২০২৩-২০২৪ অর্থ বছরে ৯ম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সহ ১১ দফা দাবি সরকারি কর্মচারীদের ?

গত ১২/০৫/২০২৩ খ্রিঃ তারিখে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ সরকারি উন্নয়ন  পরিষদ আয়োজিত খবর সম্মেলনে এসব ২০২৩-২০২৪ অর্থ বছরে ৯ম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সহ ১১ দফা দাবি জানিয়েছেন  সরকারি কর্মচারিরা।

অতিদ্রুত পে কমিশন গঠন করতে হবে ৯ম পে স্কেল ঘোষণা করার জন্য।কর্মচারিরা।

বেতন বৈষম্য দূর করতে হবে ৯ম পে স্কেলের মাধ্যমে।

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও জীবনযাত্রার ব্যয়ের সংঙ্গে সামঞ্জস্য রাখতে ৪০% মহার্ঘ ভাতা প্রদান।

৮ বছর, ১২ বছর ও ১৫ বছরে টাইস্কেল পুনরায় প্রদান;

৮ বছর, ১২ বছর ও ১৫ বছরে টাইস্কেল পুনরায় প্রদান;

৪/৫ বছরে সিলেকশন গ্রেড পুনরায় প্রদান;

৪/৫ বছরে সিলেকশন গ্রেড পুনরায় প্রদান;

বেতন সমতাকরণ পুনরায় চালুকরণ;

বেতন সমতাকরণ পুনরায় চালুকরণ;

সাম্প্রতিক ২০ গ্রেডের পরিবর্তে ১০টি গ্রেড বাস্তবায়ন করা;

সাম্প্রতিক ২০ গ্রেডের পরিবর্তে ১০টি গ্রেড বাস্তবায়ন করা;