স্বামীর মৃত্যুর পর পেনশন কে পাবে ?

স্বামীর মৃত্যুরপর অজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন স্ত্রী। একাধিক স্ত্রী থাকলে স্ত্রীগণের পেনশন ভাগ করে দেওয়া হবে। স্ত্রী বেচেঁ না থাকলে ১৫ বছরের অবশিষ্ট অংশ পরিবারের অন্য সদস্য পাবেন।

স্বামীর বা স্ত্রীর মৃত্যুর পর পেনশন জন্য আবেদন করার উপায় ?

মুল পেনশনার মারা যায় তাহলে; – প্রথমে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটিকরপোরেশন হতে      মৃত্যু সনদ নিতে হবে। – তারপর হিসাবরক্ষণ অফিসে তার মৃত্যু সনদ এবং জাতীয়  পরিচয়পত্র জমা দিতে হবে। হিসাবরক্ষণ তার পেনশন বন্ধ করার প্রয়োজনী ব্যবস্থা নিবে।

স্বামীর বা স্ত্রীর মৃত্যুর পর পেনশন জন্য আবেদন প্রক্রিয়া ?

– মুল পেনশনার যে কার্যালয়ে হতে সর্বশেষ পেনশনে গমন   করেছেন, সেই কার্যালয়ে পারিবারিক পেনশনের জন্য আবেদন করবেন । এর পর পেনশন  মঞ্জুরকারি কর্তৃপক্ষ পারিবারিক  পেনশন   মঞ্জুর করে হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করবেন। – হিসাবরক্ষণ অফিস  উক্ত পারিবারিক পেনশন যাচাই-বাচাই শেষে পারিবারিক পেনশন মঞ্জুর করবেন।

স্বামীর মৃত্যুর পর পেনশন কে পাবে ?

স্বামীর মৃত্যুরপর অজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন স্ত্রী। একাধিক স্ত্রী থাকলে স্ত্রীগণের পেনশন ভাগ করে দেওয়া হবে। স্ত্রী বেচেঁ না থাকলে ১৫ বছরের অবশিষ্ট অংশ পরিবারের অন্য সদস্য পাবেন।

স্ত্রীর পেনশন কি স্বামী পাবে ?

স্ত্রীর পেনশন স্বামী পারিবারিক পেনশন হিসেবে প্রাপ্য হবেন।

মৃত ব্যক্তির পেনশন হিসাব ?

মৃত ব্যক্তির সর্বশেষ প্রাপ্ত পেনশন তার ওয়ারিশগণ পারিবারিক পেনশন হিসেবে প্রাপ্য হবেন।

পেনশনের নতুন নিয়ম ২০২০

সরকারি কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও অনুতোষিক সঠিক সময়ে প্রাপ্তির লক্ষ্যে পেনশন সংক্রান্ত নীতিমালা সহজীকরনের জন্য পেনশন সহজীকরণ নীতিমালা ২০০৯ সংশোধন করে সরকারি কর্মচারিদের পেনশন সহজীকরণ আদেশ ২০২০ জারি করেছেন