Site icon

অপ্রাপ্য (Leave not due) ছুটি কি ? কতদিন পর্যন্ত এই ছুটি মঞ্জুর করা যায় ?

অপ্রাপ্য (Leave not due) ছুটি কি

Table of Contents

Toggle

অপ্রাপ্য ছুটি কি পেনশনযোগ্য চাকুরি হিসাবে গণ্য করা হয় ? অপ্রাপ্য ছুটির জন্য কিভাবে ছুটির বেতন প্রদান করা হয় ?

সার সংক্ষেপঃ

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

অপ্রাপ্য (Leave not due) ছুটি কি ?

সরকারি কর্মচারীর ছুটির হিসাবে যখন কোন দুটি জমা না থাকে তখন তা আবেদনক্রমে অগ্রিম ছুটি মঞ্জুর করা হয়। উক্ত অগ্রিম ছুটিকে ‘অপ্রাপ্য ছুটি (Leave not due) বলা হয় ।

কোন কোন শর্তে এবং কতদিন পর্যন্ত অপ্রাপ্য ছুটি মঞ্জুর করা যায় ?

আরও পড়ুনঃ নৈমিত্তিক ছুটি কি বা সি এল ছুটি কি ? নৈমিত্তিক ছুটির নিয়ম ? নৈমিত্তিক ছুটি বা সিএল ছুটি সর্বোচ্চ কত দিন নেওয়া যায় ? কোন কোন ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যায় না ?

অপ্রাপ্য ছুটি কি অস্থায়ী কর্মচারীদের প্রদান করা যায় ?

অপ্রাপ্য ছুটি কি পেনশনযোগ্য চাকুরি হিসাবে গণ্য করা হয় ?

অপ্রাপ্য ছুটির জন্য কিভাবে ছুটির বেতন প্রদান করা হয় ?

ছুটি সম্পর্কে গুরুত্বপূর্ণ বিধান

ছুটিকালীন অবস্থায় অন্য চাকুরী গ্রহণ করা যায় কি?

[ এফ, আর, ৬৯]

পাঁচ বছর ছুটি নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকলে সরকারিতে কি ঘটবে ?

 

সাত দিনের নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম ?

আরও পড়ুনঃ মাতৃত্বকালীন ছুটি কি ? মাতৃত্বকালীন ছুটির নিয়ম এবং মাতৃত্বকালীন ছুটি কবে থেকে কার্যকর হবে ?

মঞ্জুরকৃত ছুটির অতিরিক্ত  ছুটি কি ভোগ করা যাবে ?

ছুটি শেষে কাজে অনুপস্থিত থাকলে কি ঘটবে ?

স্বাস্থ্যগত কারণে ছুটি ও কাজে যোগদান করার নিয়ম ?

গেজেটেড সরকারী কর্মচারীর ছুটি মঞ্জুরের কর্তৃপক্ষ কে ?

আরও জানুনঃ বেসরকারী ইন্টারমিডিয়েট কলেজ শিক্ষকদের ছুটি বিধি ?

আবেদনকারীর ছুটির প্রকার বা প্রকৃতি কর্তৃপক্ষ কর্তৃক পরিবর্তন করতে পারবে কি ?

ছুটি কি অধিকার হিসাবে দাবী করা যাবে ?

চাকুরি হতে বরখাস্ত পুনর্বহাল উক্ত সময় ‍কি ছুটি হিসেবে গণনা করা যাবে ?

[এফ, আর-৬২, বি, এস, আর (প্রথম খণ্ড)-১৪৭।]

পূর্ণগড় বেতনে ছুটি পাওনা থাকলে কি অর্ধগড় বেতনে ছুটি নেওয়া যায় ?

মঞ্জুরকৃত ছুটির অধিক ছুটি ভোগ করলে কি হবে ?

এককালীন সর্বোচ্চ কতদিন ছুটি নেওয়া যায় ?

মেডিকেল বোর্ড হতে সম্পূর্ণ অক্ষম ঘোষণা করলে কর্তৃপক্ষ কত দিন ছুটি দিতে পারে?

আরও পড়ুনঃ

সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) অগ্রিম উত্তোলনের নিয়ম ২০২২

মেডিকেল বোর্ড কোন সরকারী-কর্মচারীকে সম্পূর্ণ অক্ষম ঘোষণা করলে তাকে ছয় মাসের জন্য ছুটি দেওয়া যেতে পারে; যদি তার স্বাস্থ্যগত অক্ষমতা অফিসের কাজের জন্য হয় অথবা কর্মচারী তার কর্মজীবনে খুব কম পরিমাণের ছুটি ভোগ করে থাকে অথবা অক্ষম ঘোষণার এক বৎসরের মধ্যে তার পেনশনের সময় হবে।  এস, আর-২৩।

সরকারী ছুটি অর্জিত ছুটির সহিত সংযুক্ত করা যায় কি ?

কর্তৃপক্ষ সরকারী কর্মচারীকে সরকারী ছুটি অর্জিত ছুটির আগে কিংবা পরে সংযুক্ত করার নির্দেশ দিতে পারেন।

কোন কোন ক্ষেত্রে ছুটি মঞ্জুর করা বিধি সম্মত নয় ?

একজন সরকারী কর্মচারীর  

সামরিক অফিসার বেসামরিক বিভাগে বদলি হলে তার ছুটি গণনা কিভাবে হবে ?

কোন সামরিক অফিসার বেসামরিক বিভাগে কর্মরত থাকলে সামরিক অফিসে কাজে নিযুক্ত থাকলে তিনি যেভাবে ছুটি অর্জন করতেন বেসামরিক বিভাগেও তিনি ঐ একইভাবে ছুটি অর্জন করবেন।

আরও জানুনঃ নৈমিত্তিক ছুটি কি বা সি এল ছুটি কি ? নৈমিত্তিক ছুটির নিয়ম ? নৈমিত্তিক ছুটি বা সিএল ছুটি সর্বোচ্চ কত দিন নেওয়া যায় ? কোন কোন ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যায় না ?

সরকারী কর্মচারীকে চাকুরী হতে বরখাস্ত পূণর্বহাল এবং তার ছুটি গণনা কিভাবে হবে ?

কোন সরকারী কর্মচারীকে চাকুরী হতে বরখাস্ত বা অপসারিত করা হলে এবং পরে তিনি আপীল করে চাকুরিতে পূণর্বহাল হলে তার পূর্বেকার চাকুরির কাল ছুটি গণনার জন্য গণ্য করা যাবে ।

মেডিকেল ছুটি শেষে যোগদানের জন্য কি প্রয়োজন ?

কোন সরকারী কর্মচারী মেডিকেল ছুটি গ্রহণ করলে, ছুটি শেষে যোগদানের জন্য তাকে  শারীরিক সক্ষমতার ডাক্তারী প্রতিবেদন দাখিল করতে হবে।

সরকারি কর্মচারী/কর্মকর্তাদের ভূতাপেক্ষ ছুটি অনুমোদন করা যায় কি ?

সরকারী কর্মচারী ছুটি নিয়া অতিরিক্ত সময় অনুপস্থিত থাকে তাহলে ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ সর্বোচ্চ ১৪ দিনের ভূতাপেক্ষ ছুটি মঞ্জুর করতে পারেন।

নৈমিত্তিক ছুটি বা সিএল ছুটি সর্বোচ্চ ১৫দিন নেওয়া আদেশ সংগ্রহ করে রাখতে পারেন।

নৈমিত্তিক ছুটি কি বা সি এল ছুটি কি ?
Exit mobile version