Ibas++ta da Bill entry by sdo | সেলফ ড্রয়িং অফিসারদের ভ্রমন আইবাসে বিল এন্টি করার উপায় ২০২৩?
- হিসাবরক্ষণ অফিস হতে প্রথমে সাবটেনটিভ গ্রেড অনুমোদন করে নিতে হবে।
- হিসাবরক্ষণ অফিস অনুমোদন করলে ta da tour diary entry করতে পারবেন।
- ক্যাটাগরি ১ এর অফিসারগণ শুধু বিমান ভ্রমনের সুবিধা প্রাপ্য হবেন।
- বিমান ভ্রমনের ক্ষেত্রে বোর্ডিং পাস আপলোড করতে হবে।
- সেলফ ড্রয়িং অফিসারগণ ta da tour diary entry করলে তার কনট্রোলিং অফিসারের কাছে চলে যাবে।
- কনট্রোলিং অফিসারের অনুমোদন করলে ডিডিও এর কাছে চলে যাবে।
- ডিডিও তার আইডি হতে ফরওয়ার্ড করলে হিসাবরক্ষণ অফিসে চলে যাবে।
- তার হিসাবরক্ষণ অফিস যাচাই-বাচাই শেষে ভ্রমন বিলটি ইএফটি করবে।
আর জানুনঃ
আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ? ibas++ta da staff login ?
Ibas++ এ অনলাইনে স্টাফদের ভ্রমন বিল করার জন্য যে কোন ব্রাউজারের সাহায্যে ibas.finance.gov.bd ঠিকানায় প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++এ sdo tada bill দাখিল করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে নিচের স্ক্রিন আসবেঃ

এখানে Ibas++ এ Budget Execution অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

Ibas++ এ tour Diary অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

তারপর Tour Diary Entry (Self)অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

আরও জানুনঃ
সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?
Employee name: অটোমেটিক দেখা যাবে।
- Office: অটোমেটিক দেখা যাবে।
- post:অটোমেটিক দেখা যাবে।
- Present scale:অটোমেটিক দেখা যাবে।
- category:অটোমেটিক দেখা যাবে।
- Transport Medium: বিমাানে ভ্রমন করলে Air. বিমাানে ভ্রমন না করলে Others সিলেক্ট করতে হবে।
- Allowance Applicable For: Only-TA হলে TA , Only-DA হলে DA আর যদি TA & DA দুটোই প্রাপ্য হলে Both অপশনটি সিলেক্ট করতে হবে।
- Departure: তারিখ ,সময় ও Location এন্টি করতে হবে।
- Arrival:তারিখ ,সময় ও Location এন্টি করতে হবে।
- Upload Boarding Pass: বিমানে ভ্রমন করলে প্রয়োজন হবে।
- Upload Boarding Pass: আপলোড করতে হবে।
- Add: অবশ্যই Add অপশনে ক্লিক করতে হব।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
এখানে যাত্রার তারিখ এবং প্রস্থানের তারিখ এন্টি করতে হবে।

- কনট্রোলিং অফিসারের অনুমোদন করলে ডিডিও এর কাছে চলে যাবে।
- ডিডিও তার আইডি হতে ফরওয়ার্ড করলে হিসাবরক্ষণ অফিসে চলে যাবে।
আরও জানুনঃIbas++ এ অনলাইন ভ্রমন বিল ডিডিও কর্তৃক ফরওয়ার্ড করার উপায় ২০২৩ ?
- তার হিসাবরক্ষণ অফিস যাচাই-বাচাই শেষে ভ্রমন বিলটি ইএফটি করবে।
ভ্রমন বিলের সেলফ কনন্ট্রোলিং অফিসার কে কে ?
আরও জানুন: Ibas++ online ta da bill status | Ibas ++ online ta da bill status check করার জন্য এখানে ক্লিক করুন।
- সিভিল এর ক্ষেত্রে : সচিব বা তদুর্ধ্ব পদ।
- জুডিশিয়াল এর ক্ষেত্রেঃ ডিসট্রিক জাজ বা তদুর্ধ্ব পদ।
- সিজিডিএফ এর ক্ষেত্রেঃ মেজর জেনারেল বা সমমান বা তদুর্ধ্ব পদের অফিসারগণ।
রিলেটেড ট্যাগঃ Ibas++ta da Bill entry,ভ্রমন বিলের ,ta da bill rules bd,Ibas++ daily allowance,Ibas++ ta da bill rules bd,