Site icon

সেনাবাহিনীর ছুটি কত প্রকার ও কি কি বা  সামরিক বাহিনীর সদস্যগণ কি কি ছুটি প্রাপ্য হন ?

সেনাবাহিনীর ছুটি কি কি

পোস্ট সামারীঃ

সামরিক বাহিনীর সদস্যগণ (অফিসার, জেসিও ওয়ারস) কে বিধি মোতাবেক চার প্রকার ছুটি মঞ্জুর করা হয় । উহা নিম্নে বর্ণনা করা হইলঃ-

(বিধি-৭, আর্মী লিভ রুল)

আরও জানুনঃ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এর পারসোনাল লেজার বা পিএল অ্যাকাউন্ট তৈরী এবং অর্থ জমাকরণ ও ইএফটিতে বিল পরিশোধ করার উপায় ?

সেনাবাহিনীর নৈমিত্তিক ছুটি (Casual leave) কি এবং কত দিন প্রাপ্য হবেন ?

(বিধি-৮ আর্মী লিভ রুল)

পারিবারিক-পেনশন-ফরম-২-২ ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

সেনাবহিনীর প্রিভিলেজ ছুটি (Privilege leave ) কি এবং কতদিন মঞ্জুর করা যায় ?

(বিধি-৯ আর্মী লিভ রুল)

আরও জানুনঃ গ্রাচুইটি কি ? সরকারি চাকরিজীবীদের পেনশন কত ? স্ত্রীর পেনশন কি স্বামী পাবে ?

ফারলো ছুটি (Furlough leave) কি এবং কতদিন প্রাপ্য হবেন ?

(বিধি-১৩, আর্মী লিভ রুল)

আরও জানুনঃ পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ?  ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?

রূগ্ন ছুটি ( Sick leave ) এবং ডাক্তারী সনদের ভিত্তিতে ছুটি কতদিন প্রাপ্য হবেন ?

শারীরিক অসুস্থতার জন্য এই ছুটিকে নিম্ন বর্ণিত পর্যায়ে মঞ্জুর করা যাইতে পারেঃ সিক লিষ্ট কনসেশন (Sick list Concession) :

আরও জানুনঃ লাইফ ভেরিফিকেশন কী ? Pensioner Life Verification App ? লাইফ ভেরিফিকেশন এখন আপনার হাতের মুঠোয় ?

রূগ্ন ছুটি (Sick leave ) কি ?

রূগ্ন ছুটি (Sick leave ):

আরও জানুনঃ আলট্রাসনোগ্রাফি কি এবং এর উপকারিতা কি কি ?সন্তান ছেলে বা মেয়ে হওয়ার জন্য দায়ী কে ?

ডাক্তারী সনদের ভিত্তিতে ছুটি ?

ডাক্তারী সনদের ভিত্তিতে ছুটিঃ

সামরিক হাসপতালে চিকিৎসা শেষে হাসপাতাল হতে অব্যাহতি পাওয়ার পরও যদি কারো বিশ্রামের জন্য যদি ছুটির প্রয়োজন হয় এবং এই ব্যাপারে যদি হাসপাতাল কর্তৃপক্ষের সুপারিশ থাকে তবে তাকে অনুর্ধ্ব চার সপ্তাহের ছুটি মঞ্জুর করা যেতে পারে । এই ছুটিকে ডাক্তারী সনদের ভিত্তিতে ছুটি বলা হয় ।

উপরে বর্ণিত ছুটিসমূহ সেনাবাহিনীর অফিসার ও ওয়ার্কসগণকে এককালীন ১২ মাস পর্যন্ত মঞ্জুর করা যায়। এরপরও যদি কেহ সুস্থ না হয় তবে মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে তাহাকে সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত ছুটি মঞ্জুর করা যেতে পারে। এরপরও যদি কোন ব্যক্তি তাহার কর্তব্য পালনে অক্ষম হয়, তাহা হলে তাকে অক্ষমতা জনিত পেনশন প্রদান করিয়া চাকুরী হতে অব্যাহতি প্রদান করা যায় ।

(বিধি-১৪ আর্মী লিভ রুল);

রিলেটেড ট্যাগঃ সেনাবাহিনীর ছুটি কি কি ?, রূগ্ন ছুটি কি ?

Exit mobile version