আইবাস++ এ ২০২২ সালে ব্যাংক একাউন্ট পরিবর্তন করার পদ্ধতি | ibas++ bank account change 2022
আইবাস প্লাস প্লাস(Ibas++) এর ডিডিও মডিউলে কর্মচারীদের বেতন অনলাইন করার জন্য ব্যাংকের বিভিন্ন ধরনের তথ্য থাকে । যেমন ব্যাংক একাউন্ট নাম্বার, ব্যাংকের রাউটিং নাম্বার, ব্যাংকের শাখার নাম্বার। বিভিন্ন কারণে আমাদের ব্যাংক একাউন্টে পরিবর্তন করার প্রয়োজন হয়। যেমন আমার সোনালী ব্যাংকে একাউন্ট রয়েছে যদি আমি সেটা ডাচ-বাংলা ব্যাংকে নিতে চাই তাহলে সেই পরিবর্তনটুকু কিভাবে করব এই বিষয়টি আমরা ধারাবাহিকভাবে দেখব:
Employee Bank Account Change request Entry (Self):
Self Drawing Officer (SDO) এবংdrawing and disbursing officer( ddo) গণ তাদের আইডিতে প্রবেশ করে Employee Bank Account Change request Entry (Self) করতে পারবেন। তারপর তথ্য সঠিকভাবে এন্ট্রি করার পর সংশ্লিষ্ট অফিসের ডিডিও ( আয়ন-ব্যায়ন) অফিসারের নিকট প্রেরণ করবে। ডিডিও উক্ত তথ্য সঠিকভাবে যাচাই করে অনুমোদন করবেন এবং ফাইনাল অনুমোদনের জন্য হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করবেন। হিসাবরক্ষণ অফিস উক্ত যাচাই বাচাই করে অনুমোদন করলে আপনার ব্যাংক হিসাবের নম্বর পরিবর্তন হয়ে যাবে।
ibas++ bank account change করার জন্য যে কোন ব্রাউজার দিয়ে আইবাস++(Ibas++) প্রবেশ করার পর নিচের স্ক্রিন আসবেঃ

তারপর আইবাস++ এ আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর Budget Execution প্রবেশ করার পর Ibas++ Bank account পরিবর্তন করার জন্য নিচের স্ক্রিন আসবেঃ

এবংIbas++ এ Employee Bank Account Change request Entry (Self) অপশনে ক্লিক করার পর নিচের স্ক্রিন আসবেঃ

Bank Account Name (English) : অটোমেটিক দেখা যাবে।
• Account Number : নতুন একাউন্ট নম্বর এন্ট্রি দিতে হবে।
• Bank Account Type : Savings না Current একাউন্ট তা সিলেক্ট করতে হবে।
• Bank Name : ড্রপডাউন থেকে নতুন ব্যাংক সিলেক্ট করতে হবে।
• Branch Name : ড্রপডাউন থেকে শাখার নাম সিলেক্ট করতে হবে।
• Bank Routing Number : স্বঅটোমেটিক দেখা যাবে।
• Relevant document : ব্যাংকের চেকের পাতা স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
• ‘Send Code’ -এ ক্লিক করলে Self Drawing Officer (SDO) রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ভেরীফিকেশন কোড যাবে।

তারপর কোড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে নিচের ম্যাসেজ প্রদর্শন করবে।

তারপর আইবাসে তথ্যগুলো ডিডিও এর একাউন্ট যাবে তিনি অনুমোদন অর্থাৎ হিসাবরক্ষণ অফিসে ফরওয়ার্ড করবে । হিসারক্ষণ অফিসার এটি অনুমোদন করলে ব্যাংক একাউন্ট পরিবর্তন হয়ে যাবে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন, ২০২২ (খসড়া) বিস্তারিত।
বিস্তারিত ভিডিও দেখতে দেখে নিতে পারেন।