অফিস সহায়ক পদের ইতিহাস ? অফিস সহায়ক এর কাজ কি ২০২৪ ?
অফিস সহায়ক পদের ইতিহাস ? অফিস সহায়ক এর কাজ কি ? ২০তম গ্রেডের বেতন কত অফিস সহায়ক এর সুযোগ সুবিধা ?
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
অফিস সহায়ক পদের ইতিহাস ?
বাংলাদেশের সরকারী চাকরিতে অফিস সহায়ক শব্দটি সুপরিচিত। সরকারি অফিস পূর্বে অফিস সহায়ক কোনো কোনো কার্যালয়ে এমএলএসএস, পিয়ন, দফতরি, চাপরাশি আর্দালি নামে পরিচিত । কর্পোরেট জগতে অফিস সাপোর্ট স্টাফ হিসেবেও পরিচিত। এমএলএসএস শব্দের অর্থ হলো মেম্বার লোয়ার সাব-অর্ডিনেট সার্ভিস । ২০১৪ সালে ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ দ্বারা এমএলএসএস, পিয়ন, দফতরি, চাপরাশি, আর্দালি ইত্যাদি পদ পরিবর্তন করে অফিস সহায়ক করা হয়।
অফিস সহায়ক এর ইংরেজি ?
অফিস সহায়ক এর ইংরেজি হলো অফিস অফিস অ্যাসিসটেন্স (Office Assistant) বা অফিস সাপোর্ট স্টাফ ( Office Support Staff) ।
আরও জানুনঃ অর্জিত ছুটি কাকে বলে ? অর্জিত ছুটি কত প্রকার ও কি কি ? গড় বেতনে অর্জিত ছুটির হিসাব ২০২৪ ?
অফিস সহায়কের কাজ ২০২৪ ?
# অফিসের বা কার্যালয়ের ফার্ণিচার ও বিভিন্ন জিনিসপত্র ভালভাবে সাজানো এবং পরিস্কার করে রাখ। রেকর্ডসমূহের সুন্দরভাবে বিন্যাস সাধন করা এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
# কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী অফিসের ফাইলপত্র ও বিভিন্ন রেকর্ড সমূহ এক জায়গা বা অফিস হতে অন্য অফিসে সরানো।
# কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী হালকা আসবাবপত্রসমূহ অফিসের ভিতরে এক জায়গা হতে অন্য জায়গায় সরিয়ে রাখা।
আরও জানুনঃ অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৪ এবং জিপিএফ হিসাবের স্লিপ বের করার উপায় ?
# কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী গোপন ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এক অফিস হতে অন্য অফিসে নিয়ে যাওয়া।
# অফিসের অফিসার/ স্টাফদের নাস্ত, খাবার পরিবেশন করা।
# অফিসের মনিহারী এবং অন্যান্য দ্রব্যাদি সংরক্ষণ করার জন্য দায়বদ্ধ থাকা।
# অফিস সহায়কগণ তাদের জন্য নির্ধারিত ইউনিফর্ম পরে অফিসে আসা।
# সংশ্লিষ্ট অফিসের নির্ধারিত শাখায় কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করা ।
# অফিসে আসা সেবা গ্রহণকারীদের সাথে ভাল ব্যবহাার করা।
# কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের কাজ সমূহ। # অফিস সহায়কগণ অফিস শুরুর ১৫ মিনিট আগে অফিসে আসা।
# অফিস সহায়কগণ অনুমতি ছাড়া অফিস ত্যাগ করবে না।
অফিস সহায়ক এর যোগ্যতা ?
- অফিস সহায়ক এর যোগ্যতা হলো অষ্টম বা এসএসসি সার্টিফিকেট পাস হতে হবে।
অফিস সহায়ক এর গ্রেড কত ?
- অফিস সহায়ক এর গ্রেড হলো ২০তম গ্রেড।
২০ তম গ্রেডের বেতন কত বা অফিস সহায়ক এর বেতন বা অফিস সহায়ক এর সুযোগ সুবিধা ?
