Site icon

পুলিশ কনস্টেবলের বেতন কত ২০২৪ ?

পুলিশ কনস্টেবলের বেতন কত

বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা, চোরাচালান, মাদক, চুরি, ডাকাতি ,খুন -রাহাজানি ইত্যাদি আইন-শৃঙ্খলা জনিত সকল দায়িত্ব বাংলাদেশ পুলিশের। পুলিশের এই সকল কাজকর্মে একজন ফন্ট লাইনার হিসেবে কাজ করে করে বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল। আজকের পোস্টে আমরা বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পেতে কি কি যোগ্যতা লাগে, পুলিশ কনস্টেবলের বেতন কত এবং অন্যান্য কি কি সুবিধা রয়েছে এবং সর্বশেষ পেনশন কত টাকার প্রাপ্য হবেন এবং আপনার পরিবার কি কি সুবিধা পাবে এই সকল বিষয়ে বিষয় নিয়ে পোস্ট এ আলোচনা করা হয়েছে। পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন। 

Table of Contents

Toggle

পুলিশ কনস্টেবলের বেতন কত ও গ্রেড কত ?

১৩৩৪০-১৪০১০-১৪৭২০-১৫৪৬০১৬২৪০-১৭০৬০-১৭৯২০-১৮৮২০-

১৯৭৭০- ২০৭৬০ – ২১৮০০  

পুলিশ কনস্টেবল এর বেতন কত ২০২৪
পুলিশ কনস্টেবল এর বেতন কত ২০২৪

আরও জানুনঃ একজন ওসির বেতন কত এবং পুলিশ ওসি কত তম গ্রেড ?

পুলিশ কনস্টেবল নিয়োগের  যোগ্যতা কি কি ?

বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল পদে চাকরি করা দেশের তরুণদের জন্য একটি বড় স্বপ্ন। এই পদে কাজ করার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়। 

পুলিশ কনস্টেবলের বেতন ছাড়া ভাতা ও অন্যান্য সুবিধা

একজন পুলিশ কনস্টেবল বেশ কয়েক ধরনের ভাতা পান, যার মধ্যে উল্লেখযোগ্য:

পুলিশ কনস্টেবল বাড়ি ভাড়া ভাতা কত টাকা ?

পুলিশ কনস্টেবল চিকিৎসা ভাতা কত টাকা ?

পুলিশ কনস্টেবল যাতায়াত ভাতা কত টাকা ?

আরও জানুনঃ মেয়েদের ডিম্বাণু কি ? আপনার মাসিকের কত দিন পরে আপনি গর্ভবতী থেকে পারেন ? ৫০ বছর বয়সে কি গর্ভবতী হওয়া যায় ?

পুলিশ কনস্টেবল টিফিন  ভাতা কত টাকা ?

পুলিশ কনস্টেবল ধোলাই  ভাতা কত টাকা ?

একজন পুলিশ কনস্টেবল ঝুঁকি ভাতা কত টাকা ?

একজন পুলিশ কনস্টেবল শ্রান্তি বিনোদন ভাতার সুবিধা ?

একজন পুলিশ কনস্টেবল উৎসব ভাতার সুবিধা ?

আরও জানুনঃ স্বামীর বা স্ত্রীর মৃত্যুর পর পেনশনের জন্য আবেদন করার উপায় ? মৃত ব্যক্তির পেনশন কে  পাবে ?স্বামীর মৃত্যুর পর পেনশন কে পাবে ?

একজন পুলিশ কনস্টেবল বিভিন্ন রকম ছুটির সুবিধা ?

হাওড় ভাতার সুবিধা?

দুর্গম  অঞ্চল ও পাহাড়ি বাতাসের সুবিধা?

সরকারি কাজে বদলি বা ভ্রমণ ভাতার সুবিধা ?

একজন পুলিশ কনস্টেবল শিক্ষা সহায়ক ভাতা কত টাকা ?

পদোন্নতির সুযোগ আছে কিনা ?

আরও জানুনঃ কোন গ্রেডে কত বেতন ? সরকারি চাকরিতে কোন গ্রেডে কত বেতন ২০২৪ ?

পি আর এল এবং লাম গ্র্যান্ট এর সুবিধা ? 

পুলিশ কনস্টেবল এর আনুতোষিক ও পেনশন কত ?

পেনশন এবং আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২*২৩০

                                                  =( ২২৩৭০৯০%) /২৩০

                                                 =১০০৬৬.৫**২৩০

                                                  =২৩,১৫,২৯৫/- টাকা

আরও জানুনঃ আনুতোষিক কি ( what is gratuity)? আনুতোষিক শব্দের অর্থ কি ? আনুতোষিকের হার পুনঃ নির্ধারণ ?

পুলিশ কনস্টেবল এর মাসিক পেনশন কত ?

সারসংক্ষেপ

বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল পদে চাকরি একটি সম্মানজনক পদ। কিন্তু চাকরি পেতে হলে প্রার্থীদের কঠোর পরিশ্রম এবং শারীরিক যোগ্যতার প্রমাণ দিতে হয়। তাদের উপয় অর্পিত দায়িত্ব অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Exit mobile version