Ibas++ Attachment Entry করার উপায় ?

Ibas++ Attachment Entry ? এ সরকারী কর্মকর্তাদের নিজে নিজেই Attachment Entry করার পদ্ধতি ?

একজন সরকারি কর্মকর্তা/কর্মচারি একই মন্ত্রণালের অধীনে কোন দপ্তরে কর্মরত থাকে এবং মুল দপ্তর হতে বেতন ভাতা গ্রহণ করে তাকে সংযুক্তি বা Attachment বলা হয়। অর্থাৎ একই বিভাগের একই পদে অন্য কোন দপ্তরে কাজ করাই সংযুক্তি বা Attachment । এই তথ্য Ibas++ Attachment Entry করতে হয়।

স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন কৃত কোন ডাক্তার যদি কোন উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত থাকে এবংস্বাস্থ্য অধিদপ্তর হতে বেতন ভাতা গ্রহণ করে তাহলে এটাকে সংযুক্তি বুঝায়। এ ক্ষেত্রে তিনি অধিদপ্তর হতে বেতন ভাতা গ্রহণ করলেই ‍ তিনি বাড়ী ভাড়া ভাতা পাবেন কর্মরত উপজেলার রেটে। এ জন্য আইবাস++ (Ibas++) এ কর্মকর্তা/কর্মচারিদের সংযুক্তি এন্টি করার প্রয়োজন হয়।

কর্মচারি হলে আইবাস++ এ ডিডিও এর আইডি হতে আর কর্মকর্তা হলে কর্মরর্তার নিজম্ব আইডি হতে আইবাস++ এ্যাটাচমেন্ট এন্ট্রি করতে হবে।

এরপর হিসাবরেক্ষণ অফিস হতে অনুমোদন গহণ করলে আইবাস++ এ্যাটাচমেন্ট এন্ট্রি এর কাজ সম্পন্ন হবে।

আইবাস++ এ প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

 Ibas++ Attachment Entry
Ibas++ Attachment Entry

Ibas++ Attachment Entry (Self) ভিডিও দেখে নিতে পারেন।

আইবাস++ এ্যাটাচমেন্ট এন্ট্রি

শতভাগ পেনশন সর্মপনকারী পেনশনারগণের ১৫ বছর পর পুনরায় পেনশন পাওয়ার নিয়ম ২০২২ জেনে নিতে পারেন।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

Check Also

বিশেষ সুবিধা ভাতা প্রজ্ঞাপন

সরকারি কর্মচারী বিশেষ সুবিধা ভাতা প্রজ্ঞাপন ২০২৫ ? কত টাকা বাড়বে ?

ভূমিকা: বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!