Site icon

বাধ্যতামূলক অবসর প্রদান করার উপায় ২০২৪ ? অবসর সুযোগ সুবিধা কি প্রাপ্য হবে ?

বাধ্যতামূলক অবসর প্রদান

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মজীবন শেষ করার পূর্বে এবং কর্মজীবন পূর্ণ করার পরে বিভিন্ন ধরনের অবসরপ্রদান এর নিয়ম রয়েছে। বিভিন্ন প্রকার অবসর রয়েছে যেমন বাধ্যতামূলক অবসর প্রদান, ঐচ্ছিক অবসরগ্রহণ, সরকার কর্তৃক অবসর বাধ্যতামূলক অবসর প্রদান এবং অক্ষমতা জনিত অবসর এবং বাধ্যতামূলক অবসর প্রদান সহ অন্যান্য অবসর প্রদানের কি আইন রয়েছে এবং কি কি সুবিধা প্রদান করা হয় এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব।

কি কি ধরনের অবসর রয়েছে ?

আরও জেনে নিতে পারেনঃ পারিবারিক পেনশন মঞ্জুরির প্রয়োজনীয় ফরম, সনদ ও কাগজপত্রাদি | পারিবারিক পেনশন ফরম ২.২

বাধ্যতামূলক অবসর প্রদান (Compulsory Retirement):

বাধ্যতামূলক অবসর সুযোগ সুবিধা প্রাপ্য হবে

ঐচ্ছিক অবসর গ্রহণ কাকে বলে ?

ঐচ্ছিক অবসর গ্রহণ: সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৪ ধারার বিধান মতে, (পঁচিশ) বৎসর পূর্ণ হবার পর  কোনো সরকারি কর্মচারী একটি নির্দিষ্ট মেয়াদের চাকরিকাল পূর্ণ করার পর নিজের ইচ্ছানুযায়ী অবসরে গ্রহণ করতে পারে, এই অবসরকে  ঐচ্ছিক অবসর বলা হয়।

ঐচ্ছিক অবসর গ্রহণের নিয়ম কি ?

ঐচ্ছিক অবসর গ্রহণের নিয়ম:

আরও পড়ুনঃ সরকারি চাকরিজীবী মারা গেলে পারিবারিক পেনশন কে কে পাবে ও পেনশনের উত্তরাধিকার কে কে ?একজন পেনশনার কিকি ভাতাদি পেয়ে থাকেন?

অবসর-উত্তর ছুটি ভোগ করার নিয়ম ?

আরও জানুনঃ পেনশন কত প্রকার ও কি কি ? মৃত ব্যক্তির পেনশন কে পাবে ?

সরকার কর্তৃক অবসর প্রদান ?

অক্ষমতাজনিত অবসর কি ?

 

অক্ষমতাজনিত অবসর কি:

আরও জানুনঃ লাম গ্রান্ট কি ? মৃত কর্মচারী পরিবারকে ১৮ মাসের লাম্প গ্রান্ট অর্থ প্রদান করা যাবে কি ?

অক্ষমতাজনিত অবসর যাওয়ার নিয়ম ?

 অক্ষমতাজনিত অবসর সংক্রান্ত বিধান নিম্নরূপ:

শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে বাধ্যতামূলক অবসর কী ?

(সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে বাধ্যতামূলক অবসর হলো:

”শৃঙ্খলামূলক কারণে বিভাগীয় কার্যক্রম গ্রহণপূর্বক দণ্ড হিসাবে যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়, তাকেই শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে বাধ্যতামূলক অবসর বলে”।

আরও জানুনঃ প্রতিবন্ধী সন্তানের পারিবারিক পেনশন ?

শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে বাধ্যতামূলক অবসর নিয়ম কি

শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে বাধ্যতামূলক অবসর নিয়ম কি ?

এইরূপ শাস্তিমূলক অবসর সংক্রান্ত বিধানসমূহ নিম্নরূপ:

প্রশ্ন উত্তর পূর্ব:

বাধ্যতামূলক অবসর সুযোগ সুবিধা প্রাপ্য হবে ?

আরও জানুনঃ মেয়েদের ডিম্বাণু কি ? আপনার মাসিকের কত দিন পরে আপনি গর্ভবতী থেকে পারেন ? ৫০ বছর বয়সে কি গর্ভবতী হওয়া যায় ?

ঐচ্ছিক অবসর গ্রহণের জন্য একবার আবেদন করলে কি ফেরত নেওয়া যাবে কি ?

ঐচ্ছিক অবসর গ্রহণের জন্য কত দিন পূর্বে আবেদন করতে হবে ?

শেষ কথাঃ সরকার কর্তৃক বাধ্যতামূলক অবসর প্রদান এক ধরনের শাস্তির মতো । এটি কারোই কাম্য নয়। সবাই চায় চাকরিজীবন সুন্দর হবে শেষ করে সম্মানের সহিত অবসর গ্রহণ করতে।

পারিবারিক-পেনশন-ফরম-২-২

Exit mobile version