nocomments

২৫ বছরের বেশি বয়সের সন্তান কি আনুতোষিক ও পারিবারিক পেনশন প্রাপ্য হবেন ?

২৫ বছরের সন্তান কি আনুতোষিক এবং পারিবারিক পেনশন প্রাপ্য হবেন কিনা এ বিষয়ে সিন্ধান্তের জন্য সিজিএ অফিস হতে অর্থমন্ত্রণালয়ের পত্র লিখা হলে অর্থমন্ত্রণালয় হতে নিম্নরুপ সিন্ধান্ত প্রদান করা হয়েছেঃ

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

বিষয়: সিজিএ কার্যালয়ের আওতাধীন সিএএফণ্ড / সিএজি, পিএসসি ও নির্বাচন কমিশন এর প্রাক্তন অডিটর মরহুম মো জহিরুল ইসলাম এর পারিবারিক পেনশন মঞ্জুরীর বিষয়ে মতামত প্রদান।

সুত্র: হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের স্মারক নং-০৭.০৩,০০০০.০০.০৮০০৬, ২২-৮৩৯, তারিখ: ২৮-০৩-২০২৩ খ্রি.।

উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে সিজিএ কার্যালয়ের আওতাধীন প্রাক্তন অডিটর মরহুম মোঃ জহিরুল ইসলাম অবসরজনিত সুবিধা ব্যতিত বিগত ২৫-০৫-২০১৫ খ্রি. তারিখে মৃত্যুবরণ করায় তার উত্তরাধিকারীগণের আনুতোষিক ও পারিবারিক পেনশন প্রাপ্যতার বিষয়ে নিম্নবর্ণিত মতামত জানানো হলো:

“অবসর গ্রহণের সময় অর্থাৎ ১৭-১১-২০১১ খ্রি. তারিখে মরহুম মোঃ জহিরুল ইসলাম এর দুই জন সন্তানেরই বয়স ২৫ বছরের উর্ধে ছিল বিধায় তারা আনুতোষিক ও পারিবারিক পেনশন প্রাপ্য হবেন না।”

১৫ বছরের অবশিষ্ট সময় পারিবারিক পেনশন প্রাপ্য হবেন কি ?

  • কোন সরকারি কর্মকর্তা/কর্মচারি পেনশন ভোগরত অবস্থায় ১৫ বছরের আগে মারা যায়, তাহলে তার উত্তরাধিকারগণ পনর বছরের অবশিষ্ট সময় পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। তবে উপরোক্ত আদেশ অনুযায়ী সন্তানের বয়স ২৫ বছরের বেশি হলে তারা পারিবারিক পেনশন প্রাপ্য হবেন না।

স্ত্রীর মৃত্যুর পর পেনশন কে পাবে ?

  • স্ত্রীর পেনশন স্বামী অজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। কিন্তু স্বামী যদি ২য় বিবাহ করেন তাহলে তিনি কোন পেনশন প্রাপ্য হবেন না।

আজীবন পেনশন এর মানে কি?

  • আজীবন পেনশন এর মানে পেনশনের মানে হচ্ছে তিনি সারাজীবন পেনশন্য প্রাপ্য হবেন।

আরও জানুনঃ বিদেশে ভ্রমণরতদের আইবাস++ এর ইউজার আইডি’র Password মেয়াদ উত্তীর্ণ হলে পাসওয়ার্ড পরিবর্তন করার উপায় ?

২৫ বছরের বেশি বয়সের সন্তান কি আনুতোষিক ও পারিবারিক পেনশন প্রাপ্য হবেন সারকুলারটি ডাউনলোড করে নিতে পারেন।

Reply

error: Content is protected !!