বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ?

বিসিএস পরীক্ষায় আবেদন করার যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাসের পর চার বছরের অনার্স পাস করতে হবে অথবা আপনি যদি তিন বছরের পাস কোর্সে সম্পন্ন করেন তাহলে অবশ্যই মাস্টার্স পাস করতে হবে। আর একের অধিক তৃতীয় শ্রেণি থাকলে বিসিএস পরীক্ষায় আবেদন করতে পারবেন না।

বিসিএস পরীক্ষার যোগ্যতা বয়স?

বিসিএস পরীক্ষার যোগ্যতা বয়স হলো ১৮ থেকে ৩০ বছর হতে হবে।

এডমিন ক্যাডারের বেতন কত ?

একজন বিসিএস ক্যাডার চাকরির শুরুতে ৯ম গ্রেডে নিয়োগ প্রাপ্ত হয়।  ৯ম গ্রেডের বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা।  চাকরিতে প্রবেশের সময়ে একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পেয়ে মুল বেতন দাঁড়ায় ২৩,১০০/- টাকা ।

একজন বিসিএস ক্যাডার এর বেতন কত?

একজন বিসিএস ক্যাডার চাকরির শুরুতে ৯ম গ্রেডে নিয়োগ প্রাপ্ত হয়।  ৯ম গ্রেডের বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা।  চাকরিতে প্রবেশের সময়ে একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পেয়ে মুল বেতন দাঁড়ায় ২৩,১০০/- টাকা  অর্থাৎ একই।

বিসিএস ক্যাডার গুলো কি কি?

বিসিএস ক্যাডার প্রধানত দুই প্রকার। জেনারেল (এডমিন, পররাষ্ট্র ----) এবং টেকনিক্যাল ( শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, -----)। জেনারেল ক্যাডারে  যে কোন বিষয় থেকে পরীক্ষা দিয়ে চাকুরি পেতে পারেন, তবে টেকনিকাল ক্যাডারে চাকুরি হতে হলে নির্দিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

শিক্ষা ক্যাডার কত গ্রেড?

শিক্ষা ক্যাডারের প্রারম্ভিক গ্রেড নবম গ্রেড

ম্যাজিস্ট্রেট এর বেতন কত বাংলাদেশে ?

ম্যাজিস্ট্রেট যদি জুডিশিয়ারী বিভাগের হয়, তাহলে বেতন স্কেল শুরুতে ৬ষ্ঠ গ্রেডে প্রারম্ভিক ধাপে মুল বেতন ৩৫,৫০০/- টাকা। (ব্যাসিক ৩০,৯৩৫ টাকা)। বিসিএসের মাধ্যমে সহকারী কমিশনার (প্রশাসন) হিসেবে চাকরিতে যোগদান করলে, তার বেতন স্কেল শুরুতে ৯ম গ্রেডে মুল বেতন হবে ২২,০০০/- টাকা।