nocomments

আইবাস++ এ পেনশনারের ব্যাংকের তথ্য/ একাউন্ট নম্বর ও জম্ম তারিখ পরিবর্তনের নিয়ম?

  • পেনশনারের এন্ট্রিকৃত তথ্য সংশোধন প্রক্রিয়া
    • যে সকল তথ্য এ মেন্যু হতে সংশোধন করা যাবে:
      • ব্যাংকিং তথ্য/ একাউন্ট নম্বর
      • নেট পেনশন
      • মোবাইল নম্বর
      • অবসরের তারিখ
      • পিপিও অনুয়ায়ী জন্ম তারিখ
      • পেনশনার বেনিফিট টাইপ (সর্মপনকারী/মাসিক পেনশন)
    • সংশোধন প্রক্রিয়া:
    • Data Correction Entry (পে-পয়েন্টের অডিটর এর আইডিতে পাওয়া যাবে);
    • Data Correction Approval (পে-পয়েন্টের ইউএও/ডিএএফও এর আইডিতে পাওয়া যাবে)
    • মেন্যুর অবস্থান:
    • Data Correction Entry: বিবেচ্য এবং করনীয়:
      • পেনশনারের বর্তমান পে-পয়েন্ট (Current Pay Point) অর্থাৎ যে পে-পয়েন্ট হতে পেমেন্ট প্রদান করা হচ্ছে, সে পে-পয়েন্ট হতে তথ্য সংশোধন করতে হবে।
      • পে-পয়েন্টের অডিটর “Data Entry Correction” মেন্যু হতে পেনশনারের সংশোধনযোগ্য তথ্য এন্ট্রি পূর্বক সেভ করবে।এ প্রক্রিয়ায় স্ক্রিনের বামপাশে একটি ব্লকে (পে-পয়েন্ট হতে সংশোধনযোগ্য) ইতোপূর্বে এন্ট্রিকৃত তথ্য (Existing Information) প্রর্দশিত হবে এবং ডানপাশে প্রর্দশিত তথ্যের যে অংশ/অংশসমূহ সংশোধন করতে হবে তা (Changing Request) সংশ্লিষ্ট ফিল্ডে এন্ট্রি দিতে হবে।
      • ব্যাংকিং তথ্য সংশোধিত বা পরিবর্তিত হলে, সেভ করার সময় পেনশনারের ডাটাবেইজ এ এন্ট্রিকৃত মোবাইল নম্বর এ OTP (One Time Password) প্রদান করা হবে। উক্ত OTP পেনশনার অডিটরকে শেয়ার করবেন। অডিটর OTP এন্ট্রিপূর্বক তথ্য সেভ করবেন।
      • মোবাইল নম্বর পরিবর্তিত হলে, অডিটর তথ্য সেভ করার সময় পেনশনারের নতুন মোবাইল নম্বরটি NTMC (National Telecommunication Monitoring Cell) এর ডাটাবেইজ হতে ভেরিফাই করা হবে। যদি পেনশনারের মোবাইল নম্বর পেনশনারের এনআইডি’র বিপরীতে রেজিস্ট্রেশন করা না থাকে তবে তথ্য সংশোধন করা যাবেনা। সেক্ষেত্রে পেনশনারের নিজ নামে রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর সংগ্রহপূর্বক তথ্য সংশোধন করতে হবে। OTP পেনশনারের নতুন এন্ট্রিকৃত রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর এ প্রেরণ করা হবে।
      • ব্যাংকিং তথ্য এবং মোবাইল নম্বর পরিবর্তন ব্যতিত অন্য তথ্য পরিবর্তনের ক্ষেত্রে পেনশনারের মোবাইল নম্বর এ OTP প্রেরণ করা হবেনা।
    • Data Correction Approval: বিবেচ্য এবং করনীয়
      • সংশ্লিষ্ট পে-পয়েন্টের ইউএও/ডিএএফও এর আইডিতে Data Correction Approval মেন্যু পাওয়া যাবে।
      • অডিটর কর্তৃক পেনশনারের তথ্য সেভ করার পর পেনশনারের সংশোধনযোগ্য তথ্যের চুড়ান্ত অনুমোদনের জন্য তথ্য মেন্যুতে প্রর্দশিত হবে। এ মেন্যুতে অনুমোদনের জন্য “পেন্ডিং লিস্ট” পাওয়া যাবে।
      • স্ক্রিনের ডানপাশে যে তথ্য/তথ্যসমূহ সংশোধন করার জন্য অডিটর কতৃক তথ্য সেভ করা হয়েছে তা লাল কালিতে প্রর্দশিত হবে।
      • “আমি উপরের তথ্য ভালভাবে যাচাই করেছি এবং একমত পোষণ করছি।” checkbox এ টিক চিহ্ন প্রদান করলে Reject বাটন এর পরিবর্তে Accept বাটন প্রদর্শিত হবে।
      • অনুমোদনকারী কর্মকর্তার মোবাইল নম্বর এ (ইউএও/ডিএএফও) OTP প্রদান করা হবে; উক্ত OTP এন্ট্রিপূর্বক সংশোধনযোগ্য তথ্যের চুড়ান্ত অনুমোদন করতে হবে।
    • যদি অনুমোদনকারী কর্মকর্তা তথ্য Approve না করে Reject করতে চায় বা তথ্য Edit করার প্রয়োজন হয় তাহলে করণীয়
      • এক্ষেত্রে “Data Correction Approval” মেন্যু হতে অনুমোদনকারী কর্মকর্তা Request টি “Reject” করতে পারবেন;
      • অডিটর এন্ট্রি মেন্যু হতে তথ্য সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে এন্ট্রি মেন্যুর “Edit” অপশন ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে পুনরায় পেনশনারের মোবাইল নম্বর এ OTP প্রদান করা হবে।
    • পেনশনারের নিকট তথ্য সংশোধন সংক্রান্ত এসএসএম প্রদান
      • পেনশনারের যেকোন ধরণের তথ্য পরিবর্তিত হলে তা পেনশনারকে এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে।
    • ফাইল আপলোড
      • পেনশনারের আবেদনের ভিত্তিতে কোন ধরণের তথ্য পরিবর্তিত হলে, আবেদন পত্রটি (সংশ্লিষ্ট পে-পয়েন্টের “ডকেট নম্বর, তারিখ সম্বলিত) অবশ্যই “আপলোড অপশনে” আপলোড করতে হবে।
      • যদি এমন হয়, পে-পয়েন্ট এন্ট্রির সময় ভুল করেছেন বা অনুমোদনকারী কর্মকর্তা নিজ দায়িত্বে পেনশনারের তথ্য সংশোধন করতে চাচ্ছেন তাহলে সংশ্লিষ্ট অনুমোদনকারী কর্মকর্তা নিজেই প্রত্যয়ন প্রদানপূর্বক কপি আপলোড করবেন।

সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা । অজীবন সার্বজনীন পেনশন প্রাপ্তি । জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন, ২০২২ (খসড়া) বিস্তারিত জেনে নিন।

প্রেষণ কাকে বলে ।। Deputation।। বৈদেশিক চাকরি ।। Foreign Service ।। Deputation ও Foreign Service বিস্তারিত ভিডিও দেখুন।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Reply

error: Content is protected !!