Site icon Govt news

১৩তম গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের  বেতন ও ভাতাদি কত ও পেনশন কত হতে পারে ?

১৩তম গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের  বেতন ও ভাতাদি কত ও পেনশন কত হতে পারে

১৩তম গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের  বেতন ও ভাতাদি কত ও পেনশন কত হতে পারে ?

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৩তম গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও ভাতদি নিম্নে উল্লেখ করা হলোঃ

১৩ তম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনঃ

মোট বেতন ভাতাদি= (১১,০০০+৪৯৫০+১৫০০+২০০+৩০০)=১৭,৯৫০/- টাকা।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

 যাতায়াত ভাতা এবং যাতায়াত ভাতার  অর্থনৈতিক কোড-৩১১১৩০

(১) জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ১১ নং হইতে ২০ নং গ্রেডের বেসামরিক কর্মচারীর ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকায় কর্মস্থল হইলে তিনি ১ জুলাই ২০১৬ তারিখ হইতে মাসিক ৩০০ (তিন শত) টাকা হারে যাতায়াতভাতা প্রাপ্য হইবেন।

 শিক্ষা সহায়কভাতা এবং শিক্ষা ভাতার অর্থনৈতিক কোড ৩১১১৩০৬

(১) সকল কর্মচারীর জন্য সন্তান প্রতি মাসিক ৫০০ (পাঁচ শত) টাকা হারে এবং অনধিক ২ (দুই) সন্তানের জন্য মাসিক সর্বোচ্চ ১০০০ (এক হাজার) টাকা শিক্ষা সহায়কভাতা প্রদেয় হইবে, তবে, স্বামী ও স্ত্রী উভয়ই সরকারি কর্মচারী হইলে সন্তান সংখ্যা যে কোন একজনের ক্ষেত্রেই গণনা করিয়া ভাতার পরিমাণ নির্ধারণ করিতে হইবে।

 (২) বয়সের সাটিফিকেট দাখিল সাপেক্ষে ২১ (একুশ) বৎসর পর্যন্ত বয়সী সন্তানেরা শিক্ষা সহায়কভাতা প্রাপ্য হইবেন।

(৩) শিক্ষা সহায়কভাতার বিষয়ে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের ১৪/১০/২০১৫ খ্রি. তারিখের ০৭.১৭৩.০৩১.০২.০০.০৩০.২০১০-৭৯ নং স্মারক অনুসরণ করিতে হইবে।

আরও জানুনঃ অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৩ এবং জিপিএফ হিসাবের স্লিপ বের করার উপায় ?

পাহাড়ি ভাতা এবং পাহাড়ি ভাতার অর্থনৈতিক কোড ৩১১১৩০৯

পার্বত্য জেলাসমূহের জেলা সদর ও সদর উপজেলায় নিযুক্ত সকল কর্মচারীর জন্য মূল বেতনের ২০% হারে সর্বোচ্চ ৩০০০ (তিন হাজার) টাকা এবং অন্যান্য উপজেলার জন্য মূল বেতনের ২০% হারে সর্বোচ্চ ৫০০০ (পাঁচ হাজার) টাকা পাহাড়িভাতা প্রদেয় হইবে।

১৩তম গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেনশন কত হতে পারে ?

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেনশনের পরিমাণঃ

যদি ১৩ তম গ্রেডে নিয়োগের পরে আপনি কোন টাইমস্কেল, উচ্চতর গ্রেড নাও পেয়ে থাকেন  ১৩ তম গ্রেডের বেতন ও ভাতাদি গ্রহণ করে আপনি অবসরে যান, তাহলে ;

১৩তম গ্রেডের বেতন স্কেল: ১১০০০-১১৫৫০-১২১৩০-১২৭৪০-১৩৩৮০-১৪০৫০১৪৭৬০-১৫৫০০-১৬২৮০-১৭১০০-১৭৯৬০-

১৮৮৬০-১৯৮১০২০৮১০-২১৮৬০-২২৯৬০-২৪১১০-২৫৩২০-২৬৫৯০

আরও জানুনঃ ১০ তম গ্রেডের বেতন, ১০ তম গ্রেডের মোট বেতন কত, ১০ তম গ্রেডে সর্বসাকুল্যে বেতন কত ?

