একজন সরকারি কর্মকর্তা/কর্মচারি চাকরি শেষে পেনশন বা মাসিক ভিত্তিতে যে ভাতা পেতে থাকেন তাকে পেনশন বলে।
পেনশন হিসাব ?
সরকারি চাকরিকাল এবং আনুতোষিকের হার দিয়ে পেনশন নির্ধারণ করা হয়। যেমন চাকরিকাল ২৫ বছরের উপরে হলে পেনশন প্রাপ্য হবে মুল বেতনের ৯০% এর অর্ধেক পেনশন প্রাপ্য হবেন ও বাকি অংশকে ২৩০ দিয়ে গুন করলে যে পরিমাণ হয় সেটি আনুতোষিক প্রাপ্য হবেন।
পেনশনের নতুন নিয়ম ২০২০
সরকারি কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও অনুতোষিক সঠিক সময়ে প্রাপ্তির লক্ষ্যে পেনশন সংক্রান্ত নীতিমালা সহজীকরনের জন্য পেনশন সহজীকরণ নীতিমালা ২০০৯ সংশোধন করে সরকারি কর্মচারিদের পেনশন সহজীকরণ আদেশ ২০২০ জারি করেছেন হয় সেটি আনুতোষিক প্রাপ্য হবেন।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন, ২০২২
সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা, এই আইন জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন, ২০২২ নামে অভিহিত হইবে।
সার্বজনীন পেনশন এর চাঁদা কত টাকা?
যদি ৩০ বছর বয়সে চাঁদা দেওয়া শুরু করেন এবং ৬০ বছর পর্যন্ত তা অব্যাহত থাকে, তা হলে অবসরের পর প্রতি মাসে ১৮ হাজার ৯০৮ টাকা পেনশন পাবেন। সাধারণ হিসাবে দেখা গেছে, সর্বজনীন পেনশন স্কিমে একজন মানুষ তার সক্ষমতা অনুযায়ী প্রতি মাসে ৫০০, ১০০০, ১৫০০, ২০০০, ২৫০০, ৩০০০, ৩৫০০ ও ৪০০০ টাকা অ্যাকাউন্টে জমা করতে পারবেন।
সর্বজনীন পেনশন কোন দেশে কেমন?
অর্থ বিভাগের তৈরি করা কৌশলপত্রে বলা হয়েছে, উন্নত দেশ হওয়ায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বাজেট থেকে সবাইকে পেনশন দেওয়া হয়।