Site icon

যেভাবে পাওয়া যাবে ৯ দিন ও ১১ দিনের ঈদুল ফিতরের ছুটি ২০২৫ ?

ঈদুল ফিতরের ছুটি ২০২৫ ?

সরকারি চাকরিজীবিদের পবিত্র ঈদুল ফিতরের যেভাবে মিলবে টানা ৯ দিন বা ১১ দিনের ছুটি !

ঈদুল ফিতরের ছুটি ২০২৫ এর নিয়মিত ছুটির হিসাব ?

সরকারি ছুটির তালিকা অনুসারে নিম্নলিখিত ছুটি রয়েছেঃ

এই হিসাব অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিনের ছুটি পাচ্ছেন।

আরও জানুনঃ সরকারি চাকরিজিবিদের ৫০% মহার্ঘ ভাতা ২০২৫ ? মহার্ঘ ভাতা প্রদান করলে কি ৫% প্রণোদনা বাতিল হবে ?

যেভাবে পাওয়া যাবে দিনের ৯ ঈদের  ছুটি ?

যেভাবে মিলবে ১১ দিনের ছুটি !

ঈদুল ফিতরের ছুটি ২০২৫ ?
ঈদুল ফিতরের ছুটি ২০২৫ ?

নৈমিত্তিক ছুটির নিয়ম ?

আরও জানুনঃ সরকারি চাকরিজীবীদের জন্য ১৩% পর্যন্ত মুনাফা: জিপিএফ এবং সিপিএফ সুবিধা ২০২৫

বেসরকারি চাকরিজীবীদের ছুটির সুযোগ ?

ভ্রমণের পরিকল্পনা করুন আগেভাগে ?

শেষ কথা

এবারের ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির দারুণ সুযোগ রয়েছে। যারা ছুটির পরিকল্পনা করছেন, তারা ঈদের ছুটির পূর্বেই আবেদন করে ছুটি নিশ্চিত করে নিতে হবে।ঈদ আনন্দময় হোক, ছুটি হোক নির্বিঘ্ন!

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Exit mobile version