Site icon Govt news

Ibas++ due bill prior to online enrolment ?

Ibas++online pay bill ?

আইবাস++ এ নতুন নিয়োগকৃত কর্মকর্তা/কর্মচারিদের ১ম মাসের বেতন ভাতা পরিশোধের জন্য মাস ওপেন করার পদ্ধতি ?

সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ ১ম সরকারি চাকরিতে যোগদান করলে তাদের বেতন ভাতা প্রদান করার জন্য আইবাস++ বেতন নির্ধারণ করতে হয়। তারপর আইবাস++ তাদের ইএফটির যাবতীয় তথ্য এন্টি করার প্রয়োজন হয়। যদি তিনি কর্মকর্তা হলে তার নিজস্ব আইবাস আইডি ওপেন করার পর পেবিল সাবমিশন অপশনে মাস ওপেন হয় না । আবার কর্মচারি হলে তার ডিডিও এর আইডিতে বেতন সাবমিট করার জন্য মাস ওপেন হয় না। এ জন্য হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করতে হবে।

Ibas++ এ due bill prior to online enrolment করার জন্য যে কোন ব্রাউজারের সাহায্যে ibas.finance.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

Ibas++due-bill-prior-to-online-enrolment.

হিসাবরক্ষণ কর্মকর্তার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

Ibas++ due bill prior to online enrolment

এরপর Ibas++ Accounting অপশনে প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

Ibas++ due bill prior to online enrolment

পর Ibas++ Master Data অপশনে প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

Ibas++ due bill prior to online enrolment

এরপর Ibas++ Employee Management অপশনে প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

Ibas++ due bill prior to online enrolment

এরপর due bill prior to online enrolment অপশনে প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

Ibas++ due bill prior to online enrolment

এখানে Employee Type & National ID Number দিয়ে go অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

Ibas++ due bill prior to online enrolment

Employee Name: অটোমেটিক আসবে।

Designation: অটোমেটিক আসবে।

DDO Name: অটোমেটিক আসবে।

Office: অটোমেটিক আসবে।

Select Bill Type: Pay Bill for Officers or Festival Allowance or Bangla New Year’S Allowance যে অপশনটি প্রযোজ্য সেটি সিলেক্ট করতে হবে।

Select Fiscal Year: সিলেক্ট করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++online pay due bill prior to online enrolment

এখানে Due বিলের ধরন এবং মাস দেখা যাবে। ঠিক মার্ক দিয়ে সাবমিট করলে অফিসার হলে তার আইডিতে এবং কর্মচারি হলে ডিডিও আইডিতে দেখা যাবে।

Ibas++ gpf account balance online check করার ভিডিও দেখে নিতে পারেন।

আইবাস++ নতুন নিয়োগকৃত কর্মকচারিদের ১ম মাসের বেতন পরিশোধের পদ্ধতি | ibas++due bill prior to online enrolment ভিডিও দেখুন।

Related tag: Ibas++online pay bill ?

Exit mobile version