nocomments

দৈনিক ভাতা কি ? আইবাস++এ অনলাইনে ভ্রমণ বিল ও দৈনিক ভাতা সংক্রান্ত নীতিমালা ২০২৪ ?

এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবেঃ

  • দৈনিক ভাতা কি ?
  • আইবাস++এ অনলাইনে ভ্রমণ বিল ও দৈনিক ভাতা সংক্রান্ত নীতিমালা ২০২৩ ?
  • সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?

দৈনিক ভাতা কি ?

দৈনিক ভাতাঃ কোন সরকারি জনস্বার্থে তার সদর দপ্তরের ৫ মাইলের বাইরে ভ্রমণ করলে তখন তাকে তার দৈনিক ব্যয় নির্বাহের জন্য যে ভাতা প্রদান করা হয় তাকে দৈনিক ভাতা (Daily Allowance) বলে । সময় সময় সরকার কর্তৃক জারীকৃত হারে এ ভাতা প্রদান করা হয়। সরকারি কর্মচারিদের শ্রেণী ভেদে বিভিন্ন হারে এ ভাতা প্রাপ্য হয়।

আইবাস++এ অনলাইনে ভ্রমণ বিল ও দৈনিক ভাতা সংক্রান্ত নীতিমালা ২০২৪ ?

  • বিভিন্ন সরকারি অফিসে iBAS++ এর মাধ্যমে অনলাইনে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলীজনিত ভ্রমণ ভাতা বিল দাখিলের পাইলটিং কাজ সম্পন্ন হয়েছে ।
  • অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর ০১/০৩/২০২৩ খ্রিঃ তারিখের ২৫ নম্বর পত্র অনুযায়ী আইবাস++ এ অনলাইনে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতা দাখিল করতে হবে।
  •  ভ্রমণের দূরত্ব অর্থ বিভাগের ওয়েবসাইট (www.mof.gov.bd) এবং iBAS++ এর ওয়েবসাইট (ibas.finance.gov.bd/ibas2)-এ প্রদত্ত দূরত্ব চার্ট (Distance Matrix) অনুসরণ করে নির্ধারণ করতে হবে;
  • পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত অনলাইনে বিল দাখিলের পাশাপাশি বিলের ০১ টি প্রিন্ট কপি স্বাক্ষর করে আনুসঙ্গিক কাগজপত্রসহ সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করতে হবে; এবং
  • বিমান ভ্রমণের প্রাধিকারপ্রাপ্ত কর্মচারীগণকে বিমানে ভ্রমণের প্রমাণক হিসেবে আবশ্যিকভাবে বোর্ডিং পাস আপলোড করতে হবে এবং বিলের প্রিন্ট কপির সাথে বোর্ডিং পাসের মূলকপি জমা প্রদান করতে হবে।

আরও জানুনঃ

সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?

১। সরকারি কর্মচারীদের শ্রেণিবিন্যাসঃ

  • ক্যাটিগরি-১ : ৫ম গ্রেড এবং তদূর্ধ্ব গ্রেডভুক্ত কর্মচারী।
  • ক্যাটিগরি-২ :৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডভুক্ত কর্মচারী।
  • ক্যাটিগরি-৩ : ১১তম থেকে ১৬তম গ্রেডভুক্ত কর্মচারী।
  • ক্যাটিগরি-৪ : ১৭তম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারী।

২। দৈনিক ভাতাঃ

 ক্যাটিগরি-১ :

১। গ্রেড-১ ও তদূর্ধ্ব ১৪০০/- টাকা

২। গ্রেড-২ এবং গ্রেড-৩ : ১২২৫/- টাকা

৩। গ্রেড-৪ এবং গ্রেড-৫ : ১০৫০/- টাকা

 ক্যাটিগরি-২

১। গ্রেড-৬ এবং গ্রেড-৭ : ৯০০/- টাকা

২। গ্রেড-৮ থেকে গ্রেড-১০ : ৮৭৫/- টাকা

ক্যাটিগরি-৩

১। গ্রেড-১১ থেকে গ্রেড-১৩ :৭০০/- টাকা

২। গ্রেড-১৪ থেকে গ্রেড-১৬: ৪৯০/- টাকা

ক্যাটিগরি-৪।

১। গ্রেড-১৭ থেকে গ্রেড-২০: ৪০০/- টাকা

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

ব্যয়বহুল স্থানে অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, নারায়নগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, গাজীপুর শহর এবং সাভার পৌর এলাকার জন্য সাধারণ হারের অতিরিক্ত ৩০%।

Ibas++ এ অনলাইন টিএডিএ এর জন্য Substantive Grade Entry করার উপায় ?

রিলেটেড ট্যাগঃ ভ্রমণ বিল ও দৈনিক ভাতা সংক্রান্ত নীতিমালা, দৈনিক ভাতা বিধিমালা, দৈনিক ভাতার হার, দৈনিক ভাতা কি, সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার হার, সরকারি কর্মচারীদের দৈনিক ও ভ্রমণ ভাতার নতুন হার, প্রশিক্ষণ ভাতা ও দৈনিক ভাতা, দৈনিক ভাতা বিধি, প্রশিক্ষণকালীন দৈনিক ভাতা, দৈনিক ভাতা কি

Reply

error: Content is protected !!