ibas++ new pay fixation। নতুন নিয়োগে অনলাইনে বেতন নির্ধারণের পদ্ধতি ২০২৪?
অনলাইনে বেতন নির্ধারণ করার পদ্ধতি ? অনলাইনে বেতন নির্ধারণ ?
সরকারী কর্মকর্তা/কর্মচারীদের নতুন নিয়োগ প্রাপ্ত হলে, পদোন্নতি প্রাপ্ত হলে তাদের বেতন নির্ধারণের ibas++ এ new pay fixation করা প্রয়োজন হয়। নতুন নিয়োগে বেতন নির্ধারণের (pay fixation.gov.bd) প্রক্রিয়া সুন্দরভাবে দেখানো হয়েছে।
পারিবারিক-পেনশন-ফরম-২-২ ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
অনলাইনে বেতন নির্ধারণের ১ম ধাপ ?
অনলাইনে বেতন নির্ধারণী লগ ইন করার উপায় ?
Online এ নতুন নিয়োগে অনলাইনে বেতন নির্ধারণ বা pay fixation করার জন্য যে কোন ব্রাউজারের সাহ্যয্যে অনলাইনে নতুন নিয়োগে বেতন নির্ধারণের জন্য https://ibas.finance.gov.bd/ibas2/Fixation ঠিকানায় প্রেবেশ করার পর নিচের স্ক্রিন আসবেঃ
এখানে অনলাইনে বেতন ( Online payfixation) নির্ধারণের নিচের জরুরী নির্দেশনা ভালভাবে দেখে নিতে হবেঃ
অনলাইনে বেতন নির্ধারণ করার জন্য সে সমস্ত যে কাগজপত্র প্রয়োজন ?
- নিয়োগপত্র
- যোগদানে কপি
- স্বাস্থ্যগত সনদের কপি
- শিক্ষাগত সনদ
- মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ হলে মুক্তিযোদ্ধার সনদ
সরকারি কর্মচারীগণ pay fixation.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে জাতীয় বেতন স্কেল ২০১৫ এ ১.৭.২০১৫ তারিখে বেতন নির্ধারণ এবং পরবর্তীতে নতুন নিয়োগ, বদলী, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড, বেতন পুনঃনির্ধারণ এবং সমপদে স্কেল উন্নীতকরণ জনিত বেতন নির্ধারণী ফরম দাখিল করবেন। হিসাবরক্ষণ কার্যালয় দাখিলকৃত তথ্যসমূহ যাচাই করে প্রতিপাদন করবেন।
আরও জানুনঃ অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৪ এবং জিপিএফ হিসাবের স্লিপ বের করার উপায় ?
অনলাইনে বেতন নির্ধারণ করার পূর্ব প্রস্তুতি ?
পূর্ব প্রস্তুতি: ১. জাতীয় পরিচয়পত্র
২. মোবাইল ফোন নম্বর
৩. বেতন নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ এবং আনুসংগিক সকল কাগজপত্র যথা, নিয়োগ, বদলী, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড, বেতন পুনঃনির্ধারণ প্রভৃতি সংক্রান্ত অফিস আদেশের সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে)
৪. নতুন নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত সনদ, যোগদানপত্র, স্বাস্থ্যগত সনদ ইত্যাদির সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে)
৫. চলমান এবং নতুন নিয়োগ ব্যতীত অন্যান্য বেতন নির্ধারণের জন্য ০১/০৭/২০১৫ তারিখের বেতন নির্ধারণ ‘ভেরিফিকেশন নম্বর’
৬. প্রিন্ট করার ব্যবস্থা
সূত্রঃ payfixation.gov.bd
অনলাইনে বেতন নির্ধারণ এর ২য় ধাপ ?
Online এ নতুন নিয়োগে অনলাইনে বেতন নির্ধারণ বা pay fixation করার জন্য তারপর পরবর্তী ধাপে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবে
অনলাইনে বেতন নির্ধারণ এর ৩য় ধাপ ?
তারপর প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি অপশনে টিক চিহ্ন দিয়ে পরবর্তীতে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
অনলাইনে বেতন নির্ধারণ ৪র্থ ধাপ ?
