Admin

জেলা প্রশাসক বা ডি সি এর পূর্ণরূপ কি ? ডিসির বেতন কত ? ডিসি হতে কি লাগে ?

পোস্ট সামারীঃ

  • ডি সি এর পূর্ণরূপ কি ?
  • জেলা প্রশাসকের পদমর্যাদা কী ?
  • ডি সি বা জেলা প্রশাসক এর গ্রেড কত ?
  • একজন ডিসির বেতন কত ?
  • ডিসির বেতন গ্রেড কত?
  • ডিসি হওয়ার যোগ্যতা? বা ডিসি হতে কি লাগে?
  • জেলা প্রশাসক হতে কত বছর সময় লাগে?
  • ডিসির বা জেলা প্রশাসক এর ইতিহাস ?
  • ডিসির কাজ ?

জেলা প্রশাসক বা ডি সি এর পূর্ণরূপ কি? ডেপুটি কমিশনার কি ?

DC এর পূর্ণ রুপ হচ্ছে : District Commissioner বা Deputy Commissioner. যার বাংলা অর্থ হলো জেলা প্রশাসক, ১টি জেলার নির্বাহী প্রধান।

জেলা প্রশাসকের পদমর্যাদা কী ?

জেলা প্রশাসকের পদমর্যাদা: ডিসি বা জেলা প্রশাসক একজন উপ সচিব পদমর্যাদার।

ডি সি বা জেলা প্রশাসক এর গ্রেড কত ?

ডি সি বা জেলা প্রশাসক এর গ্রেড: পঞ্চম গ্রেড।

আর জানুনঃ

আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ? ibas++ta da staff login ?

জেলা প্রশাসক এর বেতন কত বা একজন ডিসির বেতন কত ?

জেলা প্রশাসক এর বেতন কত বা একজন ডিসির বেতন কত : উপ সচিব পদমর্যাদার ডিসি  জাতীয় বেতন স্কেল এর পঞ্চম গ্রেডে বেতন ভাতাদি পেয়ে থাকেন।

  • ২০১৫ সালের জাতীয় বেতন ৫ম গ্রেডের বেতন স্কেল: ৪৩০০০-৪৪৯৪০-৪৬৯৭০-৪৯০৯০-৫১৩০০-৫৩৬১০৫৬০৩০-৫৮৫৬০-৬১২০০-৬৩৯৬০-৬৬৮৪০-৬৯৮৫০
  • চাকরির শুরুতে আনুমানিক মুল বেতন ৫৩,৬১০/- টাকা।
  • সর্বোচ্চ বেতন : ৬৯৮৫০
  • মেডিকেল ভাতাঃ ১৫০০
  • শিক্ষা সহায়ক ভাতা : ১০০০/- টাকা (২ সন্তানের জন্য )
  • এ ছাড়াও রয়েছে বাড়ি ও গাড়ির সুবিধা।

আরও জানুনঃ

সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?

ডিসির বেতন গ্রেড কত?

  • ডিসির বা জেলা প্রশাসক ৫ম গ্রেডের কর্মকর্তা । সুতরাং ডিসির বেতন গ্রেড ৫ম।

জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে এবং জেলার প্রধান কর্মকর্তা কে কি বলে ?

উত্তরঃ  ডিসি বা জেলা প্রশাসক ।

ডিসি হওয়ার যোগ্যতা? বা ডিসি হতে কি লাগে ?

  • প্রথম ধাপ বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হতে হবে।
  • তারপর এসিল্যান্ড,সিনিয়র সহকারী কমিশনার ও ইউএনও এবং এডিসি হিসেবে অভিজ্ঞতা।
  • পদোন্নতির মাধ্যমে উপসচিব থেকে জেলা প্রশাসক বা ডিসি হিসেবে নিয়োগ প্রদান করার হয়।

জেলা প্রশাসক হতে কত বছর সময় লাগে?

সম্প্রতি ডিসি পদে নিয়োগের মেক্সিমাম বয়স ৫০ বছর সিলেক্ট করা আছে। ডিসি থেকে হলে মাঠ প্রশাসনে থানা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে অন্তুত ৫ বছর, এক্সট্রা জেলা প্রশাসক (এডিসি) হিসেবে ২ বছর ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ে এক্সপেরিয়েন্স থাকতে হবে।

ডিসির বা জেলা প্রশাসক এর ইতিহাস ?

