nocomments

সরকারী কর্মকর্তাদের সরকারি খরচে বিমানপথে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ সাময়িকভাবে স্থগিত ?

সরকারী ব্যয়ে আকাশপথে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ সাময়িকভাবে বন্ধ করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এ-সংক্রান্ত প্রস্তাবের সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি বলা হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়, কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় যৌক্তিকীকরণের নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে আকাশপথে প্রথম ক্লাসে বৈদেশিক ভ্রমন স্থগিত করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এটি সাময়িকভাবে বন্ধ থাকবে।

এর আগে গভর্নমেন্ট কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে বেশ কিছু স্টেপ নেয়। এর একটি ছিল সরকারী ব্যয়ে বিদেশ ভ্রমণ সীমিত করা।

অর্থ বিভাগের এক আদেশে গত ৯ নভেম্বর বলা হয়, সরকারের পরিচালন ও উন্নতি বরাদ্দের আওতায় সরকারী কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।

আরও জানুনঃ আইবাস++ এ কর্মকর্তা/কর্মচারি মোবাইল ও ইমেইল ভেরিফিকেশন ও সংশোধন করার নতুন নির্দেশনা ২০২৩ ?

অর্থ বিভাগের পক্ষ থেকে গত মার্চে আরেকটি পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, রানিং ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ভাগের বাজেট শতভাগ করা যাবে। তবে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ খাতে বরাদ্দের ৭৫ শতাংশ ও জ্বালানি খাতে ৮০ শতাংশ করা যাবে। উন্নয়ন বাজেটের আওতায় নতুন গাড়ি যাবে না।

Reply

error: Content is protected !!