Site icon

জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৫ ?

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম ২০২৪ বা জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৪

সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য জিপিএফ বা সাধারণ ভবিষৎ তহবিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাদের চাকরির বয়স দুই পূর্ণ হয়েছে, তাদের জন্য জিপিএফ বা সাধারণ ভবিষৎ তহবিল চাঁদা কর্তন ব্যধ্যতামূলক। তারপর অনলাইনে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের জিপিএফ হিসাবের জন্য একাউন্ট খুলতে হয়। যাদের জিপেএফ একাউন্ট রয়েছে তারা কিভাবে অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবে সেই পদ্ধতি সহ এই পোস্ট হতে নিম্ন বর্ণিত বিষয়সমূহ জানা যাবে;

জিপিএফ কি ?

সরকারি চাকরিজীবিদের জিপিএফ একাউন্ট বা হিসাব খোলার নিয়ম ?

জিপিএফ একাউন্ট বা হিসাব খোলার জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হবে তা নিম্নে আলোচনা করা হলোঃ

এরপর কর্মকর্তা হলে তাদের নিজেদের আইবাস++আইডিতে এবং কর্মচারি হলে তাদের ডিডিওদের আইডিতে প্রবেশ করতে হবে। এরপর

সরকারি চাকরিজীবিদের জিপিএফ একাউন্ট খোলার ফরম ?

জিপিএফ একাউন্ট খোলার ফরম ?

সরকারি চাকরিজীবিদের জিপিএফ একাউন্ট খোলার ডিজিটাল ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

সরকারি চাকরিজীবিদের জিপিএফ নমিনি ফরম ?

জিপিএফ নমিনি ফরম ?

কর্মকর্তা/কর্মচারিদের জিপিএফ নমিনি ডিজিটাল ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

জিপিএফ ইনফরমেশন ( gpf information) ?

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম ২০২৫?

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম ২০২৫ ?

হিসাবরক্ষণ অফিসের সাহায্য ছাড়াই জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৫?

সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ প্রত্যেক অর্থ বছরের শেষে জুলাই মাসে জিপিএফ (জেনারেল প্রভিডেন্ট ফান্ড) স্লিপ হিসাবরক্ষণ অফিস হতে সংগ্রহ করে থাকে । এখন সম্পূর্ণ জিপিএফ ব্যবস্থা অনলাইন হওযায় এখন আর হিসাবরক্ষণ অফিসে যেতে হবে না।

আরও জানুনঃ অক্ষমতা জনিত বিশেষ ছুটি কি ? অসাধারণ ছুটি বা বিনা বেতনে ছুটি কি ? অসাধারণ ছুটির সর্বোচ্চ কত দিন নেওয়া যায় ?

জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য কর্মচারিদের ডিডিও এর কাছে যেতে হবে কিনা ?

সরকারি কর্মকর্তাদের জিপিএফ তাদের নিজেদের আইবাস++ আইডি হতে এবং কর্মচারিদের জিপিএফ হিসাব ডিডিও আইডি হতে বের করা যায়। কিন্তু আপনি সহজেই cafopfm.gov.bd এই ওয়েবসাইটের সাহায্যে জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন। এ জন্য ডিডিও এর কাছে যেতে হবে না।

আরও জানুনঃ প্রাপ্যতা বিহীন ছুটি ? প্রাপ্যতা বিহীন ছুটি সর্বোচ্চ কত দিনের মঞ্জুর করা যায় ?

কি কি প্রয়োজন হবে জিপিএফ ব্যালেন্স চেক করতে ?

সরকারি হিসাব ব্যবস্থা ডিজিটালাইজ এর অংশ হিসেবে এখন যে কোন সময় যে কোন জায়গা হতে নিজে নিজে অনলাইনে জিপিএফ হিসাব দেখা যায় অথবা online gpf account balance checkকরা যাবে এবং GPF account slip print করা যাবে।

আরও জানুনঃ পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ?  ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?

অনলাইনে যে ভাবে জিপিএফ হিসাব চেক করবেন ?

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার ধাপ-১

আপনি যে কোন ব্রাউজার mozilla firefox, google chrome বা অন্য যে কোন ব্রাউজারের সাহায্যে এই cafopfm.gov.bd ঠিকানা করতে হবে।

online gpf account balance check অথবা gpf calculation করার জন্য প্রথমে cafopfm.gov.bd প্রবেশ করার পর প্রথমে নিচের স্ক্রিন আসবে:

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক

Gpf Balance check চেক করার ধাপ-২

online gpf account balance check করার জন্য তারপর gpf information এ click here Button এ click করলে নিচের স্ক্রিন আসবে:

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক

জিপিএফ ব্যালেন্স চেক করার ধাপ-৩

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার( Ibas++ online gpf balance check) জন্য জাতীয় পত্রের নাম্বার এবং ইএফটি সময় রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার Fiscal Year সিলেক্ট করে সাবমিট করলে নিচের স্ক্রিন আসবে:

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক ?

সরকারি চাকরিজীবিদের অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার ধাপ-৪

এরপর জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য আপনার মোবাইলে পাঠানো ওটিপি দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

জিপিএফ ব্যালেন্স চেক করার ধাপ-৫

জিপিএফ হিসাব দেখার নিয়ম বা জিপিএফ স্লিপ বের করার উপায় ?

আপনি জিপিএফ স্লিপ বের করতে চাইলে আপনাকে gpf accounts slip অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর go ক্লিক করলে জিপিএফ স্লিপ চলে আসবে। এখানে হতে জিপিএফ স্লিপ প্রিন্ট করতে পারেবেন।

বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন।

জিপিএফ ব্যালেন্স চেক করার ধাপ-৬

জিপিএফ সাবলেজার বের করার উপায় ?

