আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ২০২৩ ? ibas++ta da staff login ?
iBAS++ এর সাহায্যে ইন্টারনেটে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলীজনিত ভ্রমণ ভাতা বিল দাখিলের পাইলটিং কাজ সম্পন্ন হয়েছে ।
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর ০১/০৩/২০২৩ খ্রিঃ তারিখের ২৫ নম্বর পত্র অনুযায়ী আইবাস++ এ ইন্টারনেটে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতা পেশ করতে হবে।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
ভ্রমণ ভাতা বিল ২০২৩ কি আর ম্যানুয়ালী সাবমিট করা যাবে কি ?
- এখন থেকে সকল ভ্রমন বিল অনলাইনে আইবাস++ এর মাধ্যমে সাবমিট করতে হবে।
- সেলফড্রয়িং অফিসার এবং ডিডিওগণ তাদের নিজের আইবাস++ আইডি এর মাধ্যমে সাবমিট করতে হবে।
- কর্মচারিগণ তাদের নিজেদের বিল নিজেদেরকে সাবমিট করতে হবে।
আইবাস++ কর্মচারিদের নিজেদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার জন্য নিম্নে বর্নিত বিষয় সমূহ সম্পন্ন করতে হবে;
- স্টাফ জাতীয় পরিচয় পত্রের নম্বর।
- জম্ম তারিখ
- মোবাইল নাম্বার যেটি payfixation করা এবং নিজের নামে Registration করা ।
- সাবটেনটিভ গ্রেড ডিডি ও এর আইডি হতে এন্ট্রি করতে হবে।
- সাবটেনটিভ গ্রেড ডিডি ও এর আইডি হতে অনুমোদন করতে হবে।
স্টাফদের নিজেদের কোন আইবাস++ লগইন আইডি ও পাসওয়ার্ডের প্রয়োজন হবে না।
আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ২০২৩ ?
Ibas++ এ অনলাইনে স্টাফদের ভ্রমন বিল করার জন্য যে কোন ব্রাউজারের সাহায্যে ibas.finance.gov.bd ঠিকানায় প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

তারপর ibas++ TA-DA Staff Login অপশনে ক্লিক করতে হবে।

ibas ++ login অপশনে ক্লিক করলে সংশ্লিষ্ট স্টাফ এর মোবাইলে ৪ ডিজিটের ওটিপি প্রেরণ করা হবে।

এখানে ওটিপি দিয়ে Vaildation অপশনে ক্লিক করতে হবে।

এখানে ওটিপি না আসলে Resent code অপশনে ক্লিক করতে হবে।

এখানে নিম্নলিখিত বিষয়সমূহ অপশনগুলো পূরণ করতে হবে;
আরও জানুনঃ
সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?
- Employee name: অটোমেটিক দেখা যাবে।
- Office: অটোমেটিক দেখা যাবে।
- post:অটোমেটিক দেখা যাবে।
- Present scale:অটোমেটিক দেখা যাবে।
- category:অটোমেটিক দেখা যাবে।
- Transport Medium: বিমাানে ভ্রমন করলে Air. বিমাানে ভ্রমন না করলে Others সিলেক্ট করতে হবে।
- Allowance Applicable For: Only-TA হলে TA , Only-DA হলে DA আর যদি TA & DA দুটোই প্রাপ্য হলে Both অপশনটি সিলেক্ট করতে হবে।
- Departure: তারিখ ,সময় ও Location এন্টি করতে হবে।
- Arrival:তারিখ ,সময় ও Location এন্টি করতে হবে।
- Upload Boarding Pass: বিমানে ভ্রমন করলে প্রয়োজন হবে।
- Upload Boarding Pass: আপলোড করতে হবে।
- Add: অবশ্যই Add অপশনে ক্লিক করতে হব।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
এখানে যাত্রার তারিখ এবং প্রস্থানের তারিখ এন্টি করতে হবে।

তারপর calculate বাটনে ক্লিক করলে ভ্রমনবিলেরর বিস্তারিত দেখা । তারপর অফিস অর্ডার নম্বর এবং অর্ডারটি আপলোড করে save বাটনে ক্লিক করতে হবে।
আরও জানুনঃ
দৈনিক ভাতা কি ? আইবাস++এ অনলাইনে ভ্রমণ বিল ও দৈনিক ভাতা সংক্রান্ত নীতিমালা ২০২৩ ?
- View: অপশন থেকে ভ্রমন বিল দেখা যাবে।
- Edit: সংশোধন করা যাবে।
- Submit: সাবমিট করলে বিলটি কন্টোলিং বা ডিডিও এর কাছে অফিসার কাছে চলে যাবে। ডিডিও বিলটি ফরওয়ার্ড করলে হিসাবরক্ষণ অফিসে চলে যাবে।
- withdrawal: withdrawal বাটনে ক্লিক করলে withdrawal করা যাবে।
Ibas++online TA, DA bills Submission সম্পন্ন করলে বিল অনলাইনে সামিটকৃত বিলের প্রিন্ট ডিডিওএর আইডি থেকে নিতে পারবেন।
রিলেটেড ট্যাগঃ আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ?, ibas++ta da staff login ,ibas++ta da staff login, Ibas++online TA, DA bills Submission