশনের পর্যাপ্ত অসংগতি তার…
বেসরকারী ইন্টারমিডিয়েট কলেজ শিক্ষকদের ছুটি বিধি (১) ছুটি : কলেজে দু'বছর এক নাগাড়ে চাকুরি না…
View Comments
While trying to log in in ibas ++ getting message "fingerprint is not defined" . what to do now ?
You can try later . I think there is no problem.
Assalamualikum, amar iBass++ account a login korte gale ` No sSub System found, please assign valid Role to the users posr message te asche, ki kore pari akto help chai
এটা কার একাউন্ট ?