অনলাইনে বেতন নির্ধারণে যদি চলামান, নতুন নিয়োগ (new pay fixation), নতুন নিয়োগে (বেতন সংরক্ষণ ), পদোন্নতিতে বেতন নির্ধারণ, টাইমস্কেল এ বেতন নির্ধারণ, সেলেকশন এ গ্রেড বেতন নির্ধারণ, জাতীয়করণকৃত মাধ্যমিক/কলেজের বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড বেতন নির্ধারণ, ইনক্রিমেন্ট হয় অর্থাৎ আপনার ক্ষেত্রে যে অপশনটি প্রয়োজ্য সেই অপশনে প্রবেশ করবেন। নতুন নিয়োগে ( New payfixation) বেতন নির্ধারণে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
আরও জানুনঃ জিপিএফ এর নমিনি পরিবর্তন করার নিয়ম ২০২৪ ?
অনলাইনে বেতন নির্ধারণ ৫ম ধাপ ?
অনলাইনে বেতন নির্ধারণ বা Online pay fixation করার জন্য হাঁ বাটনের ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
অনলাইনে বেতন নির্ধারণ ৬ষ্ট ধাপ ?
ibas++ new pay fixation বের করার জন্য তারপর অপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী অপশন সিলেক্ট করবেন। বেসামরিক সিলেক্ট করলে নিচের স্ক্রিন আসবেঃ
আরও জানুনঃ সাধারণ ভবিষ্য তহবিল বা জিপিএফ অগ্রিম উত্তোলনের নিয়ম ২০২৩ অথবা জিপিএফ লোন এর নিয়ম ?
অনলাইনে বেতন নির্ধারণ ৭ম ধাপ ?
বেতন নির্ধারণ বা Online এ pay fixation বের করার জন্য তারপর ন্যাশনাল আইডি(National ID), জম্ম তারিখ, মোবাইল নাম্বার এবং ক্যাপচা পূরণ করে লগইন এ ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
আরও জানুন: জিপিএফ হিসাব দেখার নিয়ম বা জিপিএফ হিসাব ক্যালকুলেটর। সাধারণ ভবিষ্য তহবিল gpf এক ক্লিকেই তহবিলের হিসাব বের করা পদ্ধতি
বেতন নির্ধারণ ৮ম ধাপ ?
আপনার মোবাইলে প্রেরিত চার ডিজিটের কোড (Verification code) দিয়ে Validate অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
উপরের তথ্য গুলো পূরণ করে খসড়া দেখুন। যদি তথ্য সংশোধন করার দরকার তাহলে সংশোধন করুন অপশনে আর যদি সংশোধন করার দরকার না হয়, তাহলে দাখিল করুন অপশনে ক্লিক করুন।
Pay fixation এর link হচ্ছে https://ibas.finance.gov.bd/ibas2/Fixation .
১. জাতীয় পরিচয়পত্র
২. মোবাইল ফোন নম্বর
৩. নতুন নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত সনদ, যোগদানপত্র, স্বাস্থ্যগত সনদ ইত্যাদির সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে)
৪. প্রিন্ট করার ব্যবস্থা
বিস্তারিত জেনে নিন।
নতুন নিয়োগ প্রাপ্ত সরকারি কর্মকর্তা/কর্মচারি বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেডে ও টাইম স্কেলে বেতন নির্ধারণ করার কাজে Payfixation gov bd এই ওয়েবসাইট ব্যবহার করা হয়।
২০১৫ সালের নতুন জাতীয় বেতন স্কেল ঘোষণা করার পর সকল সরকারি কর্মকর্তা/কর্মচারিদের Pay Fixation 2015 এর মাধ্যমে নতুন করে আইবাস++ এ বেতন নির্ধারণ কর হয়।
নতুন নিয়োগে অনলাইনে বেতন নির্ধারণের প্রদ্ধতির বিস্তারিত ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
সরকারি কর্মকর্তাদের বৈদেশিক ভ্রমন সীমিতকরণ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Ibas++ এ ১ জুলাই ২০২১ সালের Increment বের করার প্রদ্ধতি বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
রিলেটেড ট্যাগঃ online payfixation,online pay fixation, pay fixation 2021,www mof gov bd pay fixation,pay fixation form,pay fixation increment bd 2021,online pay fixation 2020, payfixation gov bd,www payfixation gov bd, payfixation bd, payfixation gov com bd, payfixation online bd, payfixation ব্যবহার নির্দেশিকা,payfixation,payfixation bd, payfixation gov bd 2021,www payfixation, www payfixation increment gov bd 2021ibas++ new pay fixation
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।