Site icon

যোগদানকাল কি ? যোগদানকাল সর্বোচ্চ কত দিন প্রাপ্য হবে ?

যোগদানকাল কি ? যোগদানকাল কখন প্রাপ্য হবে ?

সরকারি কর্মকর্তা কর্মচারীদের বদলি একটি নিয়মিত বিষয়। তাদেরকে একই জেলায় থেকে অন্য জেলায় এবং বাংলাদেশের যে কোন স্থানে বদলি করা হয়। বদলি করার পরে তিনি দায়িত্ব হস্তান্তরের পর থেকে কতদিন পরে ওই নতুন স্টেশনে বা নতুন কর্মস্থলে যোগদান করবেন এ বিষয়টি আমরা অনেকেই ঠিকমত বুঝতে পারিনা। আজকের পর্ব করবে আমরা আলাপ করব কিভাবে যোগদানকাল কি এবং সর্বোচ্চ কতদিন যোগদানকাল পাওয়া যায়। পোস্টটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি পুরো বিষয়টি পরিষ্কার হবে।

আরও জানুনঃ ছুটি কি ? ছুটি কি অধিকার ? ছুটি কত প্রকার ও কি কি ? কিভাবে ছুটি অর্জন করা যায় ? Leave Account বা ছুটির হিসাব সংরক্ষণ কে করবেন ?

যোগদানকাল কি ?

একজন সরকারি কর্মকর্তা/কর্মচারীকে এক ষ্টেশন হইতে অন্য ষ্টেশনে বদলী করা হলে বদলীকৃত ষ্টেশনে যোগদানের জন্য যে সময় প্রদান করা হয়, তাকেই যোগদানকাল বলে। এফ আর-৯(১০)।

যোগদানকাল কি  যোগদানকাল সর্বোচ্চ কত দিন প্রাপ্য হবে
যোগদানকাল কি ?

যোগদানকাল কখন প্রাপ্য হবে ?

নিম্নে বর্ণিত অবস্থায় একজন সরকারী কর্মচারীকে যোগদানকাল প্রদান করা হয়:

আরও জানুনঃ বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের ছুটি বিধি ১৯৭৯ এবং মাদ্রাসার শিক্ষকদের নৈমিত্তিক ছুটি

যোগদানকালীন কিভাবে বেতন পাবেন ?

ছুটি কালীন সময়ে :

আরও জানুনঃ জিপিএফ চাঁদা কর্তনের নিয়ম ২০২৩ এবং কত বছর চাকুরী হলে জিপিএফ চাঁদা কর্তনের ব্যাধ্যতামূলক ?

যোগদানকাল হিসাব করার উপায় ?

একজন সরকারি কর্মচারী নতুন পদে বা বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নিম্নোক্ত নিয়মে যোগদানকাল প্রাপ্য:

আরও জানুনঃ মাতৃত্বকালীন ছুটি কি ? মাতৃত্বকালীন ছুটির নিয়ম এবং মাতৃত্বকালীন ছুটি কবে থেকে কার্যকর হবে ?

বিশ্লেষণ : যথাযথ কর্তৃপক্ষ বিশেষ কতিপয় ক্ষেত্রে (যেমন ছাড়পত্র গ্রহণের পর অসুস্থ্যতার ক্ষেত্রে) উপরোক্ত সময়সীমা বর্ধিত করতে পারবেন। বি এস ৯১ (১)

আরও জানুনঃ অপ্রাপ্য (Leave not due) ছুটি কি ? কোন কোন শর্তে এবং কতদিন পর্যন্ত এই ছুটি মঞ্জুর করা যায় ? অপ্রাপ্য ছুটি কি পেনশনযোগ্য চাকুরি হিসাবে গণ্য করা হয় ? অপ্রাপ্য ছুটির জন্য কিভাবে ছুটির

যোগদানকাল কি যোগদানকাল কখন প্রাপ্য হবে

বদলি জনিত ছুটির হিসাব করার উপায় ?

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি

১৩  ১৪    ১৫   ১৬  ১৭  ১৮  ১৯

২০   ২১   ২২   ২৩  ২৪  ২৫   ২৬

বিলম্বে যোগদান করলে কি হবে ?

” [ এফআর ১০৮ রুল ৯৮]

আরও জানুনঃ সমন্বতি অনলাইন বদলি নির্দেশিকা ২০২২ | প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা ২০২২| প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা ২০২২ pdf

একই জেলায় বদলি হলে ট্রানজিট লিভ প্রাপ্র্য হবেন কি ?

যোগদানকাল কি বর্ধিত করা যায় কি ?

আবেদনের প্রক্ষিতে বদলী করলে যোগদানকালীন সময় প্রাপ্য হবেন কি ?

শেষ কথাঃ পরিবারসহ অন্য স্টেশনে যাওয়ার প্রস্তুতি সহ বিভিন্ন সময়ের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যার কারণে সময় মতো নতুন কর্মস্থলে যোগদান করতে পারে না। কিন্তু এক্ষেত্রে বিলম্বে যোগদান করলে হলে আপনার সার্ভিস থেকে এগুলোবিলম্বে যোগদান হিসেবে গণ্য হবে।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Exit mobile version