  • ব্রিটিশ শাসনের সময় ইন্ডিয়ায় ওয়ারেন হেস্টিংস সময় ১৭৭২ সালে ১ম জেলা কালেক্টরের পদ সৃষ্টি করা হয়েছিল।
  • ডিস্ট্রিক্ট কালেক্টর ব্রিটিশ শাসনের এ নামে পরিচিত ছিল।
  • এজন্য জেলা প্রশাসকের বা ডিসি অফিসকে এখনও কালেক্টরেট নামে অভিহিত করা হয়।
  • পরবর্তীতে তাকে দায়িত্ব পালনের প্রয়োজনে ফৌজদারী বিচার ব্যবস্থার ক্ষমতা অর্পণ করা হয় ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নামে অন্যটি পদ দেয়া হয়।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

  • পরবর্তীতে পাকিস্তান আমলে District Magistrate বা Collector এর জন্য অন্যটি পদ সৃষ্টি করা হয় জেলার উন্নয়ন কর্মসমূহের সমন্বয় সাধনের জন্য, যার নাম ডেপুটি কমিশনার।
  • ডেপুটি কমিশনার পদ সৃজনের দ্বারা পূর্বের ডিস্ট্রিক্ট কালেক্টর তার সাথে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদ বিলুপ্ত করা হয় নি বা উল্লিখিত পদের জন্য অন্য কাউকে নিয়োগ প্রদান করা হয়নি।
  • ২০০৭ সালের ১ নভেম্বর বিচার সেক্টর পৃথকীকরণ হলে ফৌজদারী কার্যবিধি পাল্টানো সাধন করে জেলা প্রশাসক থেকে বিচারিক ক্ষমতা পৃথক করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি করা হয়।

ডিসির কাজ ?

  • রাজস্ব প্রশাসন ও ব্যবস্থাপনা
  • জেলা ম্যাজিষ্ট্রেসী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেসী
  • জন শৃংখলা ও জন নিরাপত্তা
  • আইন শৃংখলা
  • জেলখানা
  • পর্যটন
  •  আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রন
  • রাষ্ট্রীয় গোপনীয় বিষয়াদি
  • গোপনীয় প্রতিবেদন
  •  ট্রেজারি ও স্ট্যাম্প
  • দুর্নীতি দমন
  • জন উদ্বুদ্ধকরণ
  • লাইসেন্স
  • মুক্তিযুদ্ধ বিষয়ক
  • সম্পত্তি অধিগ্রহণ এবং হুকুম দখল
  •  সংবাদ এবং প্রকাশনা
  •  নির্বাচন
  •  সীমান্ত বিষয়াদি
  •  দুর্যোগ ব্যবস্থাপনা
  • খাদ্য
  • আনসার ও ভিডিপি
  •  সিভিল ডিফেন্স
  •  শ্রম বিষয়ক
  • সামাজিক নিরাপত্তা বেস্টনী
  • পরিবার পরিকল্পনা
  •  পেনশন ও পরিতোষিক
  •  রাষ্ট্রাচার
  • . পরিবহন ও যোগাযোগ
  • জেলা পরিবহন পুল
  • শিক্ষা
  • নাগরিক আবেদনঃ
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

ডিসির কাজ বিস্তারিত এখান হতে জেনে নিতে পারেন।

রিলেটেড ট্যাগঃ ডি সি এর পূর্ণরূপ কি ?, জেলা প্রশাসকের পদমর্যাদা কী ?, ডি সি বা জেলা প্রশাসক এর গ্রেড কত ?,একজন ডিসির বেতন কত ?, ডিসির বেতন গ্রেড কত?, ডিসি হওয়ার যোগ্যতা? বা ডিসি হতে কি লাগে?,জেলা প্রশাসক হতে কত বছর সময় লাগে? ,ডিসির বা জেলা প্রশাসক এর ইতিহাস ?, ডিসির কাজ ?

admin

Recent Posts

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

5 days ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

2 weeks ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

3 weeks ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

4 weeks ago

ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?

ছুটি নগদায়নের ইংরেজি কি ? ছুটি নগদায়নের ইংরেজি কি হলো লাম্পগ্রান্ড (lump grant) . ছুটি…

1 month ago