- অফিস সহায়কগণ ২০ তম গ্রেডের বেতন ভাতাদি পেয়ে থাকে। ২০ তম গ্রেডে কর্মচারিদের বেতন স্কেল: ৮২৫০-৮৬৭০-৯১১০-৯৫৭০-১০০৫০-১০৫৬০-১১০৯০-১১৬৫০-১২২৪০- ১২৮৬০-১৩৫১০-১৪১৯০১৪৯০০-১৫৬৫০-১৬৪৪০-১৭২৭০-১৮১৪০-১৯০৫০-২০০১০
- অফিস সহায়ক এর বেতনকর্মচারিদের শুরুতে বেতন ৮২৫০/- টাকা,
- বাড়ি ভাড়া ভাতা এলাকা ভিত্তিক ৪৫% থেকে ৬০% সর্বনিম্ন ৪৫০০/- টাকা,
- টিফিন ভাতা ২০০/- টাকা,
- যাতাযাত ভাতা ৩০০/- টাকা,
- শিক্ষা ভাতা এক সন্তানের জন্য ৫০০/- টাকা ও দুই সন্তানের জন্য ১০০০/- টাকা এবং
- চিকিৎসা ভাতা ১৫০০/- টাকা সহ মোট শুরুতে আনুমাণিক বেতন হবে ১৫,২৫০ টাকা।
- অফিস সহায়ক এর বেতন সর্বশেষ মুল বেতন ২০,০১০/- টাকা
২০ তম গ্রেডের পেনশন কত ? অফিস সহায়কের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
২০ তম গ্রেডের বেতন কত বা অফিস সহায়ক এর পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ২০,০১০/- X ৯০%)/২
২০ তম গ্রেডের বেতন কত বা অফিস সহায়ক এর পেনশন ও আনুতোষিক হিসাব =১৮,০০৯/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =৯০০৪.৫/- টাকা *২৩০ টাকা
= ২০,৭১,০৩৫/- টাকা
২০ তম গ্রেডের বা অফিস সহায়কের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ৯০০৪.৫/- টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
আরও জানুনঃ Pay fixation increment bd 2023 & Pay fixation verification number বের করার উপায় ?
অফিস সহায়ক এর পদোন্নতি ?
- অফিস সহায়ক এর ৫ থেকে ৭ বছর ( বিভিন্ন অফিস ভেদে আলাদা হতে পারে) পদোন্নতি পেয়ে থাকে।
- অফিস সহায়ক এর পদোন্নতি ক্ষেত্রে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
- কোন কোন সরকারি অফিসে অফিস সহায়ক এর পদোন্নতির সুযোগ নেই।
একজন অফিস সহায়কের শুরুকে মুল বেতন বেতন ৮২৫০/- টাকা এবং একজন অফিস সহায়কের শেষ মুলবেতন ২০,০১০/- টাকা।
শেষ কথাঃ একজন অফিস সহায়কের ২০তম গ্রেডে বেতন ভাতাদি চাকরির শুরুতে পেয়ে থাকেন। অফিস সহায়কের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলেও বেশিভাগ ক্ষেত্রে মাস্টার্স পাশ ছেলে/মেয়ে কর্মরত রয়েছেন। এছাড়াও কোন কোন সরকারি দপ্তরে অফিস সহায়কদের পদোন্নাতির ব্যবস্থায় রয়েছে।
রিলেটেড ট্যাগঃ অফিস সহায়ক,
অফিস সহায়ক এর ইংরেজি ?, অফিস সহায়ক এর কাজ কি বা অফিস সাপোর্ট স্টাফ এর কাজ কি ?,অফিস সহায়ক এর যোগ্যতা ?,অফিস সহায়ক এর গ্রেড কত ?,২০ তম গ্রেডের পেনশন কত ? অফিস সহায়কের পেনশন কত ? অফিস সহায়ক এর পদোন্নতি ? অফিস সহায়কের কাজ ২০২৪ ?
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।