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক*শতকরা হার)/২

পেনশন ও আনুতোষিক হিসাব = (২৬,৫৯০*৯০%)/২

পেনশন ও আনুতোষিক হিসাব =২৩,৯৩১/-

এককালীন আনুতোষিকের পরিমাণ =১১,৯৬৫.৫ টাকা *২৩০ টাকা

                                       = ২৭,৫২,০৬৫/- টাকা

 পেনশন মাসিক পেনশনের পরিমাণ = ১১,৯৬৫.৫ টাকা + মেডিকেল ভাতা-১৫০০টাকা ( ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)

আরও জানুন: নৈমিত্তিক ছুটি কি বা সি এল ছুটি কি ? নৈমিত্তিক ছুটির নিয়ম ? নৈমিত্তিক ছুটি বা সিএল ছুটি সর্বোচ্চ কত দিন নেওয়া যায় ? কোন কোন ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যায় না ?

নোটঃ ১৩ তম গ্রেডে নিয়োগের পরে আপনার পদোন্নতি না হলেও আপনি অবশ্যই টাইমস্কেল, উচ্চতর গ্রেড পাবেন এবং বেতনের গ্রেড পরিবর্তন হবে।

3111201-Basic pay (Employee)11,000.00
3111314-Tiffin allowance200.00
3111310-Housing rent allowance4950.00
3111311-Medical allowance1500.00

প্রাথমিক শিক্ষকদের বাড়ি ভাতা কত ?

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট,  বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজিপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য

টাকা ৯৭০০ পর্যন্তমূল বেতনের ৬৫% হারে নূন্যতম টাকা ৫৬০০মূল বেতনের ৫৫% হারে ন্যূনতম টাকা ৫০০০মূল বেতনের ৫০% হারে হারে ন্যূনতম টাকা ৪৫০০
৯৭০১ হইতে টাকা ১৬০০০ পর্যন্তমূল বেতনের ৬০% হারে নূন্যতম টাকা ৬৪০০মূল বেতনের ৫০% হারে নূন্যতম টাকা ৫৪০০মূল বেতনের ৪৫% হারে নূন্যতম টাকা ৪৮০০
১৬০০১ হইতে টাকা ৩৫৫০০ পর্যন্তমূল বেতনের ৫৫% হারে নূন্যতম টাকা ৯৬০০মূল বেতনের ৪৫% হারে নূন্যতম টাকা ৮০০০মূল বেতনের ৪০% হারে নূন্যতম টাকা ৭০০০
টাকা ৩৫৫০১ তদূর্ধ্ব।মূল বেতনের ৫০% হারে নূন্যতম টাকা ১৯৫০০মূল বেতনের ৪০% হারে নূন্যতম টাকা ১৬০০০মূল বেতনের ৩৫% হারে নূন্যতম টাকা ১৩৮০০
১৩ তম গ্রেড কোন শ্রেণীর ?

১৩ তম গ্রেড হলো তৃতীয় শ্রেণীর ।

১৩ তম গ্রেডের বাড়ি ভাড়া কত

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট,  বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজিপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য
টাকা ৯৭০০ পর্যন্ত
মূল বেতনের ৬৫% হারে নূন্যতম টাকা ৫৬০০
মূল বেতনের ৫৫% হারে ন্যূনতম টাকা ৫০০০
মূল বেতনের ৫০% হারে হারে ন্যূনতম টাকা ৪৫০০
৯৭০১ হইতে টাকা ১৬০০০ পর্যন্ত
মূল বেতনের ৬০% হারে নূন্যতম টাকা ৬৪০০
মূল বেতনের ৫০% হারে নূন্যতম টাকা ৫৪০০
মূল বেতনের ৪৫% হারে নূন্যতম টাকা ৪৮০০
১৬০০১ হইতে টাকা ৩৫৫০০ পর্যন্ত
মূল বেতনের ৫৫% হারে নূন্যতম টাকা ৯৬০০
মূল বেতনের ৪৫% হারে নূন্যতম টাকা ৮০০০
মূল বেতনের ৪০% হারে নূন্যতম টাকা ৭০০০
টাকা ৩৫৫০১ তদূর্ধ্ব।
মূল বেতনের ৫০% হারে নূন্যতম টাকা ১৯৫০০
মূল বেতনের ৪০% হারে নূন্যতম টাকা ১৬০০০
মূল বেতনের ৩৫% হারে নূন্যতম টাকা ১৩৮০০

Exit mobile version