আগামী ২০২৩-২০২৪ অর্থ বছরের রাজস্ব আদায় বাড়ানোর জন্য আয়কর রিটার্ন এর নতুন ছয়টি ক্ষেত্র যোগ হচ্ছে ?

স্ট্যাম্প, বিচারালয় ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা কাগজপত্র লেখক হিসাবে নিবন্ধন  ক্ষেত্রে

লাইসেন্স বা তালিকাভুক্ত হতে; জমি, বাড়ি ও তার সাথে অ্যাপার্টমেন্ট লিজ বা রেজিস্ট্রিকালে  ক্ষেত্রে

সব পৌরসভায় ১০ লাখ টাকা বেশি মূল্যের ভূমি বিক্রি হস্তান্তর এবং লিজ   রেজিস্ট্রি করার সময়; 

ট্রাস্ট, ফান্ড, ফাউন্ডেশন, এনজিও, ক্ষুদ্রঋণ বিতরণকারী এজেন্সি তার সাথে সমবায় সমিতির ব্যাংক হিসাব খুলতে; 

সিটি করপোরেশন অঞ্চলে বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের;

কোনো কর্তৃক পণ্য বা পরিসেবা যোগাড় গ্রহণকালে সরবরাহকারীর 

বা সেবা প্রদানকারীর রিটার্ন জমার স্লিপ গ্রহণ বাধ্যতামূলক। অর্থাৎ আগামী বছর হতে সরকারি-বেসরকারি ৪৪টি সার্ভিস পেতে রিটার্ন জমা দিতেই হবে।

৩৮ ধরনের পরিসেবা পেতে টিআইএনের (করদাতা শনাক্তকরণ নম্বর) পরিবর্তে রিটার্ন জমার স্লিপ বাধ্যতামূলক করায় অনেক ভালো সুফল পাওয়া গেছে।