Site icon Govt news

পিপিও কি , Pension Payment Order, ইপিপিও কি ? ডি-হাফ ( Disburser’s Half) কি ?

পিপিও ও ইপিপিও কি

পিপিও ( PPO) কি?

হিসাব রক্ষণ অফিস কর্তৃক পেনশন প্রদানের আদেশ কে পিপিও ( PPO) বা পেনশন পেমেন্ট অর্ডার (Pension Payment Order) বলে।  পেনশন পরিশোধের জন্য হিসাবরক্ষণ অফিস থেকে  পেনশনার কে যে বই দেওয়া হয় তাকে পিপিও  বা পেনশন পেমেন্ট অর্ডার বই বলে।

ইপিপিও (Electronic Pension Payment Order) কি বা পেনশনের ইপিপিও নাম্বার কি ?

হিসাবরক্ষণ অফিস কর্তৃক কোন পেনশনারেরর পেনশন ইএফটি চালু করার জন্য  Electronicaily যে পিপিও নম্বর তৈরী হয় তাকে ইপিপিও (Electronic Pension Payment Order অথবা eppo number )   বলে। ইপিপিও এর মাধ্যমে পেনশনারকে তার পেনশন ইএফটি প্রদান করা হয়ে।

ইপিপিও (Electronic Pension Payment Order) কি বা পেনশনের ইপিপিও নাম্বার কি পাওয়ার উপায় ?

পেনশনের ইপিপিও নাম্বার বের করার ১ম ধাপ ?

যে কোন ব্রাউজারের সাহায্যে cafopfm.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করার পর Pension Payment Information এ ক্লিক করলে নিচের স্ক্রিন আসবে:

আরও জানুনঃ আইবাস++হেল্পলাইন । ibas++helpline number | Ibas++ helpdesk Number

এখানে পেনশনারের জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল নাম্বার এবং অর্থ বছর সিলেক্ট করে সাবমিট করলে পেনশনারের ইপিপিও নাম্বার দেখা যাবে। জাতীয় পরিচয়পত্র স্মার্ট কাড হলে পূর্বের নম্বর জম্ম সাল সহ দিতে হবে।

ইপিপিও নম্বর বের করার উপায়

পেনশনের ইপিপিও নাম্বার বের করার ২য় ধাপ ?

ইপিপিও কি

এখান থেকে পেনশনের ইপিপিও নাম্বার পাওয়া যাবে।

 ডি-হাফ ( Disburser’s Half) কি ?

ডি-হাফ কি: হিসাবরক্ষণ অফিস পেনশনারের যে  অংশ সংরক্ষণ করে তাকে  ডি-হাফ ( Disburser’s Half) বলে।

 পেনশনের পিপিতে উত্তরাধিকারীর নাম, পেনশনারের সাথে  সম্পর্ক, বৈবাহিক অবস্থা ও বয়স ইত্যাদি উল্লেখ থাকতে হবে।

আরও জানুনঃ লামগ্রান্ট কি। মৃত কর্মচারী পরিবারকে ১৮ মাসের লাম্প গ্রান্ট অর্থ প্রদান করা যাবে কি | ছুটি নগদায়ন

পিপিও নম্বর কি ?

Eppo কি ?

অনলাইন পেনশন  ক্যালকুলেটরের সাহায্যে পেনশনের হিসাব বের করার পদ্ধতি এখানে ক্লিক করুন।

পিপিও ( PPO) কি? | Pension Payment Order | ইপিপিও (Electronic Pension Payment Order) কি? | ডি-হাফ সম্পর্কে জানতে এ্রখানে ক্লিক করুন।

রিলেটেড ট্যাগঃ ডি-হাফ কি?

Exit mobile version