Site icon Govt news

অক্ষমতা জনিত বিশেষ ছুটি কি ? অসাধারণ ছুটি বা বিনা বেতনে ছুটি কি ? অসাধারণ ছুটির সর্বোচ্চ কত দিন নেওয়া যায় ?

বিনা বেতনে ছুটি কি

,

অক্ষমতা জনিত বিশেষ ছুটি কি ?

অক্ষমতাজনিত বিশেষ ছুটি (Disability special Leave);

একজন সরকারি কর্মচারী দায়িত্ব পালনকালে আঘাত প্রাপ্ত হয়ে অক্ষম হলে কতিপয় শর্তসাপেক্ষে যে ছুটি প্রদান করা হয় তাকে অক্ষমতাজনিত বিশেষ ছুটি বলে। অক্ষমতাজনিত বিশেষ ছুটি মঞ্জুরের শর্তসমূহ হল:-

পারিবারিক-পেনশন-ফরম-২-২ ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

সরকারি চাকরিতে অসাধারণ ছুটির বা বিনা বেতনে ছুটি কি ?

অসাধারণ ছুটি (Extraordinary Leave);  একজন সরকারি কর্মচারীর বিধি মোতাবেক যখন কোন ছুটি পাওনা থাকে না তখন তাকে যে ছুটি মঞ্জুর করা হয় তাকে অসাধারণ ছুটি বা বিনা বেতনে ছুটি বলে।

অসাধারণ ছুটির সর্বোচ্চ কত দিন নেওয়া যায় ?

 অসাধারণ ছুটি ৩ মাসের বেশী হবে না তবে বিদেশে প্রশিক্ষণের ক্ষেত্রে অঙ্গীকার প্রদান করা হলে এ নিয়ম প্রযোজ্য হবে না। চিকিৎকের সনদের ভিত্তিতে দীর্ঘস্থায়ী অসুস্থতার ক্ষেত্রে ৬ মাস এবং  যক্ষ্মা রোগের ক্ষেত্রে সর্বোচ্চ এককালীন ১২ মাস পর্যন্ত এ ছুটি মঞ্জুর করা যেতে পারে।

আরও জানুনঃ প্রাপ্যতা বিহীন ছুটি ? প্রাপ্যতা বিহীন ছুটি সর্বোচ্চ কত দিনের মঞ্জুর করা যায় ?

নির্বাহী আদেশে সরকারি ছুটি বলতে কি বুঝায় ?


সরকারী সাধারণ ছুটি ব্যতিত যে দিনসমূহকে সাধারণ ছুটির সহিত কানেক্ট করিয়া বা পৃথকভাবে রাষ্ট্রীয় আদেশের বলে কোন ১টি নির্দিষ্ট বৎসরের জন্য উক্ত বৎসরের সরকারি ছুটির সংখ্যায় ঘোষনা করা হয়। এই দিনগুলি নির্বাহী আদেশে সরকারি ছুটি হিসেবে গণ্য। এই ছুটি সমূহও গেজেট বিজ্ঞপ্তির সাহায্যে প্রকাশ করা হয়।

বর্তমানে বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি কত মাস ?

মাতৃত্বকালীন ছুটি ছয় মাস ছূড়ান্ত করে গেজেট পাবলিশ করা হয়েছে। সরকারি চাকরিতে কর্মরত নারীরা এখন হতে এ অবসর ভোগ করবেন। আগে তাঁরা ছুটি পেতেন চার মাস।

আরও জানুনঃ পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ?  ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?

এক বছরে সরকারি ছুটি কত দিন ?


বঙ্গাব্দ, খ্রিস্টাব্দ এবং হিজরী বর্ষপঞ্জিগুলি – এই তিনটি পৃথক বর্ষপঞ্জির উপর নির্ভর করে বাংলাদেশে ১৫টি জাতীয় ছুটির দিন রয়েছে, যার সাহায্যে প্রতি বছর সর্বমোট ১৯ দিন বাংলাদেশের সরকারি ছুটির দিন পালিত হয়ে থাকে।

সিএল ছুটিতে থাকাকালীন বিদেশ গমন করা যাবে ?

নৈমিত্তিক ছুটিতে থাকাকালীন বিদেশ গমন করা করা যাবেনা এবং এমনকি সদর দপ্তর ত্যাগের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয়।

 প্রাথমিক বিদ্যালয়ের নৈমিত্তিক ছুটির আবেদন ফরম pdf

রিলেটেড ট্যাগঃ

অক্ষমতা জনিত বিশেষ ছুটি, অসাধারণ ছুটির নিয়ম ? বিনা বেতনে ছুটি কি? সরকারি চাকরিতে বিনা বেতনে ছুটি, বাংলাদেশে ছুটি কি অধিকার নাকি সুবিধা, ১ বছরের বিনা বেতনে ছুটি, সরকারি চাকরিতে বিনা বেতনে ছুটি, প্রাইমারিতে বিনা বেতনে ছুটি

Exit mobile version