Site icon

অবকাশ বিভাগের ছুটির নিয়ম ? অবকাশ বিভাগের ছুটি গড় বেতনে না অর্ধগড় বেতনে অর্জন করবে ?

অবকাশ বিভাগের ছুটির নিয়ম

অবকাশ বিভাগের ছুটির নিয়ম ?

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

অবকাশ বিভাগের ছুটি গড় বেতনে না অর্ধগড় বেতনে অর্জন করবেন ?

আরও জানুনঃ কখন শ্রান্তি বিনোদন ভাতার জন্য আবেদন করবেন ও কোন কোন কর্মকর্তা/কর্মচারি rest and recreation leave প্রাপ্য হবেন না ?

প্রাথমিক শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটির নিয়ম ?

আরও জানুনঃ প্রবাস, সুরক্ষা, প্রগতি ও সমতা স্কিম এ সার্বজনীন পেনশনের কত টাকা কত বছর চাঁদা প্রদান করলে কত টাকা পেনশন পাওয়া যাবে ?

গড় বেতন ও অর্ধগড় বেতন এর ছুটিকালে প্রাপ্য সুবিধা কি কি সুবিধা প্রাপ্য হবে ?

গড় বেতন ও অর্থ গড় বেতন এর ছুটিকালে প্রাপ্য সুবিধা সমূহ গড় বেতনে ও অর্ধ-গড় বেতনের ছুটিকালে ছুটির বেতন, বাড়ী ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা,আবাসিক টেলিফান সুবিধা ও ছুটির মেয়াদ ১ মাসের অধিক না হলে পত্রিকার সুবিধা প্রাপ্য। [No. ED (Reg-IV)- 202/83-39 Date. 10-5-83; অম/অবি(বাস্ত-১)/ভাতা-১০/৯৮/১৭৪ তারিখ : ০৯-০৯-১৯৯৮ ইং]

আরও জানুনঃ গর্ভাবস্থায় টিকা দেওয়ার নিয়ম এবং গর্ভকালীন সময়ে কোন টিকা নিতে হয় ?

গড় বেতন ও অর্ধগড় বেতন এর ছুটিকালে প্রাপ্য সুবিধা কি কি সুবিধা প্রাপ্য হবে না ?

গড় বেতন ও অর্ধ-গড় বেতনের ছুটিকালে যে সকল সুবিধা প্রাপ্য নয় গড় বেতনে ও অর্ধ-গড় বেতনের ছুটিকালে ভ্রমন ভাতা, যাতায়াত ভাতা, আপ্যায়ন ভাতা/আপ্যায়ন খরচ, অর্ডারলি ও ছুটির মেয়াদ ১ মাসের অধিক হলে সরকারী খরচে পত্রিকার সুবিধা প্রাপ্য নয়। [No. ED (Reg-IV)- 202/83-39 Date 10-5-83; অম/অবি(বাস্ত-১)/ভাতা-১০/৯৮/১৭৪ তারিখ : ০৯-০৯-১৯৯৮ ইং]

রিলেটেড ট্যাগঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অর্জিত ছুটির হিসাব ?অবকাশ বিভাগের ছুটির নিয়ম ?

Exit mobile version