nocomments

Ibas++ এ সরকারী কর্মকর্তাদের নিজে নিজেই Attachment Entry করার পদ্ধতি ? ।। Ibas++ Attachment Entry (Self)

একজন সরকারি কর্মকর্তা/কর্মচারি একই মন্ত্রণালের অধীনে কোন দপ্তরে কর্মরত থাকে এবং মুল দপ্তর হতে বেতন ভাতা গ্রহণ করে তাকে সংযুক্তি বা Attachment বলা হয়। অর্থাৎ একই বিভাগের একই পদে অন্য কোন দপ্তরে কাজ করাই সংযুক্তি বা Attachment ।

স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন কৃত কোন ডাক্তার যদি কোন উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত থাকে এবংস্বাস্থ্য অধিদপ্তর হতে বেতন ভাতা গ্রহণ করে তাহলে এটাকে সংযুক্তি বুঝায়। এ ক্ষেত্রে তিনি অধিদপ্তর হতে বেতন ভাতা গ্রহণ করলেই ‍ তিনি বাড়ী ভাড়া ভাতা পাবেন কর্মরত উপজেলার রেটে। এ জন্য আইবাস++ (Ibas++) এ কর্মকর্তা/কর্মচারিদের সংযুক্তি এন্টি করার প্রয়োজন হয়।

কর্মচারি হলে আইবাস++ এ ডিডিও এর আইডি হতে আর কর্মকর্তা হলে কর্মরর্তার নিজম্ব আইডি হতে আইবাস++ এ্যাটাচমেন্ট এন্ট্রি করতে হবে।

এরপর হিসাবরেক্ষণ অফিস হতে অনুমোদন গহণ করলে আইবাস++ এ্যাটাচমেন্ট এন্ট্রি এর কাজ সম্পন্ন হবে।

আইবাস++ এ প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

 Ibas++ Attachment Entry
Ibas++ Attachment Entry

Ibas++ Attachment Entry (Self) ভিডিও দেখে নিতে পারেন।

আইবাস++ এ্যাটাচমেন্ট এন্ট্রি

শতভাগ পেনশন সর্মপনকারী পেনশনারগণের ১৫ বছর পর পুনরায় পেনশন পাওয়ার নিয়ম ২০২২ জেনে নিতে পারেন।

Reply

error: Content is protected !!