nocomments

প্রেষণ কাকে বলে ।। Deputation।। বৈদেশিক চাকরি ।। Deputation ও Foreign Service পার্থক্য?

প্রেষণ কাকে বলে ।। Deputation।। বৈদেশিক চাকরি ।। Deputation ও Foreign Service পার্থক্য?

দেশের ভিতরে/বাইরে বিশেষ দায়িত্বে নিয়োজিত থাকাকে, প্রেষণ (Depution) বলে। যে চাকরিতে সরকারি কর্মচারি রাজস্ব খাত ব্যতীত ( স্থানীয় তহবিলের রাজস্ব সহ) অন্য খাত হতে সরকারের অনুমোদনক্রমে বাস্তব বেতন গ্রহণ করেন, তাকে বৈদেশিক চাকরি ( Foreign Service) বলে।
সরকারের এক বিভাগ হতে অন্য বিভাগে যেতে হয়। সরকারি প্রতিষ্ঠান ভিন্ন অন্য প্রতিষ্ঠানে ( সায়ত্বশাসিত সংস্থা,প্রকল্প, আন্তজার্তিক সংস্থা ইত্যাদি) বৈদেশিক চাকরিতে যেতে হয়।
স্ব বেতনে প্রেষনে যেতে হয়।   
  
     
সংস্থা কর্তৃক নির্ধারিত বেতনে যেতে হয়।
রাজস্ব খাত হতে বেতন হবে। রাজস্ব খাত ব্যতীত অন্য খাত হতে বা ঐ সংস্থা বেতন পাবেন।
লিয়েন নিয়ে যেতে হয় না। লিয়েন নিয়ে যেতে হয়।

বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন ।

লামগ্রান্ট কি।মৃত কর্মচারী পরিবারকে ১৮ মাসের লাম্প গ্রান্ট অর্থ প্রদান করা যাবে কি | ছুটি নগদায়ন জেনে নিতে পারেন।

রিলেটেড ট্যাগঃ প্রেষণ কাকে বলে

Reply

error: Content is protected !!