ibas++budget preparation user registration entry 2024 and Approval করার উপায় ?
আইবাস++ বাজেট পিপারেশন এন্টি 2024 and Approval করার উপায় ?
২০২৪-২৫ অর্থ বছরের বাজেট প্রাক্কলন এবং ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থ বছরের মধ্যমেয়াদী বাজেট প্রণয়ন সংক্রান্ত কিছু নির্দেশনাঃ
ক) প্রতিটি অফিসকেই এন্ট্রি লেভেলে একজন user নির্ধারণ করতে হবে যিনি iBAS++ এ বাজেট এন্ট্রি করার access পাবেন।
এ জন্য iBAS++ এ self registration পদ্ধতিতে apply করতে হবে।
- পরবর্তীতে সংশ্লিষ্ট অফিসের DDO এপ্রুভ করলে এন্ট্রি লেভেলের user বাজেট এন্ট্রি দিতে পারবেন।
- যে সকল কর্মচারীর পূর্ব থেকেই iBAS++ এ registration করা আছে অর্থাৎ user ID আছে তাদেরকে Budget Preparation Module এর entry level এ কাজ করার জন্য access নিতে হবে। এক্ষেত্রে সিজিএ কার্যালয়ের হিসাব শাখায় বা iBAS সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা যেতে পারে।
- বিষয়টি খুবই জরুরি বিবেচনায় ১৫-০১-২০২৪ তারিখ সোমবারের মধ্যে self registration কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং ১৮-০১-২০২৪ তারিখের মধ্যে বাজেট এন্ট্রি সম্পন্ন করতে হবে।
আইবাস++ এর মাধ্যমে মাঠ পর্যায়ের অফিস থেকে এন্ট্রি করার মাধ্যমে বিভিন্ন অধিদপ্তর/পরিদপ্তর/ পরবর্তী বছরে ভিত্তিতে বাজেটের প্রয়োজনীয়তা নির্ধারণ করে মন্ত্রণালয়ের কৌশলগত উদ্দেশ্য ও অগ্রাধিকার খাত বিবেচনার ভিত্তিতে নির্ধারিত সিলিং এর সম্মিলন ঘটিয়ে বাজেট প্রাক্কলন ও প্রক্ষেপণ প্রস্তুত করা হয়। ibas++ budget preparation মডিউল ব্যবহার করে মাঠ পর্যায়ের দপ্তর, অধিদপ্তর ও মন্ত্রণালয় ধাপে ধাপে বাজেট প্রণয়ন করে অনলাইনে অর্থ বিভাগে দাখিল করতে পারে, যা অর্থ বিভাগ প্রয়োজনীয় পরিমার্জন শেষে সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন করে থাকে। আইবাস++ থেকেই এ সংক্রান্ত যাবতীয় দলিল, প্রতিবেদন ও বিশ্লেষণ তৈরী করা হয়ে থাকে।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
আইবাস++ জেনারেল লেজার :
জেনারেল লেজার মডিউলটি হচ্ছে আইবাস++ এর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বিন্দু – যা পর্দার অন্তরালে থেকে সরকারের আর্থিক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। বাজেট অনুমোদনের পর তা এই মডিউলের ‘বাজেট উপযোজন’ সাব- মডিউলের মাধ্যমে লোড করা হয়। এরপর আইবাস++ এ যত লেনদেন ঘটে থাকে, তা সে বরাদ্দ বিভাজন হোক বা অর্থ ব্যয় হোক, সকল কিছুই জেনারেল লেজারে অন্তর্ভূক্ত হয় এবং সংশ্লিষ্ট শ্রেণিবিন্যাস কোডের বিপরীতে স্থিতি হালনাগাদ করা হয়। এই মডিউলের মাধ্যমে প্রতিটি হিসাব কোডের বিপরীতে সরকারের আয়-ব্যয়ের সর্বশেষ হিসাব যেমন তাৎক্ষণাৎ পাওয়া যাবে, তেমনি সরকারের আর্থিক সম্পদ ও দায় এবং সংশ্লিষ্ট অর্থ প্রবাহের একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।
আইবাস++ বাজেট পিপারেশন এন্টি 2024 এর ১ম ধাপ ?
- ১৬- ১১ গ্রেডের স্টাফকে ibas++ এ budget preparation entry ইউজার হিসেবে মনোনয়ন প্রদান করে ডিডিও কর্তৃক প্রত্যায়ন পত্র প্রদান করতে হবে।
- উক্ত স্টাফের এনআইডি নম্বর দরকার হবে।
- মোবাইল নম্বর সঙ্গে থাকতে হবে।
আইবাস++ বাজেট পিপারেশন এন্টি 2024 এর ২য় ধাপ ?
যে কোন ব্রাউজারের সাহায্যে ibas.finance.gov.bd ঠিকানায় প্রবেশ করলে নিজের স্ক্রিন আসবেঃ
এখানে register yourself ক্লিক করলে নিচের ধাপ আসবে।
আরও জানুনঃ অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৪ এবং জিপিএফ হিসাবের স্লিপ বের করার উপায় ?
আইবাস++ বাজেট পিপারেশন এন্টি এর ৩য় ধাপ ?
সংশ্লিষ্ট স্টাফের এনআইডি দিতে হবে। এরপর এখানে go ক্লিক করলে নিচের ধাপ আসবে।
আইবাস++ বাজেট পিপারেশন এন্টি এর ৪র্থ ধাপ ?
সংশ্লিষ্ট স্টাফের মোবাইলে ৬ ডিজিটের ওটিপি যাবে। এখানে ওটিপি দিয়ে ক্লিক করলে নিচের ধাপ আসবে।
আইবাস++ বাজেট পিপারেশন এন্টি এর ৫ম ধাপ ?
budget preparation entry এই অপশনে ক্লিক করতে হবে। Next ক্লিক করলে নিচের ধাপ আসবে।
আরও জানুনঃ জিপিএফ এর নমিনি পরিবর্তন করার নিয়ম ২০২৪ ?
আইবাস++ বাজেট পিপারেশন এন্টি এর ৬ষ্ট ধাপ ?
এখানে অফিস অর্ডার আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- তারপর সংশ্লিষ্ট ডিডিও এর আইবাস++ এর আইডির Security অপশন হতে ফরওয়ার্ড করতে হবে।
- আইবাস++ এর প্রজেক্ট অফিস হতে অনুমোদন করার পর বজেট এন্টি করা যাবে।
- তারপর ডিডিও এর আইডির ibas++ budget preparation অপশন হতে অনুমোদন করা যাবে।
বিস্তারিত ভিডিও দেখুনঃ
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।