Admin

প্রেষণ কাকে বলে ।। Deputation।। বৈদেশিক চাকরি ।। Deputation ও Foreign Service পার্থক্য?

প্রেষণ কাকে বলে ।। Deputation।। বৈদেশিক চাকরি ।। Deputation ও Foreign Service পার্থক্য?

দেশের ভিতরে/বাইরে বিশেষ দায়িত্বে নিয়োজিত থাকাকে, প্রেষণ (Depution) বলে। যে চাকরিতে সরকারি কর্মচারি রাজস্ব খাত ব্যতীত ( স্থানীয় তহবিলের রাজস্ব সহ) অন্য খাত হতে সরকারের অনুমোদনক্রমে বাস্তব বেতন গ্রহণ করেন, তাকে বৈদেশিক চাকরি ( Foreign Service) বলে।
সরকারের এক বিভাগ হতে অন্য বিভাগে যেতে হয়। সরকারি প্রতিষ্ঠান ভিন্ন অন্য প্রতিষ্ঠানে ( সায়ত্বশাসিত সংস্থা,প্রকল্প, আন্তজার্তিক সংস্থা ইত্যাদি) বৈদেশিক চাকরিতে যেতে হয়।
স্ব বেতনে প্রেষনে যেতে হয়।   
  
     
সংস্থা কর্তৃক নির্ধারিত বেতনে যেতে হয়।
রাজস্ব খাত হতে বেতন হবে। রাজস্ব খাত ব্যতীত অন্য খাত হতে বা ঐ সংস্থা বেতন পাবেন।
লিয়েন নিয়ে যেতে হয় না। লিয়েন নিয়ে যেতে হয়।

বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন ।

লামগ্রান্ট কি।মৃত কর্মচারী পরিবারকে ১৮ মাসের লাম্প গ্রান্ট অর্থ প্রদান করা যাবে কি | ছুটি নগদায়ন জেনে নিতে পারেন।

রিলেটেড ট্যাগঃ প্রেষণ কাকে বলে

Published by
admin

Recent Posts

এটিও/টিও এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরগণের  ভ্রমন ভাতা বৃদ্ধির গেজেট ২০২৪ ?

এটিও/টিও এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরগণের  ভ্রমন বিল বৃদ্ধির ভ্রমণ ভাতা গেজেট ২০২৪ ?…

3 days ago

নবম পে স্কেল ২০২৪ সহ ৭দফা দাবিসমূহ কি কি ?নবম পে স্কেলের সর্বশেষ খবর ২০২৪ ?

দ্রব্যমূল্যে উর্ধগতির কারণে জীবনযত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্ত/কর্মচারিদের বেতন বৃদ্ধির দাবি দীর্ঘ দিনের ।…

2 weeks ago

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

4 weeks ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

1 month ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

1 month ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

2 months ago