Site icon Govt news

জাতীয় বেতন স্কেল ২০১৫  ইনক্রিমেন্ট বের করার নিয়ম ? এমসিএইচএফপি গনের ৩ (তিন) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রাপ্তি ?

পোস্ট সামারীঃ

Table of Contents

Toggle

জাতীয় বেতন স্কেল ২০১৫  ইনক্রিমেন্ট বের করার নিয়ম ?

প্রতি  ১ জুলাই মাসে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের ইনক্রিমেন্ট এর কপি প্রিন্ট করে হিসাবরক্ষণ অফিসে জমা দিতে হয়। ইনক্রিমেন্ট এর কপি বের করার বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন।

ইনক্রিমেন্ট কি ? ইনক্রিমেন্ট কিভাবে হিসাব করা যায় ?

প্রতি  ১ জুলাই মাসে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের মুল বেতনের ৫% হারে বেতন বৃদ্ধি পায়, এটি ইনক্রিমেন্ট। ৫% হারে ইনক্রিমেন্ট হিসাব করে বেতন নির্ধারণ করা হয়।

আরও জানুনঃ Pay fixation increment bd 2023 & Pay fixation verification number বের করার উপায় ?

ইনক্রিমেন্ট চেক

প্রতি  ১ জুলাই মাসে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের অবশ্যই তাদের ইনক্রিমেন্ট যোগ হয়েছে কিনা তা চেক করতে হয়। অনেক ক্ষেত্রে অটোমেটিক আইবাস++ এ ইনক্রিমেন্ট নাও যোগ হতে পারে।

ইনক্রিমেন্ট ধাপ

প্রতি  ১ জুলাই মাসে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের মুল বেতনের ৫% হারে বেতন বৃদ্ধি পেয়ে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর নির্ধারিত গ্রেড অনুযায়ী পরবর্তী ধাপে মিলে যায়।

৩ টি বিশেষ বা স্পেশাল ইনক্রিমেন্ট এবং অতিরিক্ত ইনক্রিমেন্ট পাওয়ার নিয়ম?

 বেতন ও ভাতাদি আদেশ, ২০১৫ এর ১২(৫)(ক) (খ) অনুযায়ী

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

৩ টি বিশেষ ইনক্রিমেন্ট

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় নব নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) গনের ৩ (তিন) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রাপ্তি প্রসঙ্গে

অতিরিক্ত ইনক্রিমেন্ট পাওয়ার স্পষ্ঠীকরণ ?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

সিজিএ ভবন

সেগুনবাগিচা, ঢাকা-১০০০

স্মারক নং-০৭.03.0000.010.11.193.05-549  তারিখ : ১৪/০৯/২০১৭খ্রি.

বরাবর,

প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

সিজিএ ভবন

সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় নব নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) গনের ৩ (তিন) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রাপ্তি প্রসঙ্গে ।

সূত্র :সিএও/স্বাস্থ্য/স্বাস্থ্য-৩/মতামত/১০৬/৫৬৯ তারিখ : ০৮/০২/২০১৭ খ্রি.

অর্থ বিভাগের ১৩/০২/২০১১ তারিখের ০৭.১৭২.০১৮.০০.০৩.২০১০-১৬ নং স্মারক অনুযায়ী ১ম শ্রেণির নন-ক্যাডার মেডিকেল অফিসার/সহকারী সার্জনদের চাকুরী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়মিত না করা পর্যন্ত তাঁদেরকে প্রথম নিয়োগকালে ১২(ক) ও ১২(গ)  National payscale অনুযায়ী  দুইটি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের সুযোগ নেই ।

অপরদিকে অর্থ বিভাগের ২০/০৪/২০১৬ তারিখের এসআরও নং ১০৪- আইন/২০১৬ তে সংশোধিত ১৫/১২/২০১৫ তারিখের চাকুরী (বেতন ও ভাতাদী) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ১২(৫)(ক) অনুযায়ী আলোচ্য নন-ক্যাডার হিসাবে ৯ম গ্রেডে সরাসরি নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) গণের প্রথম নিয়োগকালে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৯ম গ্রেডে একটি অতিরিক্ত অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধাসহ প্রারম্ভিক বেতন (২২০০০+১১০০)=২৩১০০/- টাকা নির্ধারণ করা যেতে পারে মর্মে এ কার্যালয়ের অভিমত নির্দেশক্রমে জানানো হলো ।

(মোঃ আব্দুর রহমান)

উপ-হিসাব মহানিয়ন্ত্রক পদ্ধতি)

ফোন : ৯৫৫৬৫০১

আরও জানুনঃ দেশের  ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তি ? ই-নামজারি কি ? ভূমি মালিকদের আধুনিক কার্ড ?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ বিভাগ,

অর্থ মন্ত্রণালয় বাস্তবায়ন অনুবিভাগ

বাস্তবায়ন অধিশাখা-৩

নং-০৭.০০.০০০০.163.45.০৭২.১৭-২০৯  তারিখ :২৮ ভাদ্র, ১৪২৫ বঃ ১২ সেপ্টেম্বর ২০১৮খ্রিঃ

বিষয় : ২০১৫ এর অনুচ্ছেদ ১২ (৫) (ক) এর বেতন ও ভাতাদি আদেশ, স্পষ্টীকরণ প্রসঙ্গে।

সূত্র: হিসাব মহানিয়ন্ত্রকের স্মারক নং ০৭.০৩.0000.010.11.193.05-677 তারিখ: ১০-০৭-২০১৮ খ্রিষ্টাব্দ।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, অর্থ বিভাগের ২০ এপ্রিল ২০১৬ তারিখের এসআরও নং-১০৪-আইন/২০১৬ এর আলোকে জাতীয় বেতনস্কেল, ২০১৫ কার্যকর হওয়ার পূর্বেই (জাতীয় বেতনস্কেল ২০০৯ এর আওতায়) চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সে ক্ষেত্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় ৯ম গ্রেডে সরাসরি নিয়োগপ্রাপ্‌দ নন-ক্যাডার মেডিকেল অফিসার (এম সি এইচ এফপি) কর্মকর্তাগণের অনুকুলে প্রথম নিয়োগকালে ৯ম গ্রেডে একটি অতিরিক্ত অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধাসহ প্রারম্ভিক বেতন (২২০০০-১১০০)=২৩১০০/- টাকা নির্ধারণের কোন সুযোগ নেই ।

হিসাব মহানিয়ন্ত্রক

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

ডিঙ্গার ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০

(মোহাম্মদ হাবিব উল্লাহ)

সিনিয়র সহকারী সচিব

ফোনঃ ৯৫৬৫ ৭৩৩

আরও জানুনঃ স্বামী এবং স্ত্রীর রক্তের গ্রুপ সম্পর্কিত সতর্কবার্তা ?গর্ভবতী হওয়ার লক্ষণ বা কি করে বুঝবেন যে আপনি গর্ভবতী ?

Exit mobile version