Site icon Govt news

অনলাইনে gpf balance check করার উপায় ২০২৪ ?

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৪ এবং জিপিএফ হিসাবের স্লিপ বের করার উপায়

Table of Contents

Toggle

gpf account balance check online ?

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

জিপিএফ কি ?

জিপিএফ কি ?


জিপিএফ কি: জিপিএফ শব্দের পুরো অর্থ জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা General Provident Fund. সরকারি কর্মকর্তা/কর্মচারিদের বেতন হতে মুল বেতনের ৫% হতে ২৫% কর্তন করা হয়। চাকরি হতে অবসর গ্রহণ করলে জমাকৃত অর্থ মনুফাসহ ফেরত প্রদান করা হয়, এটিই হচ্ছে জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা General Provident Fund. বছর শেষে সরকার নির্ধারিত মুনাফাসহ জিপিএফ এর ব্যালেন্স বের করা হয়। এটি সরকারি কর্মকর্তা/কর্মচারিদের একটি লাভজনক ব্যবস্থা।

আরও জানুনঃ অক্ষমতাজনিত অবসর কি ? অক্ষমতাজনিত অবসর গ্রহণ করলে কি কি সুবিধা পাওয়া যায় ? অক্ষমতাজনিত অবসর গ্রহণ করলে পুনরায় চাকরি ফিরে পাওয়া যায় ?

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম ২০২৪ বা জিপিএফ ব্যালেন্স চেক ২০২৪ ?


সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য জিপিএফ বা সাধারণ ভবিষৎ তহবিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাদের চাকরির বয়স দুই পূর্ণ হয়েছে, তাদের জন্য জিপিএফ বা সাধারণ ভবিষৎ তহবিল চাঁদা কর্তন ব্যধ্যতামূলক। বর্তমানে জিপিএফ ব্যবস্থাপনা অনলাইন করা হয়েছে। বর্তমানে cafopfm.gov.bd এর সাহায্যে অনলাইনে জিপিএফ হিসাব দেখা যায় এবং জিপিএফ স্লিপ প্রিন্ট করা যায়।

আরও জানুনঃ প্রাপ্যতা বিহীন ছুটি ? প্রাপ্যতা বিহীন ছুটি সর্বোচ্চ কত দিনের মঞ্জুর করা যায় ?

হিসাবরক্ষণ অফিসে যেতে হবে কি জিপিএফ ব্যালেন্স চেক করতে ?


সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ প্রত্যেক অর্থ বছরের শেষে জুলাই মাসে জিপিএফ (জেনারেল প্রভিডেন্ট ফান্ড) স্লিপ হিসাবরক্ষণ অফিস হতে সংগ্রহ করে থাকে । এখন সম্পূর্ণ জিপিএফ ব্যবস্থা অনলাইন হওযায় এখন আর হিসাবরক্ষণ অফিসে যেতে হবে না।

কর্মচারিদের জিপিএফ ব্যালেন্স চেক করতে ডিডিও এর কাছে যেতে হবে কি ?


সরকারি কর্মকর্তাদের জিপিএফ তাদের নিজেদের আইবাস++ আইডি হতে এবং কর্মচারিদের জিপিএফ হিসাব ডিডিও আইডি হতে বের করা যায়। কিন্তু আপনি সহজেই cafopfm.gov.bd এই ওয়েবসাইটের সাহায্যে জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন।

আরও জানুনঃ পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ?  ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?

জিপিএফ ব্যালেন্স চেক করতে যে সব কাগজপত্রের প্রয়োজন হবে ?

অনলাইনে যে ভাবে জিপিএফ হিসাব চেক করবেন ?

আরও জানুনঃ টাইম স্কেল কি ? টাইম স্কেল পাওয়ার নিয়ম ? ২০১৫ পে স্কেল এর পরও কি বহাল রয়েছে ? টাইম স্কেলে বেতন নির্ধারণ পদ্ধতি ?

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার প্রথম ধাপ:

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার দিত্বীয় ধাপ:

এখানে Gpf information এর নিচে click here button ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

আরও জানুনঃ অফিস সহায়ক পদের ইতিহাস ? অফিস সহায়ক এর কাজ কি ২০২৪ ? ২০তম গ্রেডের বেতন কত অফিস সহায়ক এর সুযোগ সুবিধা ?

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার তৃতীয় ধাপ:

জিপিএফ হিসাব জানার জন্য আপনার এনআইডি নম্বর, ফোন নম্বর এবং অর্থবছর সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক ?

