Site icon

বিদেশে ভ্রমণরতদের আইবাস++ এর ইউজার আইডি’র Password মেয়াদ উত্তীর্ণ হলে পাসওয়ার্ড পরিবর্তন করার উপায় ?

How change password in ibas++ after three months during foreign tour ?

Ibas++ Change Request Management পরিচিতি ?

একজন সরকারি কর্মকর্তা নানাবিধ কারনে দেশের বাইরে গমন করতে পারেন। দেশের বাইরে অবস্থান করার কারণে তার মোবাইল নম্বরটি তিনি ব্যবহার করতে পারেন না। ফলে, তিনি বেতন- বিল সাবমিশন থেকে শুরু করে iBAS++ এর সাথে সংশ্লিষ্ট কর্মকাণ্ড সম্পাদনে OTP সরাসরি তার মোবাইল নম্বরে যায়। মোবাইল নম্বর ব্যবহারের সুযোগ না থাকায় তিনি OTP পেতেন না। ফলে, OTP যাতে ইমেইলে আসে সেজন্য তিনি ম্যানুয়াল পদ্ধতিতে OTP Option Change করতেন।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

বর্তমানে iBAS++ OTP Option Change Request এর একটি পদ্ধতি সিস্টেমে কার্যকর করেছে। এখন উক্ত কর্মকর্তা iBAS++ এর মাধ্যমে সরাসরি তার ডিডিও এর নিকট OTP Option পরিবর্তনের জন্য Change Request পাঠাবে। যাতে করে দেশের বাইরে অবস্থান করলেও Email এর মাধ্যমে OTP পাওয়া সম্ভব।

OTP Option Change Request এর উল্লেখযোগ্য কিছু সুবিধা হচ্ছেঃ

বিদেশে ভ্রমণরতদের ইউজার আইডি’র Password মেয়াদ উত্তীর্ণ হলে OTP মাধ্যম পরিবর্তনে করণীয়ঃ


iBAS++ সিস্টেম ব্যবহারকারীর ইউজার আইডি’র Password মেয়াদোত্তীর্ণ হলে Password পরিবর্তনের সময় প্রাপ্ত OTP তার মোবাইল নাম্বারে আসে। কিন্তু, তিনি দেশের বাইরে অবস্থান করলে OTP গ্রহণে সমস্যা দেখা যায়। এজন্য, তিনি OTP প্রাপ্তির মাধ্যম মোবাইল নাম্বারের পরিবর্তে ই-মেইলে গ্রহণ করার জন্য হিসাবরক্ষণ অফিসে আবেদন করবেন।

আরও জানুনঃ কখন শ্রান্তি বিনোদন ভাতার জন্য আবেদন করবেন ও কোন কোন কর্মকর্তা/কর্মচারি rest and recreation leave প্রাপ্য হবেন না ?

আরও জানুন

আরও জানুনঃ আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ২০২৩ ? ibas++ta da staff login ?

রিলেটেড ট্যাগঃ ibas++ password change after three months,

Exit mobile version