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক

জিপিএফ সাবলেজার বের করার জন্য এখানে gpf sub ledger অপশনে সিলেক্ট করে go অপশনে ক্লিক করে আপনি জিপিএফ সাবলেজার পেয়ে যাবেন। এখানে হতে প্রিন্ট করে নিতে পারবেন।

ব্যক্তিগত জিপিএফ তথ্য ?

জিপিএফ হিসাব ক্যালকুলেটর ?

জিপিএফ বিধিমালা ১৯৭৯ বা সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯ ?

জিপিএফ বিধিমালা ১৯৭৯

The General Provident Fund Rules, 1979 (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের ক্ষমতাবলে এবং এই সংক্রান্তে প্রণীত সকল বিধি বাতিল করিয়া উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির সচিবালয়ের (জনবিভাগ) এর ২০ নভেম্বর, ১৯৭৮ তারিখের Notification No. PS / Admn / 8 (24) / 78-1569 এর দ্বারা রাষ্ট্রপতির ক্ষমতাপ্রাপ্ত হইয়া বিধিমালাটি প্রণয়ন করেন। বিধিমালাটি অর্থ বিভাগের ৮ আগস্ট, ১৯৭৯ তারিখের Notification No. MF (RU)-1 (5)/79/28 দ্বারা জারি করা হয় এবং ২০ আগস্ট, ১৯১৯ তারিখের গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।)

আরও জানুনঃ অফিস সহায়ক পদের ইতিহাস ? অফিস সহায়ক এর কাজ কি ২০২৪ ? ২০তম গ্রেডের বেতন কত অফিস সহায়ক এর সুযোগ সুবিধা ?

সরকারি চাকরিজীবিদের জিপিএফ অগ্রিম উত্তোলনের নিয়ম ?

জিপিএফ লোন এর নিয়ম :

জিপিএফ অগ্রিম দুই ধরনের হয়ঃ

১। ফেরতযোগ্য অগ্রিম;

২। অফেরতযোগ্য অগ্রিম

দুই ধরণের অগ্রিমের জন্যই প্রথমে জিপিএফ স্লিপ সংগ্রহ করতে হবে;

নিম্নলিখিত কারণ জিপিএফ অগ্রিম উত্তোলনের কারণ হিসিবে উল্লেখ করতে হয়ঃ

জিপিএফ অগ্রিম উত্তোলনের জন্য মঞ্জুর প্রদানের  নিয়ম ?

আরও জানুনঃ gpf information system কি ? GPF Fund Statement কি ? gpf nominee form

জিপিএফ কিস্তি কি ?

জিপি্এফ থেকে কোন কর্মকর্তা/কর্মচারি জিপিএফ লোন বা ফেরতযোগ্য অগ্রিম  গ্হণ করলে উক্ত লোন ২৪ কিস্তি , ৩৬ কিস্তি অথবা ৪৮ কিস্তিতে ৫% সুদসহ ফেরত প্রদান করতে হয়।  এটাই হচ্ছে জিপিএফ কিস্তি।

জিপিএফ সুদের হার কি ?

কিভাবে জিপিএফ হিসাব করা হয় ?

আরও জানুনঃ ২০২৩-২০২৪ সালে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের জিপিএফ এর চাঁদা পরিবর্তন করার উপায় ?

জিপিএফ চাঁদা কর্তনের নিয়ম ?

কিভাবে জিপিএফ হিসাব দেখা যায়?

১ম গ্রেড – ১০গ্রেডের কর্মকর্তা হয়ে থাকলে আপনি আপনার আইবাস++ এর আইডতে জিপিএফ হিসাব দেখা বা জিপিএফ ব্যালেন্স চেক করে নিতে পারবেন।,অথবা আপনি পেনশন ফান্ড ম্যানেজমেন্ট এর cafopfm.gov.bd ওয়বেসাইট হতে যে কোন গ্রেডের কর্মকর্তা/কর্মচারি জিপিএফ হিসাব দেখা বা জিপিএফ ব্যালেন্স চেক করে নিতে পারবে।

জিপিএফ স্লিপ কি ?

সরকারি কর্মকর্তা/কর্মচারিদের প্রতি বছর জিপিএফ হিসাবের চাদাঁর পরিমাণ, পূর্ববর্তী বছরের ব্যালেন্স এবং মনুফাসহ নতুন বছরের জিপিএফ ব্যালেন্স জানার জন্য যে স্লিপ ইস্যু করা হয়,জিপিএফ স্লিপ বলা হয়।

প্রভিডেন্ট ফান্ডের টাকা কি হালাল?

প্রভিডেন্ট ফান্ডের টাকা বা জিপিএফ মনুফার টাকা আপনার কাছে হারাম মনে হলে আপনি আপনার জিপিএফ হিসাব সুদমুক্ত করতে পারবেন।

জিপিএফ কি?

General Provident Fund বা জিপিএফ (gpf) হলো সরকারি কর্মকর্তা/কর্মচারিদের বেতন বিল হতে প্রতি মাসে ৫-২৫% টাকা কেটে তাদের জিপিএফ হিসাব জমা করার হয়, তাকে জিপিএফ বলা হয়।

আরও জানুনঃ আইবাস++হেল্পলাইন । ibas++helpline number | Ibas++ helpdesk Number

নিজে নিজে অনলাইনে খুব সহজেই জিপিএফ (gpf fund balance check bd) ব্যালেন্স যাচাই করার প্রদ্ধতির ভিডিও দেখে নিন।

আইবাস++ এ কর্মকর্তা/কর্মচারিদের পেমেন্ট এন্ড রিকোভারি রিপোর্ট বের করার পদ্ধতি জেনে নিন।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Ibas++ gpf balance check

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Exit mobile version