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার চতুর্থ ধাপ:

এর আপনার মোবাইলে প্রেরিত ছয় ডিজিটের ওটিপি দিয়ে প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক

আরও জানুনঃ জিপিএফ এর নমিনি পরিবর্তন করার নিয়ম ২০২৪ ?

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার ৫ম ধাপ:

জিপিএফ হিসাবের স্লিপ নিতে চাইলে আপনাকে Gpf Account slip Option এর go বাটনে ক্লিক করলে নিচের স্ক্রিন এর মতো জিপিএফ হিসাবের স্লিপ পেয়ে যাবেন।

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক

জিপিএফ ব্যালেন্স চেক করার ৬ষ্ঠ ধাপ:

আরও জানুনঃ অর্জিত ছুটি কাকে বলে ? অর্জিত ছুটি কত প্রকার ও কি কি ? গড় বেতনে অর্জিত ছুটির হিসাব ২০২৪ ?

আপনার জিপিএফ হিসাবের সাবলেজার নিতে চাইলে আপনাকে Gpf subsidiary Ledger Option এর go বাটনে ক্লিক করলে নিচের স্ক্রিন এর মতো জিপিএফ হিসাবের সাবলেজার পেয়ে যাবেন।

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক

ব্যক্তিগত জিপিএফ তথ্য ?



ব্যক্তিগত জিপিএফ তথ্য : জিপিএফ হচ্ছে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের ব্যক্তিগত তথ্য যার অর্থ তাদের বেতন হতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখা হয়। বছর শেষে সরকার নির্ধারিত মুনাফা যোগ করে জিপিএফ ব্যালেন্স বের করা হয়।


আরও জানুনঃ মেয়েদের ডিম্বাণু কি ? আপনার মাসিকের কত দিন পরে আপনি গর্ভবতী থেকে পারেন ? ৫০ বছর বয়সে কি গর্ভবতী হওয়া যায় ?

জিপিএফ স্লিপ ?


জিপিএফ স্লিপঃ জিপিএফ স্লিপ হলো সরকারি কর্মকর্তা/কর্মচারিদের জিপিএফ হিসাব অর্থ বছর শেষে তদের বেতন হতে কর্তনকৃত আসল টাকা এবং সরকার নির্ধারিত মুনাফাসহ জিপিএফ হিসাবের ব্যালেন্স বের করা হয়। এখানে নিম্নলিখিত বিষয়সমূহ উল্লেখ থাকেঃ
• পূর্ববর্তী বছরের জিপিএফ ব্যালেন্স;
• অর্থবছর শেষে কর্তনকৃত চাঁদার পরিমাণ;
• রিফান্ডকৃত টাকার পরিমাণ ( যদি আপনার জিপিএফ হতে লোন নেওয়া থাকে);
• জিপিএফ একাউন্ট হতে উত্তোলনকৃত টাকার পরিমান;
• সর্বমোট জিপিএ ব্যালেন্স;

জিপিএফ হিসাব ক্যালকুলেটর ?

জিপিএফ হিসাব ক্যালকুলেটর: জিপিএফ হিসাব ক্যালকুলেটর দিয়ে আপনি বর্তমান এবং ভবিষৎ জিপিএফ ব্যালেন্স বের করতে পারবেন।


আরও জানুনঃ শুক্রাণু কি ? পুরুষের বন্ধ্যাত্বের লক্ষণ এবং পুরুষের বন্ধ্যাত্ব দূর করার উপায় ? শুক্রাণু বৃদ্ধির উপায় বা বীর্যে শুক্রাণু বৃদ্ধির খাবার ?

GPF balance check on mobile ?

cafopfm.gov bd ওয়েবসাইটের সাহায়্যে আপনি আপনার মোবাইল দিয়ে খুব সহজেই GPF balance check করতে পারবেন।

cafopfm.gov bd gpf information balance check ?


cafopfm.gov bd gpf information balance check: cafopfm.gov bd ওয়েবসাইটের সাহায্যে অনলাইনে জিপিএফ হিসাব চেক করে নিতে পারবেন।

রিলেটেড ট্যাগঃ জিপিএফ ব্যালেন্স চেক ২০২৩, জিপিএফ স্লিপ বের করার উপায় ? জিপিএফ ব্যালেন্স চেক ২০২৪ ?

Exit mobile version