পিআরএল বা এলপিআর কি
পিআরএল বা PRL এর অর্থ :
এলপিআর বা lpr :
উপরের তথ্য হতে পিআরএল বা এলপিআর কি তা সহজেই অনুমেয়।
এক কথায় পিআরএল হলো অবসর গ্রহণের পর ছুটি কাটানো আর এল পি আর হলো অবসর গ্রহণের পূর্বে ছুটি কাটানো।
পিআরএল বা অবসর উত্তর ছুটির সুবিধা:
ছুটি নগদায়ন :
অবসরকালে অর্জিত ছুটি পাওনা সাপেক্ষে ১২ (বার) মাসের ছুটি নগদায়নের বিধান পরিবর্তন করে ১৮ (আঠারো) মাসের ছুটি নগদায়ন অর্থাৎ ১৮ (আঠারো) মাসের মূলবেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্য হবেন।
পিআরএল ছুটির হিসাব ও অবসর উত্তর ছুটির হিসাব করার উপায় ?
পিআরএল শুরুর তারিখ হিসাব : ৫৯ বছর বয়স পূর্তি হবে । উদাহরণঃ ৩১-১২-২০২০ খ্রিঃ তারিখে এবং ৩১-১২-২০২০ খ্রিঃ তারিখ অপরাহ্নে তিনি অবসর গ্রহণ করবেন।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ সংগ্রহ করে নিতে পারেন।
পিআরএল প্রজ্ঞাপন ও ব্যাখা :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি অনুবিভাগ
প্রবিধি-১ শাখা
www.mof.gov.bd
নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০০৬.১৩-২২ তারিখঃ ০২ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ
প্রজ্ঞাপন
অবসর-উত্তর ছুটি (পিআরএল) কাল পেনশনযোগ্য চাকরি কিনা, অবসর-উত্তর ছুটি কালে আর্থিক সুযোগ-সুবিধার প্রাপ্যতা এবং অবসরের তারিখ, এলপিআর শুরুর তারিখ, চূড়ান্ত অবসর শুরুর তারিখ ইত্যাদি বিষয়সমূহ নিম্নরূপভাবে স্পষ্টীকরণ করা হলো:
(১) অবসর প্রস্তুতিমূলক ছুটিকে (এলপিআর) অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) রূপান্তর করায় অবসর-উত্তর ছুটি (পিআরএল) কাল পেনশনযোগ্য চাকরি হিসেবে গণনাযোগ্য হবে না। তবে, অবসর-প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) কালীন প্রাপ্ত অন্যান্য সকল সুযোগ সুবিধা অবসর-উত্তর (পিআরএল) ছুটিকালীনও বহাল থাকবে।
(২) জনাব ‘ক’ এর জন্ম তারিখ ০১-০১-১৯৬২ খ্রিঃ। একটি উদাহরণের মাধ্যমে তার অবসরগ্রহণ, পিআরএল ও চূড়ান্ত অবসর গ্রহণের তারিখ নিম্নোক্তভাবে দেখানো হলো :
(ক) জনাব ‘ক’ এর ৫৯ বছর বয়স পূর্তি হবে ৩১-১২-২০২০ খ্রিঃ তারিখে এবং ৩১-১২-২০২০ খ্রিঃ তারিখ অপরাহ্নে তিনি অবসর গ্রহণ করবেন।
(খ) ছুটি পাওনা সাপেক্ষে মঞ্জুরীকৃত অবসর-উত্তর ছুটি (পিআরএল) আরম্ভ হবে তার অবসর গ্রহণের পরের দিন অর্থাৎ ০১-০১-২০২১ খ্রি: তারিখে। তিনি ১২ মাস অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগ করলে তার ছুটি শেষ হবে ৩১-১২-২০২১ খ্রিঃ তারিখে এবং তার চূড়ান্ত অবসর গ্রহণের তারিখ হবে ০১-০১-২০২২ খ্রিঃ।
(গ) অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগ না করলে তার চূড়ান্ত অবসর গ্রহণের তারিখ হবে ৩১-১২-২০২০ খ্রিঃ।
রাষ্ট্রপতির আদেশক্রমে
(খালেদা নাছরিন)
সিনিয়র সহকারী সচিব
আরও জানুন: ibas++registration form পূরণ করার পদ্ধতি ?
পোস্ট রিলেটেড ট্যাগঃ পিআরএল বা এলপিআর কি ?,পিআরএল শুরুর তারিখ হিসাব, পিআরএল বিধিমালা,পিআরএল এর আবেদন, পিআরএল প্রজ্ঞাপন, পিআরএল কি, পিআরএল ছুটির হিসাব,পিআরএল ও এলপিআর
শিক্ষা ভাতা কি ? সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ তাদের সন্তানদের লেখা পড়ার জন্য ভাতা প্রদান করে তাকে…
এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয় সমূহ জানা যাবে; আইবাস++ এ পে ফিক্সেশন মোবাইল নাম্বার পরিবর্তন…
এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবেঃ পে ফিক্সেশন কি ? অনলাইন পে ফিক্সেশন বা…
জাতীয় বেতন স্কেল ২০১৫ এর অনলাইনে বেতন নির্ধারণ নির্দেশিকা ও অনলাইন বেতন নির্ধারণ সহায়িকা ?…
নতুন পেস্কেল ২০২৩ ও ৯ম বেতন কমিশন ২০২৩ অষ্টম জাতীয় পে কমিশনের পর্যাপ্ত অসংগতি তার…
বেসরকারী ইন্টারমিডিয়েট কলেজ শিক্ষকদের ছুটি বিধি (১) ছুটি : কলেজে দু'বছর এক নাগাড়ে চাকুরি না…