২৫ বছরের সন্তান কি আনুতোষিক এবং পারিবারিক পেনশন প্রাপ্য হবেন কিনা এ বিষয়ে সিন্ধান্তের জন্য সিজিএ অফিস হতে অর্থমন্ত্রণালয়ের পত্র লিখা হলে অর্থমন্ত্রণালয় হতে নিম্নরুপ সিন্ধান্ত প্রদান করা হয়েছেঃ
আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
বিষয়: সিজিএ কার্যালয়ের আওতাধীন সিএএফণ্ড / সিএজি, পিএসসি ও নির্বাচন কমিশন এর প্রাক্তন অডিটর মরহুম মো জহিরুল ইসলাম এর পারিবারিক পেনশন মঞ্জুরীর বিষয়ে মতামত প্রদান।
সুত্র: হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের স্মারক নং-০৭.০৩,০০০০.০০.০৮০০৬, ২২-৮৩৯, তারিখ: ২৮-০৩-২০২৩ খ্রি.।
উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে সিজিএ কার্যালয়ের আওতাধীন প্রাক্তন অডিটর মরহুম মোঃ জহিরুল ইসলাম অবসরজনিত সুবিধা ব্যতিত বিগত ২৫-০৫-২০১৫ খ্রি. তারিখে মৃত্যুবরণ করায় তার উত্তরাধিকারীগণের আনুতোষিক ও পারিবারিক পেনশন প্রাপ্যতার বিষয়ে নিম্নবর্ণিত মতামত জানানো হলো:
“অবসর গ্রহণের সময় অর্থাৎ ১৭-১১-২০১১ খ্রি. তারিখে মরহুম মোঃ জহিরুল ইসলাম এর দুই জন সন্তানেরই বয়স ২৫ বছরের উর্ধে ছিল বিধায় তারা আনুতোষিক ও পারিবারিক পেনশন প্রাপ্য হবেন না।”
পেনশন সহজীকরণ আদেশ ২০২০ এ পারিবারিক পেনশন পাওয়ার বিষয়ে যে নির্দেশনা রয়েছে ?
পারিবারিক পেনশনের ক্ষেত্রে পুত্র সন্তানের বয়সসীমা হবে ২৫ বৎসর। প্রচলিত বিধানের যেই সকল ক্ষেত্রে পুত্র সন্তানের কোন বয়সসীমা বর্তমানে উল্লেখ নাই, সেই সকল ক্ষেত্রে বয়স নির্বিশেষে সকল পুত্র সন্তান পারিবারিক পেনশন প্রাপ্য হইবেন। পারিবারিক পেনশন প্রাপ্যতার ক্ষেত্রে তৎকালীন অর্থ ও রাজস্ব বিভাগের ১৬-০৪-১৯৫৯ তারিখের স্মারক নং ২৫৬৬ (৪০)-এফ এর অনুচ্ছেদ ৫(২)(এ)(ii)-এর অনুসরণে ১৫ বৎসরের মেয়াদকাল পূর্তির কোন সময় অবশিষ্ট থাকিলে শুধু উক্ত সময় পূর্তি পর্যন্ত তিনি পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। ২৫ বৎসরের উর্ধ্বে পুত্র সন্তানের প্রাপ্যতার অনুরূপ শর্তে মৃত সরকারি কর্মচারীর বিবাহিতা কন্যা/কন্যাগণ প্রচলিত বিধিগত পদ্ধতিতে ও হারে পেনশন/আনুতোষিক প্রাপ্য হবেন।
সরকারি চাকরিজীবী মারা গেলে সন্তানের বয়স ২৫ বছরের বেশি হলে পারিবারিক পেনশন প্রাপ্য হবে কি ?
- সরকারি চাকরিজীবী মারা গেলে সন্তানের বয়স ২৫ বছরের বেশি হলে পারিবারিক পেনশন প্রাপ্য হবে না।
চাকরিজীবী মারা গেলে সন্তানের বয়স ২৫ বছরের বেশি হলে আনুতোষিক প্রাপ্য হবে কি?
- চাকরিজীবী মারা গেলে সন্তানের বয়স ২৫ বছরের বেশি হলে আনুতোষিক প্রাপ্য হবে না।
১৫ বছরের অবশিষ্ট সময় পারিবারিক পেনশন প্রাপ্য হবেন কি ?
- কোন সরকারি কর্মকর্তা/কর্মচারি পেনশন ভোগরত অবস্থায় ১৫ বছরের আগে মারা যায়, তাহলে তার উত্তরাধিকারগণ পনর বছরের অবশিষ্ট সময় পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। তবে উপরোক্ত আদেশ অনুযায়ী সন্তানের বয়স ২৫ বছরের বেশি হলে তারা পারিবারিক পেনশন প্রাপ্য হবেন না।
স্ত্রীর মৃত্যুর পর পেনশন কে পাবে ?
- স্ত্রীর পেনশন স্বামী অজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। কিন্তু স্বামী যদি ২য় বিবাহ করেন তাহলে তিনি কোন পেনশন প্রাপ্য হবেন না।
আজীবন পেনশন এর মানে কি?
- আজীবন পেনশন এর মানে পেনশনের মানে হচ্ছে তিনি সারাজীবন পেনশন্য প্রাপ্য হবেন।
২৫ বছরের বেশি বয়সের সন্তান কি আনুতোষিক ও পারিবারিক পেনশন প্রাপ্য হবেন সারকুলারটি ডাউনলোড করে নিতে পারেন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।