পাইলট প্রকল্প আকারে ১ জুলাই ২০২৩ হতে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার ?
গত ২৪ জানুয়ারি জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩’ পাস হয়।
দেশের ১৮ থেকে ৫০ বছর বয়সী প্রায় ১০ কোটি নাগরিককে ৬টি শ্রেণি অনুসারে ভাগ করে এই স্কিম সিলেক্ট করা হয়েছে।
প্রতিটি স্কিম হবে স্বতন্ত্র
সব স্কিমে ১টি ন্যূনতম চাঁদার হার নির্ধারিত থাকবে।
কর্তৃপক্ষের নির্ধারিত তহবিলে সংশ্লিষ্ট প্রোডাক্ট স্কিমের হিসাবে যার যে রকম চাদা জমা হবে তার আর্থিক সুবিধাও সেরকম হবে।
জুলাইয়ে ইচ্ছুক পেনশনারদের নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।
চলতি বছর ১৩ ফেব্রুয়ারি সর্বজনীন পেনশন অথিরিটি গঠনের দাপ্তরিক নির্দেশ জারি করে অর্থ মন্ত্রণালয়।
সকলে জন্য বাধ্যতামূলক করা হবে ২০৩০ সাল হতে
চাঁদা দাতার বয়স ৬০ বছর পূর্তিতে পেনশন ফান্ডে পুঞ্জীভূত মুনাফাসহ পেনশন দেওয়া হবে।
চাঁদা দাতা অন্তুত ১০ বছর চাঁদা দেওয়ার আগে মারা গেলে জমাকৃত অর্থ মুনাফাসহ তার নমিনিকে ফেরত দেওয়া হবে।
বিস্তারিত জেনে নিন।