nocomments

যেভাবে পাওয়া যাবে ৯ দিন ও ১১ দিনের ঈদুল ফিতরের ছুটি ২০২৫ ?

সরকারি চাকরিজীবিদের পবিত্র ঈদুল ফিতরের যেভাবে মিলবে টানা ৯ দিন বা ১১ দিনের ছুটি !

  • ঈদুল ফিতরের ছুটি ২০২৫ ? সরকারি চাকরিজীবিগণ  এবারের ঈদুল ফিতরে সরকারি ৯ বা ১১ দিনের ছুটি ছুটির সুযোগ রয়েছে।  ইসলামী ফাউন্ডেশনের বাংলাদেশ এর  ক্যালেন্ডার অনুসারে, বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর ৩১ মার্চ (সোমবার) উদযাপিত হতে পারে। তবে চাঁদ দেখার উপর নির্ভর করে অনেক সময় ঈদ একদিন পিছিয়ে যায়, তাহলে ছুটির হিসাবেও পরিবর্তন হতে পারে।

ঈদুল ফিতরের ছুটি ২০২৫ এর নিয়মিত ছুটির হিসাব ?

সরকারি ছুটির তালিকা অনুসারে নিম্নলিখিত ছুটি রয়েছেঃ

  • ২৮ মার্চ হলো শুক্রবার এবং ২৯ মার্চ  হলো শনিবার সাপ্তাহিক ছুটি।
  • ৩১ মার্চ সোমবার হলো পবিত্র ঈদুল ফিতরের সাধারণ ছুটি।
  • ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের নির্বাহী আদেশে ছুটি থাকবে।
  • ঈদের পর ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

এই হিসাব অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিনের ছুটি পাচ্ছেন।

আরও জানুনঃ সরকারি চাকরিজিবিদের ৫০% মহার্ঘ ভাতা ২০২৫ ? মহার্ঘ ভাতা প্রদান করলে কি ৫% প্রণোদনা বাতিল হবে ?

যেভাবে পাওয়া যাবে দিনের ৯ ঈদের  ছুটি ?

  • যদি কেউ ৩ এপ্রিল (বৃহস্পতিবার) একদিন অতিরিক্ত ছুটি নিতে পারেন, তবে এরপরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ৯ দিনের টানা ছুটি পাওয়া সম্ভব।

যেভাবে মিলবে ১১ দিনের ছুটি !

  • সাধারণ ছুটির সাথে যদি ২৭ মার্চ (বুধবার) এবং ৩ এপ্রিল (বৃহস্পতিবার) এই দুটি দিন ছুটি ম্যানেজ করা যায়, তাহলে ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) এবং পরবর্তী ছুটিসহ মোট ১১ দিনের লম্বা ছুটি সরকারি চাকরিজীবিদের উপভোগ করা সম্ভব।

ঈদুল ফিতরের ছুটি ২০২৫ ?
ঈদুল ফিতরের ছুটি ২০২৫ ?

নৈমিত্তিক ছুটির নিয়ম ?

  • দুই ছুটির মধ্যে নৈমিত্তিক ছুটি নেওয়ার কোন নিয়ম নেই। তবে ঐছিক ছুটি নেওয়া যায়।

আরও জানুনঃ সরকারি চাকরিজীবীদের জন্য ১৩% পর্যন্ত মুনাফা: জিপিএফ এবং সিপিএফ সুবিধা ২০২৫

বেসরকারি চাকরিজীবীদের ছুটির সুযোগ ?

  • বেসরকারি চাকরিজীবীরা সাধারণত সরকারি নিয়মের সাথে মিলিয়ে ছুটি পেয়ে থাকেন। তবে প্রতিষ্ঠানভেদে ছুটির সংখ্যা কম বা বেশি হতে পারে। তাই আগেভাগে অফিস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ছুটির পরিকল্পনা করে নেওয়া ভালো।

ভ্রমণের পরিকল্পনা করুন আগেভাগে ?

  • লম্বা ছুটির সুযোগ থাকায় এবার অনেকেই পরিবার-পরিজন নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন। টিকিট ও হোটেল বুকিং আগেই নিশ্চিত করা থাকলে অস্বস্তি  সহজেই এড়ানো যাবে।

শেষ কথা

এবারের ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির দারুণ সুযোগ রয়েছে। যারা ছুটির পরিকল্পনা করছেন, তারা ঈদের ছুটির পূর্বেই আবেদন করে ছুটি নিশ্চিত করে নিতে হবে।ঈদ আনন্দময় হোক, ছুটি হোক নির্বিঘ্ন!

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Reply

error: Content is protected !!