Ibas++ staff prl entry & approved | আইবাস++ এ কর্মচারিদের পিআরএল (prl), সংযুক্তি (Attachment) এবং লিয়েন ( Lien ) এর তথ্য অনুমোদন করার পদ্ধতি| Ibas++ staff Service Stage Approved
Ibas++ staff prl entry & approved :
যেসকল কর্মকর্তা/কর্মচারিগণ সংযুক্তি (Attachment), লিয়েন ( Lien ) অথবা পিআরএল (prl) গমন করবেন তাদের বেতন-ভাতা অনলাইনের প্রদান করার জন্য আইবাস++ (Ibas++) এ সংযুক্তি (Attachment), লিয়েন ( Lien ) অথবা পিআরএল (prl) তথ্য এন্ট্রি এবং অনুমোদন করা প্রয়োজন।
তাছাড়া সংযুক্তি (Attachment), লিয়েন ( Lien ) অথবা পিআরএল (prl) গমনরত কর্মকর্তা/কর্মচারিদের বেতন-ভাতা অনলাইনে প্রদান করা সম্ভব হবে না। আইবাস++(ibas++) এ পিআরএল তথ্য এন্ট্রি এবং অনুমোদন করার জন্য উক্ত কর্মকর্তা/ কর্মচারিদের তথ্য এন্ট্রি করা প্রয়োজন। কর্মচারিদের সংযুক্তি (Attachment), লিয়েন ( Lien ) অথবা পিআরএল (prl) সকল তথ্য সংশ্লিষ্ট ডিডিওগণ এন্ট্রি ও অনুমোদন করতে পারবেন। এখানে কর্মচারিদের সংযুক্তি (Attachment), লিয়েন ( Lien ) অথবা পিআরএল (prl) তথ্য সকল তথ্য অনুমোদনের প্রক্রিয়া দেখানো হয়েছে ।
আইবাস++ এ ২০২২ সালে ব্যাংক একাউন্ট পরিবর্তন করার পদ্ধতি জেনে নিতে পারেন।
ibas++ prl information Approve এর বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন।
Ibas++ এ নতুন ডিজিটাল নম্বরের gpf account opening করার পদ্ধতি | নতুন ডিজিটাল পদ্ধতিতে জিপিএফ হিসাব খোলার নিয়ম ভিডিও দেখাতে এখানে ক্লিক করুন।
নিজে নিজে অনলাইনে খুব সহজেই জিপিএফ ব্যালেন্স যাচাই করার এবং জিপিএফ একাউন্টস স্লিপ প্রিন্ট করার পদ্ধতি? |Ibas++ gpf account balance check online বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
রিলেটেড ট্যাগঃ Ibas++ staff prl entry & approved
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।