Site icon

আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ২০২৫ ?

ibas++ta da staff login

iBAS++ এর সাহায্যে ইন্টারনেটে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলীজনিত ভ্রমণ ভাতা বিল দাখিলের পাইলটিং কাজ সম্পন্ন হয়েছে ।

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর ০১/০৩/২০২৩ খ্রিঃ তারিখের ২৫ নম্বর পত্র অনুযায়ী আইবাস++ এ ইন্টারনেটে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতা পেশ করতে হবে।  এখন থেকে সকল  ভ্রমণ বিল আইবাস++এর মাধ্যমে অনলাইনে দাখিল করতে হবে মানুয়ালি কোন বিল আর পাস করার সুযোগ নেই। আজকের পোষ্টে আমরা জানবো ibas++ এ ta da bill submission পদ্ধতি।

ibas++ এ ta da bill ২০২৫ কি আর ম্যানুয়ালী সাবমিট করা যাবে কি ?

কর্মচারিদের আইবাস++ এ ভ্রমন বিল দাখিল করার পূর্বে কি কি কাজ সম্পন্ন করেতে হবে ?

আইবাস++ কর্মচারিদের নিজেদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার জন্য নিম্নে বর্নিত বিষয় সমূহ সম্পন্ন করতে হবে;

ibas++ substantive grade কি ?

ibas++ substantive grade কিভাবে entry এবং অনুমোদন করবেন ?

ibas++ta da staff login কিভাবে করবেন ?

ibas ++ ta da staff login password করার জন্য পাসওয়ার্ড কোথায় পাবেন ?

আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ২০২৫ ?

Ibas++ এ অনলাইনে স্টাফদের ibas++ta da staff login করার জন্য যে কোন ব্রাউজারের সাহায্যে ibas.finance.gov.bd ঠিকানায় প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ ta bill

তারপর ibas++ TA-DA Staff Login অপশনে ক্লিক করতে হবে।

ibas++ ta bill

ibas ++ login অপশনে ক্লিক করলে সংশ্লিষ্ট স্টাফ এর মোবাইলে ৪ ডিজিটের ওটিপি প্রেরণ করা হবে।


এখানে ওটিপি দিয়ে Vaildation অপশনে ক্লিক করতে হবে।

ibas++ online ta bill

এখানে ওটিপি না আসলে Resent code অপশনে ক্লিক করতে হবে।

ibas++ online ta bill

এখানে নিম্নলিখিত বিষয়সমূহ অপশনগুলো পূরণ করতে হবে;

আরও জানুনঃ

সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

এখানে যাত্রার তারিখ এবং প্রস্থানের তারিখ এন্টি করতে হবে।

আইবাসের মাধ্যমে ভ্রমন বিল

তারপর calculate বাটনে ক্লিক করলে ভ্রমনবিলেরর বিস্তারিত দেখা । তারপর অফিস অর্ডার নম্বর এবং অর্ডারটি আপলোড করে save বাটনে ক্লিক করতে হবে।

আরও জানুনঃ

দৈনিক ভাতা কি ? আইবাস++এ অনলাইনে ভ্রমণ বিল ও দৈনিক ভাতা সংক্রান্ত নীতিমালা ২০২৩ ?

Ibas++এ Staff Tour Dairy Accept By DDO এই অপশন থেকে কি করতে হবে ?

Ibas++এ Staff TA /DA Bill Submission By DDO এই অপশন থেকে কি করতে হবে ?

ibas++ ta da bill submission করলে হার্ডকপি কি দিতে হবে?

ibas++এর মাধ্যমে ta da bill অনলাইনে সাবমিট করলেও অনুমোদিত হার্ডকপি দিতে হবে।

Ibas++online TA, DA bills Submission সম্পন্ন করলে বিল অনলাইনে সামিটকৃত বিলের প্রিন্ট ডিডিওএর আইডি থেকে নিতে পারবেন।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

রিলেটেড ট্যাগঃ আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ?, ibas++ta da staff login ,ibas++ta da staff login, Ibas++online TA, DA bills Submission

Exit mobile version