সরকারি নিউজ

জাতীয়করণকৃত শিক্ষকদের চাকুরীকাল কোন তারিখ হতে গণনা করে পিআরএল, লাম্পগ্রান্ট মঞ্জুর করা হবে ?

জাতীয়করণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অর্জিত ছুটির হিসাব কোন তারিখ থেকে গণনা করে লাম্প গ্রান্ট এবং পিআরএল ছুটির হিসাব করা হবে ?

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

পোস্ট সামারীঃ

  • জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষদের অর্জিত ছুটির হিসাব কোন তারিখ হতে গণনা করা হবে ?
  • জাতীয়করণকৃত তারিখ হতে গণনা করে ?
  • না সরকারিকরণের তারিখ হতে ?

  • ২০১৩ ও ২০১৪ সালে অধিগ্রহণকৃত/জাতীয়করণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের চাকুরীকাল গণনা ও ছুটির প্রাপ্যতা, জাতীয়করণকৃত তারিখ হতে গণনা করে পেনশন, লাম্পগ্রান্ট এবং পিআরএল মঞ্জুর করা হবে । বিষয়টি নিয়ে মতভেদ তৈরী হওয়ায় এ বিষয়ে সিন্ধান্তের জন্য ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস্ এর কার্যালয়ে প্রত্র লেখা হয়।

আরও জানুনঃ ২৫ বছরের বেশি বয়সের সন্তান কি আনুতোষিক ও পারিবারিক পেনশন প্রাপ্য হবেন ?

ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস্ এর কার্যালয় জাতীয়করণ শিক্ষকদের অর্জিত ছুটি কোন তারিখ হতে গণনা করে পেনশন, লাম্পগ্রান্ট এবং পিআরএল অনুমোদনের ব্যাপারে নিম্নরুপ সিন্ধান্ত প্রদান করেঃ

  • অর্থ মন্ত্রণালয়ের ১২/০৮/২০২০ খ্রিঃ তারিখের ০৭.০০.০০০০.১6১.৩৮.০০১.১৭-৯২ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা’২০১৩ এর বিধি ২ (গ) এ উল্লিখিত “কার্যকর চাকুরীকাল” একই বিধিমালার বিধি ১০ এ উল্লিখিত শুধু পেনশন গণনার ক্ষেত্রে প্রযোজ্য হওয়ায় অন্যান্য ছুটির প্রাপ্যতা কার্যকর চাকুরীকালের ভিত্তিতে নির্ধারণ করার সুযোগ নেই এবং চাকুরী সরকারিকরণের তারিখ হতে ছুটি গণনা করে প্রাপ্য/জমাকৃত ছুটির ভিত্তিতে পিআরএলসহ লাম্পগ্রান্ট দাবীর বিল পরিশোধ করা যেতে পারে মর্মে আপনার কার্যালয়ের মতামতের সহিত এ কার্যালয় একমত পোষণ করে।

আদেশটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

রিলেটেড ট্যাগঃ জাতীয়করণ শিক্ষকদের অর্জিত ছুটি

admin

Recent Posts

নবম পে স্কেল ২০২৪ সহ ৭ দফা দাবিসমূহ কি কি ?নবম পে স্কেলের সর্বশেষ খবর ২০২৪ ?

দ্রব্যমূল্যে উর্ধগতির কারণে জীবনযত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্ত/কর্মচারিদের বেতন বৃদ্ধির দাবি দীর্ঘ দিনের ।…

5 days ago

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

3 weeks ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

3 weeks ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

1 month ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

1 month ago

ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?

ছুটি নগদায়নের ইংরেজি কি ? ছুটি নগদায়নের ইংরেজি কি হলো লাম্পগ্রান্ড (lump grant) . ছুটি…

2 months ago