What is bas++ gpf ?

সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য জিপিএফ বা সাধারণ ভবিষৎ তহবিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাদের চাকরির বয়স দুই পূর্ণ হয়েছে, তাদের জন্য জিপিএফ বা সাধারণ ভবিষৎ তহবিল চাঁদা কর্তন ব্যধ্যতামূলক। বর্তমানে জিপিএফ ব্যবস্থাপনা অনলাইন করা হয়েছে।

What is bas++ gpf ?

ibas++ এর মাধমে কর্মকর্তা/কর্মচারিদের gpf অনলাইন করার হয়েছে। gpf এর সকল তথ্য আইবাসে কর্মকর্তাদের ২০১৮-১৯ পর হতে এবং কর্মচারিদের ২০২১-২১ সালের পর হতে সংরক্ষিত আছে।

ibas++ gpf correction করার পদ্ধতি ?

সরকারি কর্মকর্তা/কর্মচারিদের শুধুমাত্র জুন মাসে ibas++ gpf correction করা যায়। জুলাই মাসে জিপিএফ কম/বেশি করার জন্য জুলাই মাসে বেতন বিল সাবমিটের আগে সংশোধন করতে হবে। অফিসারগণ তাদের নিজের আইডি থেকে এবং কর্মচারিদের ডিডিও এর আইডি থেকে জিপিএফ এর চাঁদা কম/ বেশি করা যাবে।

Wibas++gpf balance check করার পদ্ধতি ?

সরকারি কর্মকর্তা/কর্মচারিগণে জিপিএফ (gpf) হিসাব হতে জিপিএফ( gpf balance) এর ব্যালেন্স জানার জন্য এবং জিপিএফ স্লিপ (gpf slip) নেওয়ার জন্য হিসাবরক্ষণ অফিসে যোগাযোগের প্রয়োজন হতো। বর্তমানে সকল কর্মকর্তা এবং কর্মচারিগণের বেতন বিল ইফটি (ibas++ Eft) হওয়ায় এখন অনলাইনে জিপিএফ স্লিপ ( online gpf slip) নেওয়া যায় ।

ibas ++ gpf nominee করার পদ্ধতি ?

ম্যানুয়ালি খোলা জিপিএফ হিসাধারীদের নমিনীর তথ্য ম্যানুয়ালি সংরক্ষিত আছে। আইবাস++ সিস্টেমে সকল জিপিএফ হিসাবধারীদের নমিনির তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের জন্য আইবাস++ সিস্টেমে ibas++ digital nominee information entry এন্টি করা প্রয়োজন

ibas++ gpf account opening করার উপায় ?

আইবাস++ এ অনলাইনে কর্মচারিদের ডিডিও এর আইডি হতে gpf account open করতে হয়। কর্মকর্তাদের gpf account আইডিতে হতে open করতে হয়।