আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ২০২৪ ? ibas++ta da staff login ?
iBAS++ এর সাহায্যে ইন্টারনেটে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলীজনিত ভ্রমণ ভাতা বিল দাখিলের পাইলটিং কাজ সম্পন্ন হয়েছে ।
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর ০১/০৩/২০২৩ খ্রিঃ তারিখের ২৫ নম্বর পত্র অনুযায়ী আইবাস++ এ ইন্টারনেটে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতা পেশ করতে হবে।
ভ্রমণ ভাতা বিল ২০২৩ কি আর ম্যানুয়ালী সাবমিট করা যাবে কি ?
- এখন থেকে সকল ভ্রমন বিল অনলাইনে আইবাস++ এর মাধ্যমে সাবমিট করতে হবে।
- সেলফড্রয়িং অফিসার এবং ডিডিওগণ তাদের নিজের আইবাস++ আইডি এর মাধ্যমে সাবমিট করতে হবে।
- কর্মচারিগণ তাদের নিজেদের বিল নিজেদেরকে সাবমিট করতে হবে।
আইবাস++ কর্মচারিদের নিজেদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার জন্য নিম্নে বর্নিত বিষয় সমূহ সম্পন্ন করতে হবে;
- স্টাফ জাতীয় পরিচয় পত্রের নম্বর।
- জম্ম তারিখ
- মোবাইল নাম্বার যেটি payfixation করা এবং নিজের নামে Registration করা ।
- সাবটেনটিভ গ্রেড ডিডি ও এর আইডি হতে এন্ট্রি করতে হবে।
- সাবটেনটিভ গ্রেড ডিডি ও এর আইডি হতে অনুমোদন করতে হবে।
স্টাফদের নিজেদের কোন আইবাস++ লগইন আইডি ও পাসওয়ার্ডের প্রয়োজন হবে না।
আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ২০২৩ ?
Ibas++ এ অনলাইনে স্টাফদের ভ্রমন বিল করার জন্য যে কোন ব্রাউজারের সাহায্যে ibas.finance.gov.bd ঠিকানায় প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ
তারপর ibas++ TA-DA Staff Login অপশনে ক্লিক করতে হবে।
ibas ++ login অপশনে ক্লিক করলে সংশ্লিষ্ট স্টাফ এর মোবাইলে ৪ ডিজিটের ওটিপি প্রেরণ করা হবে।
এখানে ওটিপি দিয়ে Vaildation অপশনে ক্লিক করতে হবে।
এখানে ওটিপি না আসলে Resent code অপশনে ক্লিক করতে হবে।
এখানে নিম্নলিখিত বিষয়সমূহ অপশনগুলো পূরণ করতে হবে;
আরও জানুনঃ
সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?
- Employee name: অটোমেটিক দেখা যাবে।
- Office: অটোমেটিক দেখা যাবে।
- post:অটোমেটিক দেখা যাবে।
- Present scale:অটোমেটিক দেখা যাবে।
- category:অটোমেটিক দেখা যাবে।
- Transport Medium: বিমাানে ভ্রমন করলে Air. বিমাানে ভ্রমন না করলে Others সিলেক্ট করতে হবে।
- Allowance Applicable For: Only-TA হলে TA , Only-DA হলে DA আর যদি TA & DA দুটোই প্রাপ্য হলে Both অপশনটি সিলেক্ট করতে হবে।
- Departure: তারিখ ,সময় ও Location এন্টি করতে হবে।
- Arrival:তারিখ ,সময় ও Location এন্টি করতে হবে।
- Upload Boarding Pass: বিমানে ভ্রমন করলে প্রয়োজন হবে।
- Upload Boarding Pass: আপলোড করতে হবে।
- Add: অবশ্যই Add অপশনে ক্লিক করতে হব।
পারিবারিক-পেনশন-ফরম-২-২ ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
এখানে যাত্রার তারিখ এবং প্রস্থানের তারিখ এন্টি করতে হবে।
তারপর calculate বাটনে ক্লিক করলে ভ্রমনবিলেরর বিস্তারিত দেখা । তারপর অফিস অর্ডার নম্বর এবং অর্ডারটি আপলোড করে save বাটনে ক্লিক করতে হবে।
আরও জানুনঃ
দৈনিক ভাতা কি ? আইবাস++এ অনলাইনে ভ্রমণ বিল ও দৈনিক ভাতা সংক্রান্ত নীতিমালা ২০২৩ ?
- View: অপশন থেকে ভ্রমন বিল দেখা যাবে।
- Edit: সংশোধন করা যাবে।
- Submit: সাবমিট করলে বিলটি কন্টোলিং বা ডিডিও এর কাছে অফিসার কাছে চলে যাবে। ডিডিও বিলটি ফরওয়ার্ড করলে হিসাবরক্ষণ অফিসে চলে যাবে।
- withdrawal: withdrawal বাটনে ক্লিক করলে withdrawal করা যাবে।
Ibas++online TA, DA bills Submission সম্পন্ন করলে বিল অনলাইনে সামিটকৃত বিলের প্রিন্ট ডিডিওএর আইডি থেকে নিতে পারবেন।
আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
রিলেটেড ট্যাগঃ আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ?, ibas++ta da staff login ,ibas++ta da staff login, Ibas++online TA, DA bills Submission
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।